Sunday, January 29, 2012

Special Club Festoon 2012



সিআরআই বাংলা বিভাগের এফ.এম প্রচারনায় সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের ডিজিটাল ফেস্টুন

Monday, January 23, 2012

Long nian daji নো নিয়েন তাঝি (শুভ ড্রাগন বর্ষ ২০১২)






Sunday, January 22, 2012

CRI Club Registration No.: CRI-B-028-04 (CRI-South Asia Radio Club)


Script of Special Cultural Program on Chinese Spring Festival 2012



































দিদারুল ইকবাল:

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে সকল শ্রোতাবন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছি আমি দিদারুল ইকবাল।

শ্রোতাবন্ধুরা আমরা চীনের নববর্ষ অর্থাৎ বসন্ত উৎসব উপলক্ষ্যে আজকের এই বিশেষ পাঁচমিশালী অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে। এখানে আমাদের মাঝে বেশ কয়েকজন শ্রোতাবন্ধু উপস্থিত রয়েছেন এবং একজন বিশেষ বন্ধুও রয়েছেন যাকে আপনারা চিনেন এবং তিনি দীর্ঘ দিন ধরে সিআরআই-এর সাথে ছিলেন। আর তিনি হচ্ছেন, বাংলাদেশ-চায়না রেডিও লিসেনার্স ক্লাবের চেয়াম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল। এছাড়া আমাদের ক্লাবের কয়েকজন সদস্যও উপস্থিত রয়েছেন।

আমরা চীনের বসন্ত উৎসব উপলক্ষ্যে আজকের এই বিশেষ পাঁচমিশালী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমরা সিআরআই-এর সবচেয়ে পুরাতন এবং দীর্ঘ দিনের বন্ধু সৈয়দ রেজাউল করিম বেলাল ভাই এর কাছ থেকে প্রথমে তার কিছু অনুভূমি সম্পর্কে শুনব। এখন যাচ্ছি আমাদের বেলাল ভাই এর কাছে...........

সৈয়দ রেজাউল করিম বেলাল

সভাপতি

বাংলাদেশ-চীন বেতার শ্রোতা সংঘ।

শুভেচ্ছা বাণী:

সিআরআই এর সবাইকে আমার শুভেচ্ছা। আজকের এই শুভ দিনে আমরা সবাই একত্রীত হতে পেরেছি। বাংলাদেশের শ্রোতারা আমরা কিছু দিন পর পর একসাথে শ্রোতাসংঘের সাথে মতবিনিময় করি। আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন। আমরা বাংলাদেশের শ্রোতারা সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের অফিসে এসে একসাথে মতামত ব্যক্ত করার সুযোগ পাচ্ছি।

চীন আন্তর্জাতিক বেতার রেডিও পিকিং থেকে শুরু হয়ে আজকের সিআরআই দীর্ঘ সময় অতিক্রম করেছে। এই দীর্ঘ সময়ে আমরা প্রায় ৪০ বছর আমরা বহু শ্রোতারা যারা নবীন ছিলাম পরে যৌবনে এসেছি এবং বাধ্যকে এসে গেছি এখন। এই দীর্ঘ দিন ধরে আমরা শ্রোতারা যে একসাথে আছি এবং আমরা মিলে মিশে এখনো আছি বিশেষ করে আমরা যারা ছিলাম নবীন তারা এখন বাধ্যক্যে এসেগেছি, বৃদ্ধ হয়েগেছি তবুও যে আমাদের মিল আছে এবং আমাদের মধ্য থেকে নতুন নতুন শ্রোতারা সৃষ্টি হচ্ছে এটি একটি বিশেষ সাফল্য।

বাংলাদেশ এবং চীনের সাথে শুধু রাজনৈতিক যোগাযোগ নয়, অর্থনৈতিক যোগাযোগ নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও রয়েছে বিরাট সম্পর্ক। এবং সাংস্কৃতিক ঐতিহ্যে আমরা বাংলাদেশ ও চীনের ইতিহাস প্রায় তিন হাজার বছরের।

আমরা আজকে যে উপলক্ষ্যে একসাথে হয়েছি Spring Festival বা চীনের নববর্ষ সে দিনটির জন্য আমি কিছু কথা এখন বলতে চাই.......

চীনের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অনেক প্রচীনকালের। আজ হতে তিন হাজার বছর আগের। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউ এন সাং-য়ের আগে অর্থাৎ খ্রীষ্টপূর্বে চতুর্দশ শতাব্দীতে যখন ফা-হিয়েন বাংলার মাটিতে এসেছেন।

Spring Festival বা শুভ চীনা নববর্ষে জানাই সবাইকে শুভেচ্ছা (জু নিন)।

Happy New Year (চিন নিয়েন খোয়াইলা)।

বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাব ও সিআরআই লিসনার্স ক্লাবের বন্ধুদের পক্ষ থেকে এ শুভ আনন্দের দিনে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। চীনে অবস্থানরত ১ লাখ ৮০ হাজার বিদেশী শিক্ষার্থীদের যারা বিভিন্ন দেশ থেকে চীনে আছেন অধ্যয়নে।

চীনে এ বছর ২২শে জানুয়ারি শুরু হচ্ছে ড্রাগন ইয়ার। চলবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা জেনেছি ৪০ দিনের আনন্দে মেতে থাকবেন চীনাগণ। দেশ ভ্রমণে, আপনজনের নিকট মেলা বন্ধনে যাত্রা ভ্রমণে থাকবেন ২শ ৩৫ মিলিয়ন যাত্রী। চীনা রেল ট্রেনে প্রায় সাড়ে ৩ বিলিয়ন যাত্রী ভ্রমণ করবেন বলে আমরা জেনেছি। এটা জেনে খুব আনন্দ লাগছে চীনারা কি বিপুল উৎসাহে, উদ্দীপনায় এবং ঐতিহ্যগতভাবে চীনের নববর্ষ উদযাপন করছে।

ভবিষ্যতে ভিন্ন ভিন্ন নামে হয়ত বছর আসবে। এবছর যা ড্রাগন ইয়ার নামে পরিচিত হচ্ছে। বাংলাদেশী মানুষদের সাথে নববর্ষ আগমন ও উদযাপনে অনেক মিল। নববর্ষে নতুন নতুন পালা পর্বনে উদযাপিত হয় নতুন বছর নব কলেবরে।

নববর্ষে খাবার যেমন বৈচিত্রময়, তেমনি পিয়নি ফুল ফুলের পাপড়ি দিয়ে। আছে গাম গাট সুয়ে অর্থাৎ গামগাট গাছ। আছে নাচ, গান হৈ-হুল্লুর নানান আয়োজন। আনন্দ উৎসবে, নানা আয়োজনে পরিবারের পরিচ্ছন্ন ও নবসাজে নতুন পোষাকে সবাই আনন্দে ভরিয়ে দেবে এ দিনগুলো।

চীনা সংস্কৃতিতে চান্দ্র মাসের প্রথম দিনেই হবে কোটি কোটি মানুষের প্রীতি উৎসব। বিশ্বের সর্ববৃহত্তর ভ্রমণ বিলাস।

বসন্ত উৎসব হলেও- Spring Festival নামে যা বিখ্যাত। প্রকৃত আমরা জানি তা চীনা নববর্ষ।

চীন আন্তর্জাতিক বেতার- সিআরআই বাংলা বিভাগ সহ সকল বন্ধুদের জানাই নববর্ষের শুভেচ্ছা (চিন নিয়েন খোয়াইলা)।

এই কামনাই করি, সবশেষে চীনের একটি বাংলাদেশী ছোট ছড়া দিয়ে শেষ করি-

চীনের সমস্ত বাগান ভরে যাক সুগন্ধে

একবার নয় বার বার ফিরে আসুক

চীন দেশে বসন্ত- নতুন বর্ষ।

সৈয়দ রেজাউল করিম বেলাল

সভাপতি

বাংলাদেশ-চীন বেতার শ্রোতা সংঘ।

(সবাইকে ধন্যবাদ)

দিদারুল ইকবাল:

ধন্যবাদ বেলাল ভাই-কে।

শ্রোতাবন্ধুরা আপনাদেরকে এ প্রসঙ্গে জানিয়ে রাখি আপনারা জানেন যে আমাদের বেলাল ভাই দীর্ঘ দিন ধরে অসুস্থ্য ছিলেন। আমরা চেষ্টা করছি তাকে পুন:রায় আবার আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য। এখন তিনি মোটামুটি সুস্থ্য আছেন। আমরা আমাদের এই ছোট খাটো পরিসরে তাকে আনার জন্য উদ্বোদ্ধ করছি এবং তিনি আগ্রহ করছেন যে তিনি আবার পুন:রায় শ্রোতাদের মাঝে ফিরে আসতে চান। তিনি আমাকে জানিয়েছেন এখনো তার কাছে অনেক শ্রোতাবন্ধু তাকে ফোন করেন এবং সিআরআই সম্পর্কে জানতে চান। তিনি এতে খোব আনন্দিত। আমরা নিজেরাও আনন্দিত যে তিনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। আমরা চাই তিনি আরো দীর্ঘকাল ধরে আমাদের সাথে থাকেন।

শ্রোতাবন্ধুরা এখন আমরা একটি গান শুনব। আমাদের বন্ধু নাসরিন এখন একটি গান গেয়ে শুনাচ্ছেন................

নাসরিন আক্তার

সদস্য

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব।

গান:

সাধের লাউ বানাইল মোরে বৈরাগী

সাধের লাউ বানাইল মোরে বৈরাগী (২)

লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম

লাউয়ের আগা খাইলাম গো................

লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম

লাউ দি বানাইলাম ডুগডুগি

আমি লাউ দি বানাইলাম ডুগডুগি

সাধের লাউ বানাইল মোরে বৈরাগী (২)

লাউয়ে এত মধু জানে গো যাদু

লাউয়ে এত মধু গো.............

লাউয়ে এত মধু জানে গো যাদু

লাউ ধইরলাম সঙ্গের সঙ্গী

হায়রে লাউ ধইরলাম সঙ্গের সঙ্গী

সাধের লাউ বানাইল মোরে বৈরাগী (২)

আমি গয়া গেলাম কাশী গেলাম

আমি গয়া গেলাম গো...........

আমি গয়া গেলাম কাশী গেলাম

সঙ্গে নাই মোর বৈষ্ণবী

হায়রে সঙ্গে নাই মোর বৈষ্ণবী

সাধের লাউ বানাইল মোরে বৈরাগী (২)

দিদারুল ইকবাল:

ধন্যবাদ নাসরিন-কে।

শ্রোতাবন্ধুরা এখন আমরা আরেকটি গান শুনব। এবার আমরা আমাদের ছোট্টবন্ধুর কাছ থেকে গান শুনব। এখন গান গেয়ে শুনাচ্ছে সামিয়া................

ফারজানা সুলতানা সামিয়া

সদস্য

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব।

গান:

দোল দোল দোলনী, রাঙ্গা মাথার চিরুনি

(শিল্পী: আব্দুল আলীম, তাল: ঝুমুর)

দোল দোল দোলনী, রাঙ্গা মাথার চিরুনি (২)

এনে দেব হাট থেকে, মান তুমি করো না।

নতুন নতুন খোঁপাটি, তুলে এনে দোপাটি,

রাঙ্গা ফিতায় বেঁধে দেবো, মান তুমি করো না।।

দোল দোল দোলনী, রাঙ্গা মাথার চিরুনি

চেয়ে দেখ ডালিম ফুলে, ঐ জমেছে মৌ,

বৌ কথা কও, ডাকছে পাখি কয়না কথা বৌ।

ঝুম ঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে,

আরো দেব নাকের নোলক মান তুমি করো না।।

দোল দোল দোলনী, রাঙ্গা মাথার চিরুনি,

এনে দেব হাট থেকে, মান তুমি করো না।

চাঁদের সাথে নিত্য রাতে, তারায় কথা কয়,

আপন জনা পর হইলে, তাও কি প্রাণে সঁয়।

একটু খানি হাস না, কাছে এসে বস না,

এনে দেব রেশমী চুড়ি, মান তুমি করো না।।

দোল দোল দোলনী, রাঙ্গা মাথার চিরুনি,

এনে দেব হাট থেকে, মান তুমি করো না।

দিদারুল ইকবাল:

ধন্যবাদ ছোট্টবন্ধু সামিয়া।

শ্রোতাবন্ধুরা এখন আমরা একটি কবিতা শুনব। এখন আপনাদেরকে কবিতা আবৃত্তি করে শুনাচ্ছেন আমাদের বন্ধু নাঈম হোসেন..............

নাঈম হোসেন

সদস্য

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব।

কবিতা:

বসন্ত

(তাছলিমা আক্তার লিমা)

ফুলের পাশে ফুল দুলছে

ভ্রমরের নাই শেষ

সবুজ হাওয়ায় দুলছে আজি

বসন্তেরই রেশ

সেই রেশেতেই গয়না পরেছে

প্রজাপতির ঝাঁক

ছুটতে ইচ্ছে করে সেথায়

মানে না যে আমার মনের বাধ।

ফাগুনের নীলাভ শ্যামল প্রকৃতি

পরিবেস্টন করেছে যেন নীলাম্বরী

সে যেন এক গভীর প্রেমের ছবি

ঢেউয়ের পরে ঢেউ বয়ে চলেছে শীতল নদী

তাইতো তোমায় বরণ করে নিতে চাই বাহারী সাজে

বসন্তের আগমনে দক্ষিনা বাতাসে।

বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে

একি বন্ধনা, দিগ্বিদিক সুগন্ধ্যে ভরে তোলে

আর পুষ্পিত মাধবী কুড়ি, মৃদু হাওয়ায় হাসে।

দেখিয়া হৃদয়ে পুলকিত হয়

স্বাধ হয় উড়তে ঐ নীল আকাশে।

দিদারুল ইকবাল:

ধন্যবাদ নাঈম-কে।

শ্রোতাবন্ধুরা আমরা কবিতা শুনলাম। এখন আমরা আবার পুনরায় ফিরে যাচ্ছি গানে। এখন গান পরিবেশন করবে আমাদের বন্ধু সিমু.............

ফাহমিদা সুলতানা সিমু

সদস্য

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব।

গান:

হলুদ গাদার ফুল, রাঙ্গা পলাশ ফুল....

হলুদ গাদার ফুল, রাঙ্গা পলাশ ফুল (২)

এনে দে এনে দে

নইলে বাধবো না, বাধবো না চুল (২)

হলুদ গাদার ফুল, রাঙ্গা পলাশ ফুল (২)

এনে দে এনে দে

নইলে বাধবো না, বাধবো না চুল (২)

কুশমী রং শাড়ি, চুড়ি বেলোয়ারী (২)

এনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে

বাবলা ফুল, আমের মুকুল

নইলে বাধবো না, বাধবো না চুল (২)

তীরকুট পাহাড়ে, শালবনের ধারে (২)

বসবে মেলা আজি বিকাল বেলা........

দলে দলে পথে, চলে সকাল হতে (২)

শাওতাল শাওতাল নিনুপুর বেঁধে পায় (২)

যেতে দে ঐ পথে

বাঁশি শুনে শুনে পরান বাউল

নইলে বাধবো না, বাধবো না চুল (২)

পরার মানা নাই, কিযে করি ছাই (২)

গাঁথবো মালারে

এনে দে, এনে দে, এনেদেরে সে আমায়

যেতে দে ঐ পথে

বাঁশি শুনে শুনে পরান বাউল

নইলে বাধবো না, বাধবো না চুল (২)

হলুদ গাদার ফুল, রাঙ্গা পলাশ ফুল (২)

এনে দে এনে দে

নইলে বাধবো না, বাধবো না চুল (৬)

দিদারুল ইকবাল:

ধন্যবাদ সিমু-কে গানটি পরিবেশন করার জন্য।

শ্রোতাবন্ধুরা এখন আমি নিজেই আপনাদের একটি কবিতা আবৃত্তি করে শুনাবো বসন্ত উপলক্ষে। কবিতাটি লিখেছেন, মুহাম্মদ শামসুল হক দিশারী.........

দিদারুল ইকবাল

পরিচালক

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব।

কবিতা:

বসন্ত

(মুহাম্মদ শামসুল হক দিশারী)

বসন্তের বসতি শুধু কী

কোকিলের শঠতা

নাকি কাকের উম

নষ্ট দিন রজনীর ব্যর্থতা

আগত শঠের জন্ম প্রয়াস!

বসন্তের ঠিকানা কী

বড় কিশোর

কিংবা গাঢ় সবুজ পল্লব মিত্র

হীরা চুনি লালের জৌলুস

ফসলী পেঠুক ক্ষেত খামার

খর স্রোত কর্ণফুলী,

নাকি হু হা কারী ঝড়ের মাঠ

বর্নিত প্রেমিক আকাশ,

নাকি প্রচন্ড প্রতারক দিগন্ত কুহক!

ও সবই বসন্ত মরিচিকা

বসন্তের বসন্ত

আমৃত্যু জীবন বাহক।

(ধন্যবাদ)

দিদারুল ইকবাল:

শ্রোতাবন্ধুরা এখন আমরা আরেকটি গান শুনব। এখন আমাদের গান গেয়ে শুনাবেন তাছলিমা আক্তার লিমা..............

তাছলিমা আক্তার লিমা

সভাপতি

ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসেনার্স ক্লাব।

গান:

আকাশ প্রদীপ জ্বলে.........

আকাশ প্রদীপ জ্বলে,

দূরের তারার পানে চেয়ে,

আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে,

ব্যাথার বদলে যায় ছেয়ে।

আকাশ প্রদীপ জ্বলে,

দূরের তারার পানে চেয়ে।

বয়ে চলে আধি আর রাত্রি

আমি চলি দিশাহীন যাত্রী (২)

দূর অজানার পারে

আকুল আশার খেয়া বেয়ে

আমার নয়ন দুটি শুধুই তোমায়ে চাহে

ব্যাথার বদলে যায় ছেয়ে।

আকাশ প্রদীপ জ্বলে,

দূরের তারার পানে চেয়ে।

কত কাল আর কত কাল

এই পথ চলা ওগো চলবে

কতরাত এই হিয়া-----য়

আশার প্রদীপ হয়ে জ্বলবে।

কোন রাতে মনে কিগো পরবে,

ব্যাথা হয়ে আঁখি জল ঝরবে (২)

বাতাস আকুল হবে

তোমার নি:স্বাসটুকু পেয়ে

আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে,

ব্যাথার বদলে যায় ছেয়ে।

আকাশ প্রদীপ জ্বলে,

দূরের তারার পানে চেয়ে।

আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে,

ব্যাথার বদলে যায় ছেয়ে।

আকাশ প্রদীপ জ্বলে,

দূরের তারার পানে চেয়ে।

(ধন্যবাদ)

দিদারুল ইকবাল:

ধন্যবাদ লিমা-কে।

এখন আমরা আরেকটি কবিতা শুনব। কবিতাটি আবৃত্তি করে শুনাচ্ছেন আমাদের বন্ধু নাসরিন.........

নাসরিন আক্তার

সদস্য

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব।

কবিতা:

এত হাসি কোথায় পেলে

(জসীমউদদীন)

এত হাসি কোথায় পেলে

এত কথার খলখলানি

কে দিয়েছে মুখটি ভরে

কোন বা গাঙের কলকলানি।

কে দিয়েছে রঙিন ঠোটেঁ

কলমি ফুলের গুলগুলানি।

কে দিয়েছে চলন-বলন

কোন সে লতার দুলদুলানি।

কাদের ঘরে রঙিন পুতুল

আদরে যে টুইটুবানি।

কে এনেছে বরণ ডালার

পাটের বনের বউটুবানি।

কাদের পাড়ায় ঝামুর ঝুমুর

কাদের আদর গড়গড়ানি

কাদের দেশের কোন সে চাদেঁর

জোছনা ফিনিক ফুলছড়ানি।

তোমায় আদর করতে আমার

মন যে হলো উড়উড়ানি

পড়ে গেলাম সুরে পেলাম

ছড়ার গড়ার গড়গড়ানি।

(ধন্যবাদ)

দিদারুল ইকবাল:

ধন্যবাদ নাসরিন-কে।

এখন আমরা আরেকটি কবিতা শুনব। এই কবিতাটি আবৃত্তি করে শুনাচ্ছেন তাছলিমা আক্তার লিমা.........

তাছলিমা আক্তার লিমা

সভাপতি

ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসেনার্স ক্লাব।

কবিতা:

বসন্ত

(তাছলিমা আক্তার লিমা)

এসেছে বসন্ত

সেজেছে দিগন্ত

আনন্দ অফুরন্ত

ঐ নীল আকাশ

যেখানে অনেক খুশি

ঐ যে রূপের পাহাড়

যেথায় ঝর্ণার হাসি

সেথায় যাব

দাড়াও একটু আসি

সাগরের নতুন ঢেউ

নদীর বাহারী স্রোত

তরঙ্গ দিশেহারা

যেখানে সবুজ মাঠ

ঘাস ফুলে ভরা

পাখিরা গায় গান

হয়ে আত্নহারা

ওগো ফাগুন

জালিয়ে দাও

হৃদয়ে আগুন

তুমি আর আমি

এই বসন্তে রূপে

হব আরো আপন।

দিদারুল ইকবাল:

ধন্যবাদ লিমা-কে।

শ্রোতাবন্ধুরা আমরা এখন আমাদের আজকের পাঁচমিশালী আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি আপনাদের আমার রচিত আরেকটি কবিতা শুনাতে চাচ্ছি..............

দিদারুল ইকবাল

পরিচালক

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব।

কবিতা:

ভালোবাসি তোমাকে

(দিদারুল ইকবাল)

তুমি যদি চাঁদ হও

আমি হব সূর্য

তুমি যদি রাত্রী হও

আমি হব দিন

তুমি যদি বৃষ্টি হও

আমি হব মেঘ

তুমি যদি নদী হও

আমি হব সাগর

তুমি যদি ঝর্না হও

আমি হব পাহাড়

তুমি যদি পাখি হও

আমি হব নীড়

তুমি যদি গোলাপ হও

আমি হব কাঁটা

যাতে পৃথিবীর কেউ তোমাকে

স্পর্শ করতে না পারে

তোমাকে সবসময় পাশা পাশি রাখার

কারণ কি জান?

কারণ, আমি ভালোবাসি তোমাকে।

(ধন্যবাদ)

দিদারুল ইকবাল:

শ্রোতাবন্ধুরা চীনের বসন্ত উৎসব উপলক্ষে আমাদের এই ছোট্ট আয়োজনটি আজকের মত এখানে শেষ করছি। আশা করবো চীনের এই বসন্ত উৎসব উপলক্ষে চীনাদের জীবন আরো সম্মৃদ্ধ হবে এবং চীন আরো এগিয়ে যাবে। বাংলাদেশের সাথে চীনের মৈত্রী সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। আমরা আশা করবো চীন নতুন আলোয় আরো জাগ্রত হবে নতুন ভাবে। সবাইকে আবারো শুভেচ্ছা, ধন্যবাদ।

সৈয়দ রেজাউল করিম বেলাল + দিদারুল ইকবাল + তাছলিমা আক্তার লিমা + ফারজানা সুলতানা সামিয়া + ফাহমিদা সুলতানা সিমু + নাঈম হোসেন + নাসরিন আক্তার

চিন নিয়েন খোয়াইলা

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award