সিআরআই ওয়েবসাইট এ প্রকাশিত:
দেশ টিভি'তে চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান ২৫ মে থেকে
2011-05-25 21:10:03 cri
দেশ টিভি'তে চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান ২৫ মে থেকে
|
|
| ||||||||||||
দেশ টিভি'তে চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান ২৫ মে থেকে
2011-05-25 21:10:03 cri
২৫ মে থেকে পরবর্তী ২০ দিন (শুক্র ও শনিবার ছাড়া) প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 'দেশ টিভি'তে সরাসরি সম্প্রচারিত হবে চীনা ভাষা শিক্ষার ক্লাস "মাতৃভাষায় চীনা ভাষা শিখুন"। ক্লাসটি পরিচালনা করবেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রতিনিধি ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাবেক বিদেশি ভাষা বিশেষজ্ঞ ও কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক মহিউদ্দিন তাহের।
এ অনুষ্ঠানে দর্শকদের টেলিফোনে অংশগ্রহণের সুযোগ থাকছে। ইচ্ছে করলে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরাও টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে চীনা ভাষা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন। টেলিফোন নম্বরটি অনুষ্ঠান চলাকালীন জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে চীনা ভাষা শিক্ষা সংক্রান্ত এটিই প্রথম অনুষ্ঠান।
চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাবন্ধুদের অনুষ্ঠানটি দেখার এবং টেলিফোনে অংশগ্রহনের আমন্ত্রন জানানো যাচ্ছে। অনুষ্ঠানটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে সুচিন্তিত মতামত লিখে চীন আন্তর্জাতিক বেতারে জানানোরও অনুরোধ থাকলো।
---দিদারুল ইকবাল
মনিটর, চীন আন্তর্জাতিক বেতার, ঢাকা, বাংলাদেশ।
সংশ্লিষ্ট প্রতিবেদন
| ||||
মন্তব্যের পাতা
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |
0 comments:
Post a Comment