Thursday, August 20, 2009

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে "ঢাকায় অন্তরঙ্গ মতবিনিময় সভা"

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে
ঢাকায় অন্তরঙ্গ মতবিনিময় সভা

[মাহমুদ হাশিম, বাংলাদেশ প্রতিনিধি, সিআরআই বাংলা বিভাগ] চীন আন্তর্জাতিক বেতার, সিআরআই বাংলা বিভাগ এর ৪০ বছর পূর্তি উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী’০৯ রাজধানীর একটি রেস্টুরেন্টে অন্তরঙ্গ মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিআরআই-এর উপ-মহাপরিচালক ওয়াং ইয়্যুন ফাং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কুয়াং ইয়্যূ, বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মৃদুল কান্তি চক্রবর্তী ও বাংলাদেশ চায়না রেডিও লিসনার্স ক্লাবের মহাসচিব জিল্লুর রহমান জিলু।
আনন্দঘন এ মতবিনিময়ে শ্রোতা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ওসমান গণি, দিদারুল ইকবাল, তাসলিমা আক্তার লিমা, মোস্তফা কামাল, লুৎফর রহমান, মর্জিনা বেগম, আয়শা রহমান লাকি প্রমূখ।
শ্রোতা প্রতিনিধিরা বলেন, চীন বেতারের বাংলা অনুষ্ঠান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। শ্রোতাবন্ধু দিদারুল ইকবাল বলেন, বাংলা বিভাগের ওয়েবসাইট অনেক দ্রুত আপডেট করা হচ্ছে। এজন্য তিনি বাংলা বিভাগের কর্মীদের ধন্যবাদ জানান। তবে সম্প্রচার করা অনুষ্ঠান ডাউনলোড করার ব্যবস্থা না থাকায় শ্রোতারা তাদের পছন্দের অনুষ্ঠান সংরক্ষণ করতে পারছেন না। শ্রোতাদের সুবিধার্থে সম্প্রচার করা অনুষ্ঠান ডাউনলোডের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন তিনি। এছাড়া ওয়েবসাইটে রিসেপশন রিপোর্ট এর ফরম সংযুক্ত করার অনুরোধ জানান তিনি।
শ্রোতাবন্ধু মোস্তফা কামাল বাংলা বিভাগের মান বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি ব্যুরো অফিস স্থাপনের জোর দাবি জানান। এছাড়াও শ্রোতারা বাংলা বিভাগের এফএম সম্প্রচারের ব্যবস্থা, পুরস্কারের মান বৃদ্ধি এবং সিআরআইতে অধিক সংখ্যক শ্রোতা প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর দাবি করেন।
শ্রোতাবন্ধু তাসলিমা আক্তার লিমা বলেন, এপর্যন্ত যত শ্রোতাবন্ধু বাংলা বিভাগের আমন্ত্রণে চীন সফর করেছেন তাদের সবাই পুরুষ। ভবিষ্যতে তিনি নারী শ্রোতাদের আমন্ত্রণ জানানোর দাবি জানান।
সিআরআই উপ-মহাপরিচালক মনোযোগ দিয়ে শ্রোতাদের কথা শোনেন। তিনি জানান, এফএম সম্প্রচারের বিষয়ে বাংলাদেশ বেতারের সঙ্গে সিআরআই-এর আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি শ্রোতাদের অন্যান্য দাবিগুলোও বিবেচনার আশ্বাস দেন।
বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে ওয়াং ইয়্যুন ফাং বলেন, প্রথম সফরেই বাংলাদেশের মানুষকে তার অনেক আপন মনে হয়েছে। তিনি শ্রোতা ও সিআরআই বাংলা বিভাগককে প্রেমিক-প্রেমিকা হিসেবে উল্লেখ করে বলেন, তার বিশ্বাস ভবিষ্যতে এসম্পর্ক আরো জোরদার হবে।সিআরআই উপ-মহাপরিচালক উপস্থিত শ্রোতাদের কিছু উপহার দেন। শ্রোতাদের পক্ষ থেকে তাসলিমা আক্তার লিমা তাকে হাতে তৈরি একটি সূচিকর্ম উপহার দেন।










































0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award