পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
পবিত্র মাহে রমজান প্রায় শেষ পর্যায়ে সবার মনে এখন অনেক আনন্দের জোয়ার। শহরমুখী মানুষ গুলি এই ঈদ উৎসবকে কেন্দ্র করে নাড়ির টানে ফিরতে শুরু করেছেন গ্রামের বাড়ীতে আত্নীয় স্বজনদের সাথে একসাথে ঈদ করবেন বলে।চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সকল কর্মী, শ্রোতা, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক এবং যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আমাদের সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা যেখানে যে অবস্থায় থাকেননা কেন সেখানে সবাই এই ঈদ উৎসবের আনন্দ ভালো ভাবে উপভোগ করবেন এ প্রত্যাশা আমাদের সকলের। ঈদের দিন সকালে আপনাদের সবাইকে ঈদের সেমাই এবং কোরমা পলাও খাওয়ার নিমন্ত্রন রইল। ঈদ আপনাদের আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
ঈদ
ঈদ মানে হাসি খুশি
সূর্যের মুখ,
ঈদ মানে আলো আলো
রাশি রাশি সুখ।।
ঈদ ঈদ প্রতিদিন
থাকতো যদি ভাই,
খুশির জোয়ার বইয়ে যেত
যাহার সীমা নাই।।
ঈদ মানে স্বপ্নীল
রঙিন ঘুড়ি,
উড়ো উড়ো পাখিদের
মুক্তির পুরী।।
ঈদ মানে ছুটি ছুটি
কোটি কোটি হাসি,
স্বর্গীয় সুর ধারা
মোহনীয় বাঁশি।।
ঈদ মানে উড়ো উড়ি
মন ময়ুরীর,
অফুরান উৎসব
ফুলের কুঁড়ির।।
সূর্যের মুখ,
ঈদ মানে আলো আলো
রাশি রাশি সুখ।।
ঈদ ঈদ প্রতিদিন
থাকতো যদি ভাই,
খুশির জোয়ার বইয়ে যেত
যাহার সীমা নাই।।
ঈদ মানে স্বপ্নীল
রঙিন ঘুড়ি,
উড়ো উড়ো পাখিদের
মুক্তির পুরী।।
ঈদ মানে ছুটি ছুটি
কোটি কোটি হাসি,
স্বর্গীয় সুর ধারা
মোহনীয় বাঁশি।।
ঈদ মানে উড়ো উড়ি
মন ময়ুরীর,
অফুরান উৎসব
ফুলের কুঁড়ির।।
তারিখ: ১৬/০৯/২০০৯
দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই- সার্ক),
নজরুল সংগীত নিকেতন,
বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট,
চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।
দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই- সার্ক),
নজরুল সংগীত নিকেতন,
বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট,
চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।
0 comments:
Post a Comment