Wednesday, March 16, 2011

নন্দনপার্কে আনন্দ ভ্রমণে যাচ্ছে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম


নন্দনপার্কে আনন্দ ভ্রমণে যাচ্ছে

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-সান্ত মারিয়াম ফাউন্ডেশন (এসএমএফ) কনফুসিয়াস ক্লাসরুম ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে আটটায় আনন্দ ভ্রমণে যাচ্ছে সাভার আশুলিয়া নন্দনপার্কে।

যুক্তরাজ্যের প্রযুক্তি ও ডিজাইন এবং ভারতের নিকো পার্কের সহযোগিতায় তৈরী এই নন্দন পার্ক। নবীনগরের কাছে বাড়ইপাড়ায় ১২০ বিঘা জায়গাজুড়ে বিশাল এ পার্কে ভেসে আসে সাগরের ধ্বনি। পার্কে রয়েছে ক্যাবল কার, প্যাডেল বোট, আইস ল্যান্ড, ক্রেজি সাইকেল, ক্যাটার পিলার এবং নেট-এটলসহ অসংখ্য রোমাঞ্চকর রাইড। সবকিছু মিলিয়ে এটি বনভোজনের জন্য একটি আদর্শ স্থান।

দিন ব্যাপী আনন্দ ভ্রমণে থাকছে নন্দন পার্কের সকল রাইডে চড়া, খেলাধূলা, খাওয়া-দাওয়া ইত্যাদি।

এই আনন্দ ভ্রমণে যারা যাচ্ছেন তারা হলেন, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের প্রতিনিধি ও ঢাকায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের উপদেষ্টা ও শিক্ষক মহিউদ্দিন তাহের, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক উপস্থাপিকা রাশিদা তাহের এবং উৎস, ঐশি, সান্ত মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু জুবায়ের এবং মিসেস জুবায়ের, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের শিক্ষক চাউ চিং ইয়ে, সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল, সিআরআই-সার্ক ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, সিআরআই-সার্ক গাজীপুর শাখার সমন্বয়কারী শহীদুল কায়সার লিমন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্র আব্দুল্লাহ আল মামুন, লিংকন, সান্ত মারিয়াম ক্রিয়েটিভ ইউনিভার্সিটির ছাত্র আসমা জাহান কলি, মো:শফিকুল আশরাফ তুহিন, নিয়াজ আহমেদ হাসিব, মো:আতাহারুল ইসলাম মানিক, মো:সারোয়ার-এ-আলম প্রমূখ।

উল্লেখ্য এই আনন্দ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র যারা একুশে গ্রন্হমেলা-২০১১য় চীন আন্তর্জাতিক বেতার এর আন্তর্জাতিক মিডিয়া স্টল সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমর স্টলে প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তাদের সৌজন্যে।









.....................................................................................................
একুশে গ্রন্হমেলা-২০১১য় চীন আন্তর্জাতিক বেতার এর আন্তর্জাতিক মিডিয়া স্টল
সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম” এর স্টলে প্রতিনিধি বৃন্দ




0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award