বাংলাদেশে চীনা ভাষা ও সংস্কৃতির জনপ্রিয়তা বাড়ছে- ওয়াং ইয়ূ
দূতাবাসের প্রতিযোগিতায় কনফুসিয়াস ক্লাসরুমের আল-মামুন সেরা চারে
ঢাকা; রোববার, ২০১১, এপ্রিল, ২২
বৈশাখের খরতাপদাহকে ম্লান করে দিয়ে বেশ আনন্দঘন পরিবেশে ২২ এপ্রিল শুক্রবার ঢাকার চীনা দূতাবাসে অনুষ্ঠিত হয়ে গেল ১০ম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতা। একই সাথে আয়োজিত হলো বাংলাদেশে ৪র্থ চীনা ভাষা সেতু বক্তৃতা প্রতিযোগিতা। এই যমজ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিট্যুট, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিট্যুট, ব্রাক বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিট্যুট এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর মোট ১৯ জন চীনা ভাষা শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওয়াং ইয়ূ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজ আমি এই অনুষ্ঠানে এসে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের চীনা ভাষা ও সংস্কৃতি চর্চার উপর দক্ষতা দেখে খুবই মুগ্ধ হয়েছি। এ থেকে বুঝা যায় বাংলাদেশে চীনা ভাষা ও সংস্কৃতি দিনে দিনে আরো জনপ্রিয় হচ্ছে।” তিনি আরো বলেন, “চীনা ভাষা হচ্ছে দু’দেশের মধ্যে বন্ধুত্বের সেতু।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ওয়াং ইয়ূ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি বিজয়ীদের অভিনন্দন এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী অন্যান্য সকলকে শুভেচ্ছা জানান।
প্রতিযোগিতার শুরুতে চীনা দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর ছিয়েন খাইফু স্বাগত বক্তব্য দেন।
চীনা ভাষা প্রতিযোগিতায় স্ব-নির্বাচিত বক্তৃতা, প্রশ্নোত্তর ও সাংস্কৃতিক পরিবেশনা এই তিনটি পর্ব অন্তর্ভূক্ত ছিল। চীনা হস্তলিপি, পেপার-কাটিং, আবৃত্তি, গান, নাচ, থাইজি ও উশু ইত্যাদি চমকপ্রদ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ছিলেন, চীনা দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর ছিয়েন খাইফু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিট্যুটের শিক্ষক লিও চিনতোং, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর চীনা পরিচালক ইয়াং ওয়েইমিং স্বর্ণা, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিট্যুটের পরিচালক চৌ মিংতোং এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিট্যুটের চীনা ভাষা শিক্ষক নিয়ে ছি লোং।
প্রতিযোগিতায় মোট ৫ জন সেরা এবং একজন বিশেষ পুরস্কার লাভ করেন। তাঁরা হলেন, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইন্সটিট্যুটের আনিকা আতিক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিট্যুটের মো:মমিনুর রহমান, শর্মিষ্ঠা ঘোষ, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর আব্দুল্লাহ আল-মামুন, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইন্সটিট্যুটের আইরিন আকতার চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিট্যুটের জামিয়া মাহফুজ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।
অনুষ্ঠানের বিস্তারিত ছবি দেখতে লগইন করুন--- http://cri-sarc.blogspot.com/2011/04/10th-chinese-competition-chinese.html
দিদারুল ইকবাল
মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।
0 comments:
Post a Comment