Wednesday, June 8, 2011

কালের স্মৃতি‌‌-চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিযোগিতার বিশেষ অনুষ্ঠানের বর্ণনা


কালের স্মৃতি‌‌-চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার
৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিযোগিতার বিশেষ অনুষ্ঠানের বর্ণনা


2011-06-08 15:34:09 cri


সুপ্রিয় বন্ধুরা, ২০১১ সাল হল চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই প্রতিষ্ঠার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪১ সালে ইয়ানআনে প্রচারিত প্রথম কন্ঠ থেকে এখন ৬১টি ভাষায় সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সিআরআই ডিএস্ক থেকে এফএম, বেতার থেকে ওয়েবসাইট ও বৈদেশিক বেতার থেকে আন্তর্জাতিক বেতারে গভীরভাবে পরিবর্তিত হয়েছে।

৭০ বছরে সিআরআই বহু মুগ্ধকর ও হৃদয় ছোঁয়া গল্প উপহার দিয়েছে। অসংখ্য মানুষ সিআরআই'র সম্প্রচার শুনে চীনের পরিবর্তন সম্পর্কে বলেন, অসংখ্য সাহসি সাংবাদিক আন্তর্জাতিক ক্ষেত্রের পরিবর্তনের সংবাদ সংগ্রহ করেছেন এবং অসংখ্য শ্রোতা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছেন।

বন্ধুরা, আপনাদের সবাইকে যারা ৭০ বছর ধরে সিআরআই-এর সঙ্গে থেকে সমর্থন যুগিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। আমরা ১ জুন থেকে বেতার সম্প্রচারের সময় চারবার "কালের স্মৃতি" নামক বিশেষ অনুষ্ঠান প্রচার করবো ও ওয়েবসাইটে বিশেষ ওয়েবপেজ খুলবো। এছাড়াও এ সম্পর্কিত একটি জ্ঞান যাচাই প্রতিযোগিতার আয়োজন করবো।

প্রতিবারের অনুষ্ঠানে আমরা দু'টি প্রশ্নের জবাব দিবো। শ্রোতা বন্ধুরা ভালভাবে আমাদের বিশেষ অনুষ্ঠান শুনবেন। এবারের জ্ঞান যাচাই প্রতিযোগিতার মেয়াদ হবে ৩১ অক্টোবর পর্যন্ত। আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং বিশেষ পুরস্কার লাভকারী শ্রোতা নির্বচন করবো। বিশেষ পুরস্কার লাভকারী শ্রোতাকে চীনে এসে পরিদর্শনের আমন্ত্রণ জানাবো। আপনাদের অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় ও সমৃদ্ধ করে তুলবে।


http://bengali.cri.cn/521/2011/06/08/41s113542.htm



0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award