Wednesday, June 1, 2011

সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে ১০টি শ্রেষ্ঠ শ্রোতাসংঘ নির্বাচিত হবে


সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে

১০টি শ্রেষ্ঠ শ্রোতাসংঘ নির্বাচিত হবে


2011-06-01 15:30:19 cri

১. বর্ণনা

২০১১ সাল হলো চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী এবং সিআরআই'র প্রথম বিদেশি শ্রোতাসংঘ, জাপানের পেইচিং বেতার শ্রোতাসংঘ, প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। আজ, বিশ্বের পাঁচটি মহাদেশে সিআরআই'র ৩ হাজার ১ শ' ৬৫টি শ্রোতাসংঘ রয়েছে। এর মধ্যে বেতার শ্রোতাসংঘ ও নেট ব্যবহারকারী সংগঠন অর্ন্তভূক্ত রয়েছে। বিদেশি শ্রোতাসংঘগুলো বহু বছর ধরে চীনা সংস্কৃতি ও সিআরআই'র প্রচার, বিভিন্ন দেশের জনগণকে চীন সম্পর্কে জানানো এবং মৈত্রী জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন কর চলেছে।

সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এবং বিদেশি শ্রোতাসংঘের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সিআরআই সারা বিশ্বে দশটি শ্রেষ্ঠ শ্রোতাসংঘ নির্বাচন করবে। এবারের নির্বাচনের ছবিচিত্র, লিখিত প্রতিবেদন এবং অডিও ও ভিডিও ৬১টি ভাষার বেতার ও ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বের শ্রোতাদের মধ্যে প্রচার করা হবে।

২. নির্বাচনের পরিধি

সারা বিশ্বে সিআরআই'র বিদেশি শ্রোতাসংঘ।

৩. নির্বচানের সময়

২০১১ সালের ১ জুন থেকে ১ ডিসেম্বর পর্যন্ত।

৪. নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা

যেসব শ্রোতাসংঘ নিয়মিতভাবে সিআরআই'র অনুষ্ঠান শুনছে ও ওয়েবসাইট দেখছে এবং চীনা সংস্কৃতি ও সিআরআই'র অনুষ্ঠান প্রচার সম্পর্কিত কর্মসূচি এবং সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান আয়োজন করেছে বা অংশ নিয়েছে, তারা এবারের নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

৫. নির্বাচনে অংশগ্রহণের উপকরণ

অংশগ্রহণেচ্ছু শ্রোতাসংঘগুলোকে তাদের নিজেদের সম্পর্কে বর্ণনা এবং চীনা সংস্কৃতি বা সিআরআই'র প্রচার সম্পর্কে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অডিও, ভিডিও, ছবি, খবর বা প্রতিবেদন ২০১১ সালের ১ আগস্টের আগে সিআরআই দপ্তরে পাঠাতে হবে।

৬. পুরস্কার

ক) দশটি শ্রেষ্ঠ শ্রোতাসংঘকে '২০১১ সালের শ্রেষ্ঠ বিদেশি শ্রোতাসংঘ'-এর পুরস্কার প্রদান করা হবে এবং তাদের প্রতিনিধিদেরকে ২০১১ সালের ডিসেম্বর মাসে চীনে এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান ও অন্যান্য পরিদর্শনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে।

খ) আরো বেশি চীনা সংস্কৃতি ও সিআরআই'র প্রচারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শ্রেষ্ঠ দশটি শ্রোতাসংঘকে ৩ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত ইউয়ান রেনমিনপি প্রদান করা হবে।

গ) যোগাযোগ

ফোন নম্বর: 0086-10-68892420, 0086-10-68892299

ই-মাইল: ben@cri.com.cn

আরো বিস্তারিত দেখুন: http://bengali.cri.cn/641/2011/06/01/41s113386.htm


তথ্য সংগ্রহে,

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award