চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের আমন্ত্রনে ৩ ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতারের ৭০ বছর পুর্তি উৎসব অনুষ্ঠানে যোগ দিতে অল্প কিছুক্ষনের মধ্যে চীনের বেইজিং এর উদ্দেশ্যে রওনা হচ্ছেন চীন আন্তর্জাতিক বেতারের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দিন তাহের এবং চীন আন্তর্জাতিক বেতারের সাবেক উপস্থাপিকা রাশিদা তাহের। তারা এখন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রয়েছেন। উল্লেখ্য তারা সিআরআই এর ৭০ বছর পুর্তি উৎসব ছাড়াও ১০ ডিসেম্বর পর্যন্ত চীনের গুরুত্বপূর্ণ অঞ্চল পরিদর্শন করবেন। আমরা তাদের এই গুরুত্বপূর্ণ ভ্রমণের শুভ কামনা করি।
বিশেষ মূহুর্তে গ্রুপ ছবিতে বাম থেকে চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধি ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের সাবেক পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সিআরআই এর সাবেক বিশেষজ্ঞ অমিত হাবিব, উৎস, ঐশি, সিআরআই এর বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাশিম, সিআরআই এর সাবেক বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধি ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের সদ্য নিযুক্ত নতুন পরিচালক শিয়ে নান আকাশ, সিআরআই এর সাবেক উপস্থাপিকা রাশিদা তাহের, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা এবং চীন আন্তর্জাতিক বেতারের মনিটর ও সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল।
0 comments:
Post a Comment