Sunday, January 9, 2011

নিহত মনের কাছে প্রেমের গোলাপ চেয়ে কি লাভ বল.............> কথা ও সুর: মহিউদ্দিন তাহের (সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ- চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ)

Friday, January 7, 2011

চল আশার কথা বলি, হতাশারা থাক। ভালবাসার কথা বলি, ঘৃণারা পালাক...> কথা ও সুর: মহিউদ্দিন তাহের, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ- চীন আন্তর্জাতিক বেতার (বাংলা)

Saturday, January 1, 2011

Quiz Contest





Up date by,

DIDARUL IQBAL

Bangladesh Monitor

China Radio International (CRI)

Dhaka, Bangladesh.

স্বাগতম ২০১১, বিদায় ২০১০

স্বাগতম ২০১১, বিদায় ২০১০


দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০১০ সাল এবং এসে গেলো নতুন আরো একটি বছর ২০১১ বছর জুড়ে মানুষের অনেক চাওয়া-পাওয়ার হিসাবের মধ্যে হয়ত কারো আশা পূর্ণ হয়েছে আবার কেউ নিরাশ হয়েছে৷ তবুও মানুষ কিছু পাওয়ার আশায় অপেক্ষায় থাকে আগামীর দিনগুলির জন্য৷ আশা করছি ২০১ সালে পৃথিবীর সকল মানুষের যেন সকল আশা পূর্ণ হয় এবং বিশ্ব যেন স্থিতিশীল পরিস্থিতিতে থাকে এ প্রত্যাশা করছি৷ চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ, উপ-পরিচালক মি.চিয়াং চিং ছেং, বিশেষজ্ঞ ফোং সিউ ছিয়েন, চুং শাওলি, শি চি উ, থান ইয়াও খাং, আবাম ছালাউদ্দিন, ইয়াং ওয়েই মিং, ছাও ইয়ানহুয়া, লিলি, লি লু, ছাই ইউয়ে, ওয়াং হাইমান, শুয়েই ফেই ফেই, শিয়ে নান, খোং চিয়া চিয়া, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, রাশিদা বেগম, অমিত হাবিবসহ সিআরআই-এর সকল শ্রোতাবন্ধুদের জানাই ইংরেজী নববর্ষ-২০১ এর শুভেচ্ছা৷ ২০১ সাল সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও আনন্দ৷ স্বাগতম ২০১১ সাল, শুভ বিদায় ২০১০।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছাসহ,

দিদারুল ইকবাল,

তাছলিমা আক্তার লিমা,

শহিদুল কায়সার লিমন,

আনোয়ারা বেগম,

তাছলিমা বেগম,

শাহাদাত হোসেন,

মুছলিমা বেগম,

আব্দুর রাজ্জাক,

জোবেদা রিনা,

উম্মে সালমা মাছুমা,

লিয়াকত আলী,

হাজেরা বেগম,

রফিকুল ইসলাম,

আয়েশা বেগম,

শাওন খান,

আসিফুল ইসলাম রাতুল,

সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সিআরআই-সার্ক),

বাড়ি ৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

Happy Birthday to CRI Bengali@42 (1969 to 2011)

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award