বাংলাভাষার এফ এম অনুষ্ঠান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত
ঢাকায় এফএম ১০৩.২ এবং চট্টগ্রামে ১০৫.৪ মেগাহার্জ
এক বছরেরও বেশি সময়ের যোগাযোগ ও প্রস্তুতির পর ১৭ মে ঢাকায় চীন আন্তর্জাতিক বেতার ও বাংলাদেশ বেতার আনুষ্ঠানিকভাবে বেতার সেবা সংক্রান্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে । এ চক্তি অনুযায়ী চীন আন্তর্জাতিক বেতারের বাংলা ও ইংরেজী ভাষার এফ এম অনুষ্ঠান ঢাকা ও চটগ্রামে প্রচার করা হবে । বাংলাদেশে চীনা দূতাবাসের রাজনৈতিক কাউসিলার ওয়াং ইয়ু ও বাংলাদেশ জাতীয় বেতারের মহাপরিচালক মাহবুবুল আলম আলাদা আলাদাভাবে চীন ও বাংলাদেশের পক্ষ থেকে এ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন । বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
জানা গেছে , ২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে চীন আন্তর্জাতিক বেতারের উপমহাপরিচালক ওয়াং ইয়ুন ফোংয়ের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরের সময় বাংলাভাষার এফ এম অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ও বাংলাদেশ বেতারের মহাপরিচালকের সংগে সার্বিকভাবে আলোচনা করেন । উভয় পক্ষ বেতার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্পর্কে আশাবাদী । চুক্তিটির স্বাক্ষর বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের বিপুল সমর্থন পেয়েছে ।
এ চুক্তির স্বাক্ষর চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের নতুন অধ্যায়ের সূচনা করেছে । এম এম অনুষ্ঠান চালু হলে বাংলাদেশের শ্রোতারা আরো স্পষ্টভাবে চীন আন্তর্জাতিক বেতারের নানা অনুষ্ঠান শুনতে পাবেন । ঢাকায় সি আর আইয়ের প্রচার-তরংগ হচ্ছে ১০৩.২মেগাহার্জ । বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ইংরেজী অনুষ্ঠান এবং বিকেল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বাংলা অনুষ্ঠান প্রচারিত হবে । চটগ্রামে প্রচার-তরংগ হচ্ছে ১০৫.৪ মেগাহার্জ ।এ প্রবার তরংগে বিকেল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বাংলা অনুষ্ঠান প্রচারিত হবে ।