চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধি এবং বাংলাদেশে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের সদ্য নিযুক্ত নতুন পরিচালক শিয়ে নান আকাশ-কে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব ও বাংলাদেশের শ্রোতাদের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে বাংলাদেশে স্বাগতম জানাচ্ছেন ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা। উল্লেখ্য গত ৬ নভেম্বর রাতে শিয়ে নান আকাশ বাংলাদেশে এসে পৌছেঁছেন।
বিশেষ মূহুর্তে গ্রুপ ছবিতে বাম থেকে চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধি ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সিআরআই এর সাবেক বিশেষজ্ঞ অমিত হাবিব, উৎস, ঐশি, সিআরআই এর বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাশিম, সিআরআই এর সাবেক বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধি ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের সদ্য নিযুক্ত নতুন পরিচালক শিয়ে নান আকাশ, সিআরআই এর সাবেক উপস্থাপিকা রাশিদা তাহের, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা এবং চীন আন্তর্জাতিক বেতারের মনিটর ও সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল।
0 comments:
Post a Comment