Tuesday, May 3, 2011

দেশ টিভি’তে চীনা ভাষা শিক্ষার ক্লাস “মাতৃভাষায় চীনা ভাষা শিখুন”

দেশ টিভিতে চীনা ভাষা শিক্ষার ক্লাস

মাতৃভাষায় চীনা ভাষা শিখুন

আগামী ২৫ মে ২০১১ থেকে টানা ২০ দিন (শুক্র-শনিবার ছাড়া) প্রতিদিন বিকেল ৪ টা ৩০ মিনিটে বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে সরাসরি প্রচারিত হবে চীনা ভাষা শিক্ষার ক্লাস মাতৃভাষায় চীনা ভাষা শিখুনক্লাসটি পরিচালনা করবেন চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের প্রতিনিধি ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক মহিউদ্দিন তাহের।

দেশ টিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটিতে দর্শকদের টেলিফোনে অংশগ্রহনের সুযোগ থাকছে। ইচ্ছে করলে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরাও টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে চীনা ভাষা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন। টেলিফোন নাম্বারটি দর্শকদের অনুষ্ঠান চলাকালীন সময়ে জানিয়ে দেওয়া হবে। তাহলে বন্ধুরা এখন থেকেই আপনার প্রশ্ন গুলি তৈরী করে রাখুন এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে ইয়াং ওয়েই মিং স্বর্ণা মহিউদ্দিন তাহেরকে আপনার প্রশ্ন করুন। বাংলাদেশে কোন টেলিভিশন চ্যানেলে চীনা ভাষা শিক্ষা সংক্রান্ত এটি প্রথম ক্লাস। চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাবন্ধুদের অনুষ্ঠানটি দেখার এবং টেলিফোনে অংশগ্রহনের আমন্ত্রন জানানো যাচ্ছে। অনুষ্ঠানটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে সুচিন্তিত মতামত লিখে চীন আন্তর্জাতিক বেতারে জানানোরও অনুরোধ থাকলো। আশা করছি শ্রোতা বন্ধুরা এবার দেশ টিভির মাধ্যমে চীনা ভাষা শিক্ষার সুযোগ পাবেন।

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award