Tuesday, June 26, 2012

Seminar on Role of Media in the Chinese Information and Cultural Exchange and CRI-Bangladesh Friendship Tree planting program





তাছলিমা আক্তার লিমা: বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে চীনা তথ্য ও সাংস্কৃতিক বিনিময়ে মিডিয়ার ভূমিকা শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল। গত ২৬ জুন ২০১২ তারিখে আলমডাঙ্গা প্রেস ক্লাবের কর্মকর্তা এবং স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব এবং আলমডাঙ্গা গ্লোবাল রেডিও লিসেনার্স ক্লাব।

সেমিনারে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আজকালের খবরের আলমডাঙ্গা প্রতিনিধি খন্দকার হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের কাগজের আলমডাঙ্গা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম সাগর, জাতীয় দৈনিক মানবজমিনের আলমডাঙ্গা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গা ব্যুরো প্রধান আতিয়ার রহমান মুকুল, সিআরআই বাংলাদেশ মনিটর প্রফেসর আশরাফুল ইসলাম, জাতীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার ষ্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম মন্টু, জাতীয় দৈনিক আমাদের সময় ও যশোরের দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি মো:আনোয়ার হোসেন, স্থানীয় দৈনিক আমাদের সংবাদ ও যশোরের দৈনিক গ্রামের কাগজের আলমডাঙ্গা প্রতিনিধি প্রশান্ত বিশ্বাস, ঢাকা থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক নিউজ লাইন ও বাংলা দৈনিক নওরোজের চুয়াডাঙ্গা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার স্পোটর্স বিভাগের প্রধান ইসলাম রকিব, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, বীর মুক্তিযোদ্ধা ডা:আব্দুল কাদের, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি আ.ফ.ম.সিরাজ সামজী, সিআরআই এর শ্রোতাবন্ধু মো:রেজাউল করিম রানা, শাকিল আহমেদ, আব্দুল মান্নান মিয়া প্রমূখ।

সেমিনারে চীনের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধূলা, বিজ্ঞান ও প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, বৈদেশিক আদান-প্রদান, পর্যটন, পরিবেশ, স্থাপত্যশিল্প, ঐতিহ্যিক চিকিৎসা, বাংলাদেশের সাথে সম্পর্ক ইত্যাদিতে চীনের সাফল্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।

এছাড়া উল্লেখিত বিষয়ে অর্থাৎ বাংলাদেশ-চীন উভয় দেশের মধ্যে তথ্য ও সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশের মিডিয়া কি ধরনের ভূমিকা রাখতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বলাবাহুল্য সেমিনারে চীন আন্তর্জাতিক বেতারের কার্যক্রমও তুলে ধরা হয়।

চুয়াডাঙ্গায় সর্বস্তরের মানুষের কাছে চীনের সাংস্কৃতিক ঐতিহ্য আরো ব্যাপকভাবে পরিচিত করতে এবং বাংলাদেশ-চীন মৈত্রীর সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে খুব শীঘ্রই চীনের বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোকচিত্র প্রদর্শনী করার আগ্রহ প্রকাশ করেন সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।

সেমিনারে উপস্থিত প্রত্যেককে সিআরআই ব্যাজ, পকেট ক্যালেন্ডার এবং পুবের জানালা ম্যাগাজিন উপহার দেওয়া হয়।

সেমিনার শেষে চীন আন্তর্জাতিক বেতার এবং বাংলাদেশ মৈত্রী স্মরণীয় করে রাখতে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আঙ্গিনা এবং আলমডাঙ্গা থানার আঙ্গিনায় উন্নত জাতের দুটি আম গাছের চারা রোপন করা হয়। তার আগে সিআরআই মনিটরকে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্বাগতম জানান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো:হেলাল উদ্দিন এবং প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিসেস পূর্ণিমা রাণী সাহা। এছাড়া আলমডাঙ্গা থানায় স্বাগতম জানান পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো:মতিয়ার রহমান। বৃক্ষ রোপন শেষে সাংবাদিক নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন অতিথির স্বাক্ষাতকার নেওয়া হয়। চীন আন্তর্জাতিক বেতার বেইজিং থেকে স্বাক্ষাতকারটি ধারণ করেন ছাই ইউয়ে মুক্তা এবং বাংলাদেশ থেকে স্বাক্ষাতকারটি পরিচালনা করেন সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত সকলে চীন এবং চীন আন্তর্জাতিক বেতারের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।




















Alamdanga Pilot Secondary Girls School Courtyard in the "CRI - Bangladesh Friendship Mango Tree" implants are School Head Master (In Charge) Mrs.Purnima Rani Shaha, CRI Bangladesh Monitor Didarul Iqbal, Prof. Ashraful Islam, Freedom fighter Dr.Abdul Kader, Alamdanga Literary Council President A.F.M.Siraj Samzi and Others.


"CRI - Bangladesh Friendship Mango Tree" planting after the group photo (left to right), CRI Bangladesh Monitor Didarul Iqbal, Alamdanga Pilot Secondary Girls School Head Master (In Charge) Mrs.Purnima Rani Shaha, Fire fighter Sakil Ahmed, Abdul Mannan Miah, School Peon, CRI Monitor Prof. Ashraful Islam, Alamdanga Literary Council President A.F.M.Siraj Samzi and Freedom fighter Dr.Abdul Kader.

"CRI - Bangladesh Friendship Mango Tree" planting after the group photo (left to right), Student Rezaul Karim Rana, Alamdanga Pilot Secondary Girls School Head Master (In Charge) Mrs.Purnima Rani Shaha, Fire fighter Sakil Ahmed, Abdul Mannan Miah, School Peon, CRI Monitor Prof. Ashraful Islam, Alamdanga Literary Council President A.F.M.Siraj Samzi and Freedom fighter Dr.Abdul Kader.

CRI - Bangladesh Friendship Tree

Plant Name: Mango,

Produced: Hari bhanga (Rangpur, Bangladesh),

Courtesy:

China Radio International (CRI), Didarul Iqbal (Dhaka) and Prof. Ashraful Islam (Chuadanga), Bangladesh Monitor

Place: Alamdanga Pilot Secondary Girls School Courtyard, Alamdanga, Chuadanga, Bangladesh.

Date and Time: June 26, 2012, 05:00 p.m.



Chuadanga, Alamdanga Police Station Courtyard in the "CRI - Bangladesh Friendship Mango Tree" implants are Alamdanga Police Inspector and Officer In-Charge Md.Motiyar Rahman and CRI Bangladesh Monitor Didarul Iqbal.

Standing behind the picture (left to right), Police Constable Md.Altaf Hossain, Md.Siddique, CRI Monitor Prof. Ashraful Islam, Student Rezaul Karim Rana, Fire fighter Sakil Ahmed and Abdul Mannan Miah.





CRI - Bangladesh Friendship Tree

Plant Name: Mango,

Produced: Hari bhanga (Rangpur, Bangladesh),

Courtesy:

China Radio International (CRI), Didarul Iqbal (Dhaka) and Prof. Ashraful Islam (Chuadanga), Bangladesh Monitor

Place: Alamdanga Police Station Courtyard, Alamdanga, Chuadanga, Bangladesh.

Date and Time: June 26, 2012, 05:38 p.m.

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award