Thursday, October 3, 2013

CRI Bengali Services former correspondent Syed Rezaul Karim Belal's father has died

প্রিয় চীন বেতারের বন্ধুরা আপনাদের অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের প্রথম বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ রেজাউল করিম বেলাল এর পিতা ‘সৈয়দ গিয়াস উদ্দিন হায়দার’ ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেওন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত এবং মর্মাহত।
২ অক্টোবর বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার সময় তিনি রাজধানীর ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে সৈয়দ গিয়াস উদ্দিন হায়দার অনেক দিন ধরে ফেনী ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরপর তাকে সেখান থেকে ঐদিন ঢাকায় ট্রান্সপার করা হয়। ঢাকায় বাংলাদেশ মেডিকেলে ভর্তি করানোর কয়েক ঘন্টা পর তিনি হার্ড এ্যাটাকে মারা যান। ৩ তারিখে তাকে ফেনী পাগলা বাবা’র মাজারের পাশে কবরস্থানে দাপন করা হয়। নিহতের পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

দিদারুল ইকবাল
পরিচালক
সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব,
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১১০৫৪৯৮৫
ই-মেইল: didaruliqbal@gmail.com

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award