Friday, July 17, 2009

চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত

চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে
এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত

[ডি.এন ডেস্ক] ১২ ফেব্রুয়ারী বাংলাদেশ সফররত চীন আন্তর্জাতিক বেতারের উপমহাপরিচালক ওয়াং ইয়ুং ফোংয়ের নেতৃত্বে পরিচালিত তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশের তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্য সচিব ফজলুর করিম ও বাংলাদেশে বেতারের মহাপরিচালক মাহবুবুর আলমের সংগে সাক্ষাত করেছেন। সাক্ষাত্কালে দু পক্ষ বেতার ক্ষেত্রে উভয় পক্ষের বিনিময় ও সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন এবং প্রাথমিক সহযোগিতা সম্পর্কে একটি স্মারক স্বাক্ষর করেন।
সাক্ষাত্কালে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে বাংলাদেশের বেতারের মহাপরিচালক মাহবুবুরের সংগে বাংলাদেশে এফ এমের মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান প্রচার সম্পর্কে আলোচনা করেন এবং এ ক্ষেত্রে দু পক্ষের সহযোগিতা সম্পর্কে একটি স্মারক স্বাক্ষর করেন। এ বছরের প্রথমার্ধে এ প্রকল্প চালু হবে বলে আশা করা হচ্ছে।
চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল বাংলাদেশ প্রেস ক্লাবের চেয়ারম্যান শওকত মোহাম্মদের আমন্ত্রণে দক্ষিণ এশিয় সাংবাদিক সম্মেলনে অংশ নেয়ার জন্যে ৯ ফেব্রুয়ারী ঢাকায় এসেছেন।

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award