সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের
শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ
2011-05-31 19:48:46 cri
|
|
| ||||||||||||
এ অনুষ্ঠানে দর্শকদের টেলিফোনে অংশগ্রহণের সুযোগ থাকছে। ইচ্ছে করলে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরাও টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে চীনা ভাষা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন। টেলিফোন নম্বরটি অনুষ্ঠান চলাকালীন জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে চীনা ভাষা শিক্ষা সংক্রান্ত এটিই প্রথম অনুষ্ঠান।
চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাবন্ধুদের অনুষ্ঠানটি দেখার এবং টেলিফোনে অংশগ্রহনের আমন্ত্রন জানানো যাচ্ছে। অনুষ্ঠানটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে সুচিন্তিত মতামত লিখে চীন আন্তর্জাতিক বেতারে জানানোরও অনুরোধ থাকলো।
---দিদারুল ইকবাল
মনিটর, চীন আন্তর্জাতিক বেতার, ঢাকা, বাংলাদেশ।
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |
সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের
শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ
১৮ মে বুধবার বেশ আনন্দঘন পরিবেশে ঢাকার উত্তরায় সান্তামারিয়াম ক্রিয়েটিভ ডেস্টিনেশনে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম প্রথম বারেরমত আয়োজন করে চীনা ভাষা শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশ বিমান বাহিনীর একঝাঁক তরুণ চীনা ভাষা শিক্ষার্থীদের মধ্যে এই সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ চীনা দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত চাং সিয়েন-ই।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা আজকে অনুষ্ঠানে বিভিন্ন উপস্থাপনা ও অভিনয়ের মাধ্যমে যা কিছু করে দেখিয়েছেন যে ভাষায় তা সম্পর্ণ চীনা ভাষা। আপনাদের উপস্থাপনায় ব্যবহিত চীনা ভাষা গুলি আমি ভালো ভাবে বুঝতে পেরেছি এবং এগুলিই হচ্ছে চীনা ভাষা। আজকে এই অনুষ্ঠানে এসে চীনা ভাষা ও সংস্কৃতি চর্চার উপর আপনাদের আগ্রহ ও দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি। অনুষ্ঠানে তিনি চীনা ভাষার বাঙালী শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এর উচ্চ প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, মহিউদ্দিন তাহের হচ্ছেন এমন একজন বাংলাদেশী চীনা বন্ধু যিনি কোন ভাষা শিক্ষার প্রতিষ্ঠান বা ইন্সটিটিউট থেকে চীনা ভাষা শিক্ষা গ্রহণ করেননি, তিনি নিজে নিজেই ব্যক্তিগত আগ্রহ ও অধ্যবসায়ের মাধ্যমে চীনা ভাষা শিখেছেন। এবং আমার জানামতে মহিউদ্দিন তাহের হচ্ছেন এমন একজন বাঙালী যিনি চীনা ভাষাকে নিজের মার্তৃভাষা বাংলার মত ব্যবহার করতে পারেন। আপনারাও ইচ্ছে করলে এবং আগ্রহ ও অধ্যবসায় থাকলে একসময় চীনা ভাষাকে নিজের মার্তৃভাষা বাংলারমত ব্যবহার করতে পারবেন। বক্তব্যের শেষে রাষ্ট্রদূত সিআরআই-এসএমএফ এর যৌথ উদ্যোগে চীনা ভাষা শিক্ষার কোর্সটি সুন্দর ভাবে চালিয়ে নেওয়ার জন্য সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর চীনা পরিচালক ইয়াং ওয়েইমিং স্বর্ণাসহ সান্ত-মারিয়াম ফাউন্ডেশনকে অভিনন্দন জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চীনা রাষ্ট্রদূত চাং সিয়েন-ই চীনা ভাষার ৩ মাসের (জানুয়ারি-এপ্রিল’২০১১) প্রশিক্ষণ অর্থাৎ প্রথম লেভেল সম্পন্নকারী বাংলাদেশ বিমান বাহিনীর ২০জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্রসহ ব্যবহারিক ইংরেজী ও চীনা ভাষার অভিধান বিতরণ করেন। তিনি চীনাভাষা শিক্ষার্থীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর চীনা পরিচালক ইয়াং ওয়েইমিং স্বর্ণা, সান্তা-মারিয়াম ক্রিয়েটিভ এন্ড টেকনোলজী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.শামসুল হক, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিভাগের প্রধান গ্রুপ ক্যাপটেন ওয়াসিক ইকবাল খান মজলিস এবং মো:আল-আমিন তালুকদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সান্তা-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইনামুল কবির শান্ত, চীনা দূতাবাসের ডিফেনস অ্যাটাশেই লি ছং লিন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর বাংলাদেশী পরিচালক ড.শেখ মইনউদ্দিন আহমেদ, সিনহুয়া বার্তা সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীবৃন্দ এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সনদপত্র বিতরনের পূর্বে বাংলাদেশ বিমান বাহিনীর চীনা ভাষার শিক্ষার্থীরা একাধিক দলে ভাগ হয়ে পর্যায়ক্রমে ‘চীনা ভাষা’য় নিজেদের মধ্যে কথোপকথন, পরিচয়, ইমিগ্রেশন, প্রশ্নোত্তর, বন্ধুর সাথে আলাপন, সম্ভাশন, সময় জানা, চাকরী ক্ষেত্রে কথোপকথন, পারিবারিক আলোচনা ইত্যাদি কিভাবে করতে হয় তা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন। এছাড়া তারা চীনা ভাষায় দলীয় গানও পরিবেশন করে দেখান। যা উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।
দিদারুল ইকবাল
মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।