সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম ঢাকা
৭ম ব্যাচের চীনা ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ৭ম ব্যাচের চীনা ভাষা শিক্ষা কার্যক্রম ২ জুলাই মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
এগার জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হওয়া এই নতুন ব্যাচের ক্লাসের শুরুতে ক্লাসরুমের কনসালটেন্ট শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের শিক্ষার্থীদেরকে চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। তিনি প্রথমে প্রত্যেকের কাছে ব্যক্তিগত পরিচয় ও চীনা ভাষা শেখার উদ্দেশ্য সম্পর্কে জানতে চান। পরিচয় পর্ব শেষে শিক্ষার্থীদের মধ্যে চীনা ভাষা শিক্ষার বই এবং সিডি বিতরণ করা হয়। এরপর আনন্দঘন পরিবেশে চীনা ভাষার পাঠদান শুরু করেন।
এবারের শিক্ষার্থীদের মধ্যে চারজন ছাত্রী রয়েছেন। এদের মধ্যে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা এবং ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসেনার্স ক্লাব, মিরপুর, ঢাকার সভাপতি তাছলিমা আক্তার লিমাও রয়েছেন। যিনি বাংলাদেশের অন্যতম বেসরকারী টেলিভিশন চ্যানেল দেশ টিভি-তে প্রচারিত ‘বাংলায় চীনা ভাষা শিক্ষা’ বিষয়ক বিশেষ কোর্স “দূরপাঠ” অনুষ্ঠানে কুইজ বিজয়ী হয়ে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমে তিন মাসের চীনা ভাষা শিক্ষা কোর্সে বিনামূল্যে অংশগ্রহনের সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য দেশ টিভি-তে প্রচারিত ‘বাংলায় চীনা ভাষা শিক্ষা’ বিষয়ক বিশেষ কোর্স “দূরপাঠ” অনুষ্ঠানটি গত ২৬ মে থেকে শুরু হয়ে ২৩ জুন শেষ হয়। প্রায় একমাস ধরে চলা এ কোর্সটিতে ২০টি ক্লাস নেওয়া হয়। অনুষ্ঠানটি সপ্তাহে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সরাসরি সম্প্রচারিত করা হয়। ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে ছিলো দর্শক-শ্রোতাদের টেলিফোনে সরাসরি অংশগ্রহণ এবং প্রতিদিন ক্লাস শেষে বিশেষ কুইজে অংশগ্রহণ। ঘোষণা অনুযায়ী কোর্স শেষে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমে তিন মাসের চীনা ভাষা শিক্ষা কোর্সে বিনামূল্যে অংশগ্রহনের জন্য বিজয়ী নির্বাচিত করা হয়।
এখানে বিশেষভাবে উল্লেখ্য ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি চীন আন্তর্জাতিক বেতার এবং ঢাকার শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ক্লাসরুমটি চালু করার জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। একই বছর ২৯ অক্টোবর ক্লাসরুমের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
গত বছর সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের একজন ছাত্র চীন সরকারের বৃত্তি নিয়ে চীনের কুয়াংচৌ শহরে গিয়ে চুংশান বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা অধ্যয়ন করছেন। এ বছর ২২ এপ্রিল ঢাকায় চীনা দূতাবাসে ১০ম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতা এবং বাংলাদেশে ৪র্থ চীনা ভাষা সেতু বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিট্যুট, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিট্যুট, ব্রাক বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা শিক্ষা বিভাগ এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর পাঁচজন ছাত্র-ছাত্রীসহ মোট ১৯ জন চীনা বৃত্তির প্রতিযোগিতায় অংশ নেন। এতে ৪র্থ পুরস্কার বিজয়ী হয়েছেন সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর ছাত্র এবং সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্য আব্দুল্লাহ আল-মামুন।
চীনা ভাষা শিখতে আগ্রহীরা (০২) ৮৯৫০৪৭১ বা ৭৯১২৯৬৮ নম্বরে যোগাযোগ করতে পারেন। ক্লাসরুমের মূল শ্লোগান হচ্ছে 'মাতৃ ভাষায় চীনা ভাষা শিখুন'।
দিদারুল ইকবাল
মনিটর
চীন আন্তর্জাতিক বেতার