সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর
ওয়েবসাইট উদ্বোধন আগামী ৯ অক্টোবর-২০০৯
বাংলাদেশে চীন আন্তর্জাতিক বেতারের অন্যতম একটি শ্রোতা সংগঠন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)। ১৯৯৭ সালের ১লা অক্টোবর চট্টগ্রামের ডিএক্সার দিদারুল ইকবাল এর নেত্রীত্বে এবং এম.ফোরকান এর সহযোগিতায় সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্ট্রগ্রাম- এ গঠণ করা হয় এই শ্রোতা ক্লাবটি। তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব, চট্টগ্রাম নাম দিয়ে সংগঠনটির আত্ন প্রকাশ ঘটলেও পরবর্তিতে ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব বাংলাদেশ এবং গত ১৮ ফেব্রুয়ারী-২০০৮ সাল সংগঠনের সাংবিধানিক ধারা মেনে একটি শ্রোতা জরিপ পরিচালনার মধ্য দিয়ে আবারো নতুন নামে নামকরণ করা হয় যা এখন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) নামে আপনাদের কাছে পরিচিত। প্রতিষ্ঠা লগ্ন থেকে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা সংখ্যা বৃদ্ধির লক্ষে বিভিন্ন প্রচারনা মূলক কার্যক্রম, স্কুল কলেজে শ্রোতা জরিপ, প্রদর্শনীর আয়োজন, শ্রোতা সম্মেলন আয়োজন, শ্রোতা তথা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা পরিচালনা করে আসছে।
সম্প্রতি সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) তার সাংগঠনিক কার্যক্রমের প্রচারনা আরো বিস্তৃত করতে ২০০৯ সালের জুলাই মাসে ওয়েবসাইট ঠিকানা চালু করেছে। ঠিকানা- www.cri-sarc.blogspot.com । সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর এই ওয়েবসাইট ঠিকানাটি আনুষ্ঠানিক ভাবে চালু করার জন্য একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৯ অক্টোবর ২০০৯ বিকেল ৫টায় ঢাকা বাংলাদেশ স্কাউটস এর জাতীয় প্রধান কার্যালয় মিলনায়তনে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিদেশী বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর www.cri-sarc.blogspot.com এই ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং রাশিদা আক্তার। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু শ্রোতা এসময় উপস্থিত থাকবেন।
ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ুএ, বিদেশী বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং রাশিদা আক্তারকে সংবর্ধনা দেওয়া হবে।
তাছলিমা আক্তার লিমা
সমন্বয়কারী (ঢাকা শাখা)
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,মিরপুর, ঢাকা- ১২১৬।
তাছলিমা আক্তার লিমা
সমন্বয়কারী (ঢাকা শাখা)
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,মিরপুর, ঢাকা- ১২১৬।
0 comments:
Post a Comment