Monday, July 21, 2014

CRI Bengali has been recorded audience opinion of Eid-ul-Fitr 2014 by Mobile Conference

আজ চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)
বাংলা বিভাগ থেকে রেকর্ড করা হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ মোবাইল কনফারেন্স
“শ্রোতাদের ঈদ ভাবনা”

ঈদুল ফিতরইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়ে থাকে। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে। বাংলাদেশসহ অন্যান্য মুসলিম-প্রধান দেশে ঈদুল ফিতরই হলো বৃহত্তম বা বাৎসরিক উৎসব।
একটি বছর পেরিয়ে আবার ফিরে এসেছে সেই খুশির ঈদ- ঈদুল ফিতর। সবার ঘরে খুশির ঝরনাধারা বয়ে যাবে আরমাত্র দুই থেকে তিন দিন পর ঈদের দিনে। এমন দিনে আমরা সবকিছু ভুলে গিয়ে মেতে উঠব খুশি আর আনন্দে। সব রকমের ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে শামিল হব। ধনী-গরিব সবকিছু ভুলে গিয়ে কাধেঁ কাধঁ মিলিয়ে ঈদের আনন্দ করবে সবাই।
বড়দের চেয়ে ছোটরা ঈদ আনন্দ উপভোগ করবে বেশি। তারা ঈদের খুশিতে বলতে গেলে আনন্দে দিশেহারা হয়ে যাবে। ছোটদের ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হলো নানা ধরনের রঙিন জামা-কাপড় ও জুতো পড়া। ঈদ এলে এগুলো যেনো সবার চাই-ই চাই। বাবা-মা, মামা, খালা কিংবা চাচার কাছে বায়না ধরে যে যার ঈদের উপহার সামগ্রী আদায় করে নিবে। এরই মধ্যে ঈদ উদযাপনের জন্য সব রকমের জিনিসপত্র কেনাকাটার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন মার্কেট শপিং মলে।
অন্যান্য বারেরমত এবারো আনন্দের সাথে ঈদ উদযাপন করবে আমাদের শ্রোতাবন্ধুরা। তাই এবারের ঈদে আমাদের শ্রোতা বন্ধুরা কে কি করছেন, কে কেমন জামা-কাপড় পড়বেন, কিভাবে তারা আনন্দ উপভোগ করবেন কিংবা ছোট বেলায় তারা কিভাবে ঈদ উদযাপন করেছেন ইত্যাদি স্মৃতি নিয়ে আমরা শ্রোতাদের অংশগ্রহনে একটি বিশেষ মোবাইল কনফারেন্সের আয়োজন করেছি। আমাদের আজকের বিষয়: শ্রোতাদের ঈদ ভাবনা।
তাহলে বন্ধুরা আমরা আর অপেক্ষা না করে চলে যায় আমাদের মূল আয়োজনে। আজকের বিশেষ মোবাইল কনফারেন্সে আপনাদের সাথে চীন থেকে রয়েছেন ছাই ইউয়ে মুক্তা ও আলিমুল হক এবং বাংলাদেশ থেকে আমি দিদারুল ইকবাল।
এখন আমরা চলে যাচ্ছি শ্রোতাবন্ধুদের কাছে।
টেলিফোন লাইনে রয়েছেন........
১) সৈয়দ রেজাউল করিম বেলাল, ঢাকা/মতামত
২) এম.এ.বারিক, বগুড়া/মতামত
৩) মানিক মাহামুদ, রাজশাহী/মতামত ও ইসলামী সঙ্গীত
৪) জিল্লুর রহমান জিলু, সিলেট/মতামত
৫) মাহাজাবিন আক্তার শাম্মী, ঢাকা/ঈদের ছড়া কবিতা
৬) সানিয়া তাজমীম জীম, ঢাকা/ঈদের ছড়া কবিতা 
৭) জামিম তাবরীণ মিম, ঢাকা/ঈদের কবিতা
৮) নুর আলম, যশোর/মতামত
৯) আবদুল হালিম, কুমিল্লা/মতামত ও গান  
১০) গোলাম সারোয়ার, ফরিদপুর/মতামত  
১১) নুরুজ্জামান ইসলাম মাধু, জয়পুরহাট/মতামত
১২) খন্দকার রফিকুল ইসলাম, নওগাঁ/মতামত
১৩) হুমায়ুন রেজা, যশোর/মতামত
১৪) মো: কামাল হোসেন, ফরিদপুর/মতামত  
১৫) শাহজালাল হাজারী, সুলাইবিয়া, কুয়েত/মতামত
১৬) সিমু আক্তার, ঢাকা/ঈদের ছড়া কবিতা
১৭) সাজ্জাত হোসেন সাইম, ঢাকা/মতামত
১৮) বিধান চন্দ্র টিকাদার, ঢাকা/মতামত
১৯) আশরাফুল ইসলাম, চুয়াডাঙ্গা/মতামত

যেসব শ্রোতা ফোন করেও বিভিন্ন কারনে অংশ নিতে পারেননি:
১) নুরুল ইসলাম শাহীন, গাজীপুর
২) ফিরোজ আলম, পাবনা
৩) ওসমান গণী, নরসিংদী
৪) হায়দারুল ইসলাম, চুয়াডাঙ্গা
৫) ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ

যেসব শ্রোতাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি:
১) সুলতান মাহমুদ, নওগাঁ
২) সোহাগ ব্যাপরী, কুমিল্লা
৩) আব্দুল কুদ্দুস মাস্টার, কুড়িগ্রাম  
৪) এম.ফোরকান, চট্টগ্রাম   
৫) হোসাইন মুসা, নরসিংদী
৬) সাঈমা মজুমদার, কুমিল্লা
৭) মেনহাজুল ইসলাম, দিনাজপুর

বি.দ্র: বিশেষ অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে আগামী ২৬ জুলাই ২০১৪, শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা এফ.এম- ১০২.০ এবং চট্টগ্রাম এফ.এম- ৯০.০ মেগাহার্জে। শর্টওয়েভের শ্রোতারা শুনতে পাবেন সন্ধ্যা ৭টায় যথাক্রমে ৯৪৯০, ৯৬০০ ও ১১৬১০ কিলোহার্জে। এছাড়া ২৭ জুলাই ২০১৪, রবিবার সকাল ৮টায় শর্টওয়েভে ৯৬৫৫ ও ১১৬৪০ কিলোহার্জ এবং ৯টা থেকে ঢাকা এফ.এম- ১০২.০ ও চট্টগ্রাম এফ.এম- ৯০.০ মেগাহার্জে অনুষ্ঠানটি শ্রোতারা ২য় বারের মত পুন:প্রচার শুনতে পাবে।

....................
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)

Thursday, July 17, 2014

Are you interested to join in the CRI's Special Mobile Conference of Eid-ul-Fitr 2014?

Thursday, May 22, 2014

Listeners Club Registration List of Bangladesh Beter, Dhaka

"বাংলাদেশ বেতার, ঢাকা:
শ্রোতা ক্লাব নিবন্ধন"
দীর্ঘ অপেক্ষার পর খুব শীঘ্র বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র থেকে ৪০টি শ্রোতা ক্লাবকে সার্টিফিকেটসহ রেজিষ্ট্রেশন প্রদান করা হবে। ইতিমধ্যে এবিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের আওতায় রয়েছে ১৭টি জেলা। এই ১৭টি জেলা থেকে নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর ব্যতিত অন্য ১৪টি জেলা থেকে সর্বমোট ৫৪টি শ্রোতা ক্লাবের আবেদনপত্র জমা পড়েছে যার মধ্যে ১৪টি ছিল প্রশ্নবিদ্ধ! যেমন- কোন কোন শ্রোতা তার একি ক্লাবের সদস্যদের নামে ভিন্ন ভিন্ন ক্লাবের নাম দিয়ে আবার কেউ একি ব্যক্তি একাধিক ক্লাবের নাম দিয়ে কেউ ৫টি, কেউ ৩টি, কেউ ২টি এভাবে ভূয়া আবেদন করেছেন। যা ছিল শ্রোতা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক! গত ০৭ এপ্রিল ২০১৪ তারিখে প্রাথমিক বাছায়ের সময় ঐ ১৪টি ভূয়া ক্লাবকে বাতিল করে দেয় বাংলাদেশ বেতার, ঢাকা কর্তৃপক্ষ। এছাড়া যেসব শ্রোতা এ ধরনের ভূয়া আবেদন করেছেন তাদেরকে বেতার কর্তৃপক্ষ নজরে রেখেছেন। বর্তমানে প্রাথমিক অবস্থায় ৪০টি ক্লাব-কে রেজিষ্ট্রেশন প্রদান করা হচ্ছে। নিচে তালিকাগুলি জেপিইজি করে দেয়া হয়েছে।
অনুগ্রহ করে এই তালিকাটি কোন ব্যক্তি বা বেতার কার্যক্রমের সাথে সম্পৃক্ত কিংবা তালিকায় যেসব ক্লাবের নাম রয়েছে তারা কেউ মূল পোস্ট প্রদানকারীর বিনা অনুমতিতে কপি বা মূল পোস্টের বাহিরে অন্য কোথাও নিজ নামে (ফেইসবুক, টুইটার, অন্যান্য সামাজিক ব্লগ) টাইপ করে, শেয়ার বা পোস্ট করবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৭১১০৫৪৯৮৫, ০১৯৮৫৬০১০৮৫ এই নম্বরে।

শ্রোতাক্লাব রেজিষ্ট্রেশন প্রদান পদ্ধতি:
সকল রেজিষ্ট্রেশন নম্বর হবে আট সংখ্যার; যার মধ্যে দুইটি ডট থাকবে। যেমন: ০০০.০০.০০০।
প্রথম তিনটি সংখ্যা হবে কেন্দ্র কোড;
পরবর্তি দুইটি সংখ্যা হবে জেলা কোড;
সর্বশেষ তিনটি সংখ্যা হবে শ্রোতাক্লাবের ক্রমিক নম্বর বা কোড।
উদাহরণ: বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের ঢাকা জেলার “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)” এর রেজিষ্ট্রেশন নম্বর হবে নিম্নরূপ: ১০১.০১.০০ (কেন্দ্র কোড.জেলা কোড.শ্রোতা ক্লাবের রেজিষ্ট্রেশন কোড)

নিম্নে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্রের কোড দেওয়া হলো-
(১) বাংলাদেশ বেতার, ঢাকা- কেন্দ্রের কোড: ১০১
(২) বাংলাদেশ বেতার, চট্টগ্রাম- কেন্দ্রের কোড: ১০২
(৩) বাংলাদেশ বেতার, রাজশাহী- কেন্দ্রের কোড: ১০৩
(৪) বাংলাদেশ বেতার, সিলেট- কেন্দ্রের কোড: ১০৪
(৫) বাংলাদেশ বেতার, রংপুর- কেন্দ্রের কোড: ১০৫
(৬) বাংলাদেশ বেতার, খুলনা- কেন্দ্রের কোড: ১০৬
(৭) বাংলাদেশ বেতার, বরিশাল- কেন্দ্রের কোড: ১০৭
(৮) বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও- কেন্দ্রের কোড: ১০৮
(৯) বাংলাদেশ বেতার, কক্সবাজার- কেন্দ্রের কোড: ১০৯
(১০) বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি- কেন্দ্রের কোড: ১১০
(১১) বাংলাদেশ বেতার, বান্দরবান- কেন্দ্রের কোড: ১১১
(১২) বাংলাদেশ বেতার, কুমিল্লা- কেন্দ্রের কোড: ১১২

প্রথম পর্যায়ে বাংলাদেশ বেতার সকল কেন্দ্র থেকে সর্বমোট ৩৩৩টি শ্রোতা ক্লাবকে রেজিষ্ট্রেশন প্রদান করা হচ্ছে। নিচে কেন্দ্র অনুযায়ী তার তালিকা দেয়া হলো-
(১) বাংলাদেশ বেতার, ঢাকা- ৪০টি;
(২) বাংলাদেশ বেতার, চট্টগ্রাম- ১৩টি;
(৩) বাংলাদেশ বেতার, রাজশাহী- ৪০টি;
(৪) বাংলাদেশ বেতার, সিলেট- ৫৩টি;
(৫) বাংলাদেশ বেতার, রংপুর- ১১৫টি;
(৬) বাংলাদেশ বেতার, খুলনা- ২৮টি;
(৭) বাংলাদেশ বেতার, বরিশাল- ৯টি;
(৮) বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও- ২টি;
(৯) বাংলাদেশ বেতার, কক্সবাজার- ১২টি;
(১০) বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি- ৩টি;
(১১) বাংলাদেশ বেতার, বান্দরবান- ৫টি;
(১২) বাংলাদেশ বেতার, কুমিল্লা- ১৩টি।

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award