দেশ টিভি’তে চীনে রবীন্দ্র সাহিত্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান
আগামী ৮ মে ২০১১ রবিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘দেশ টিভি’তে প্রচারিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে “চীনে রবীন্দ্র সাহিত্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান”। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন, চীনে রবীন্দ্র রচনাবলী অনুবাদক কমিটির প্রধান, পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক ও শান্তিনিকেতন থেকে রবীন্দ্র পুরস্কারসহ সাহিত্যে ডক্টরেট ডিগ্রী পাওয়া প্রফেসর তোং ইয়ৌ ছেন এবং চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের প্রতিনিধি ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।
দেশ টিভি’তে অনুষ্ঠানটি দেখার জন্য চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাবন্ধুদের বিশেষ আমন্ত্রন জানানো যাচ্ছে। অনুষ্ঠানটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে সুচিন্তিত মতামত লিখে চীন আন্তর্জাতিক বেতারে জানানোরও অনুরোধ থাকলো। আশা করছি শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।
দিদারুল ইকবাল
মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।
0 comments:
Post a Comment