স্মারক: (সিআরআই শ্রোতা জরিপ ২০১২/ফলাফল) ০২/০৫/২০১২
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের কার্যক্রমকে আরো সমৃদ্ধ ও সৃজনশীল করতে, শ্রোতাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যে এবং সিআরআই’র এফ.এম ও শর্টওয়েব সম্প্রচার, ওয়েবসাইট পরিসেবা এছাড়া কনফুসিয়াস ক্লাসরুমের পর্যালোচনা করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ২০১২ সালের ১৫ই মার্চ থেকে শুরু করে ৩০ এপ্রিল ২০১২ পর্যন্ত একটি শ্রোতা জরিপের উদ্যোগ গ্রহণ করেছিলো। যার মধ্যে শ্রোতাদের কাছে নির্দিষ্ট একটি ফরমে ২২টি প্রশ্নের মতামত চাওয়া হয়েছিলো। এই জরিপে সর্বস্তরের শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ১৭ই মার্চ ২০১২ থেকে ই-মেইল, ওয়েবসাইট, ব্লগ, সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক, ডাক যোগাযোগ (রেজিষ্ট্রি, ইউসিপি, সাধারণ, বুকপোস্ট), কুরিয়ার সার্ভিস এবং স্বেচ্চাসেবকদের মাধ্যমে সরাসরি ফরম বিতরনে উদ্যোগ গ্রহণ করে।
এই বহুবিধ নেটওয়ার্কিং-এর মাধ্যমে জরিপ ফরমে উল্লেখিত প্রশ্নের আলোকে শ্রোতারা তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে জরিপে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন।
জরিপে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, শহিদুল কায়সার লিমন (গাজীপুর), সোহেল রানা হৃদয় (ঢাকা), এম.শামসুল ইসলাম (বগুড়া), হারুন-অর-রশিদ এবং এস.এম.জে হাবিব (রাজশাহী)।
বাংলাদেশের ২৩টি জেলা থেকে ২৮২ জন এছাড়া মুর্শিদাবাদ, ভারত থেকে ১ জন শ্রোতা সহ সর্বমোট ২৮৩ জন শ্রোতাবন্ধু এবারের শ্রোতা জরিপে অংশ গ্রহণ করেছেন।
যাদের মতামত মূল জরিপের আওতায় আনা হয়েছে বা গ্রহণ করা হয়েছে অথবা প্রকাশ করা হয়েছে সেই সব প্রত্যেক শ্রোতার তালিকা জেলা অনুযায়ী আলাদা ভাবে প্রকাশ করা হয়েছে। অনুগ্রহ করে আপনার নাম ও ঠিকানা দেখতে আপনার নিজ জেলাতে ক্লিক করুন। এছাড়া অন্য জেলার শ্রোতাদের পরিচিতি জানতে সেখানেও জেলা অনুযায়ী আলাদা ভাবে ক্লিক করুন।
Bangladesh Area
Name of District:
1. Dhaka ঢাকা
2. Bagerhat বাগেরহাট
3. Sirajganj সিরাজগঞ্জ
4. Nilphamari নীলফামারী
5. Sylhet সিলেট
6. Pabna পাবনা
7. Faridpur ফরিদপুর
8. Jessore যশোর
9. Chuadanga চুয়াডাঙ্গা
10. Chittagong চট্টগ্রাম
11. Rajshahi রাজশাহী
12. Moulvibazar মৌলভীবাজার
13. Gazipur গাজীপুর
14. Gopalganj গোপালগঞ্জ
15. Madaripur মাদারীপুর
16. Joypurhat জয়পুরহাট
17. Magura মাগুরা
18. Naogaon নওগাঁ
19. Bogura বগুড়া
20. Chapai Nawabganj চাঁপাইনবাবগঞ্জ
21. Kushtia কুষ্টিয়া
22. Narayanganj নারায়নগঞ্জ
23. Mymensingh ময়মনসিংহ
India Area
Name of District:
24. Murshidabad, West Bengal মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
0 comments:
Post a Comment