চীন আন্তর্জাতিক বেতার -এর ৭০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে
‘আমাদের পাঠশালা’য় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনোদনমূলক শিক্ষা উপকরণ বিতরণ
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর ৭০ বছর পূর্তি উৎসব উদযাপন করতে বাংলাদেশে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব ০২ জুলাই বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে। ঐ দিন ক্লাবের পক্ষ থেকে ব্যাংক টাউন, সাভার, ঢাকায় “আমাদের পাঠশালা” নামক একটি স্বেচ্ছাসেবামূলক উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনোদনমূলক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতারের মনিটর দিদারুল ইকবাল।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা-কে সাদা গোলাপ ফুলের মালা পরিয়ে এবং লাল গোলাপ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় “আমাদের পাঠশালা”র ২জন মেয়ে শিক্ষার্থী। সাথে সাথে মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
এরপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা তার গতানুগতিক বক্তব্য না রেখে তিনি শিশুদের চীন দেশ সম্পর্কে, চীনের মানুষ সম্পর্কে, চীন আন্তর্জাতিক বেতারের কার্যক্রম, চীনের সংস্কৃতি সম্পর্কে গল্প করেন এবং শিশুদের কয়েকটি সাধারণ চীনা ভাষা শেখান। এতে করে সুবিধাবঞ্চিত শিশুরা চীন দেশের গল্প শুনে মুগ্ধ হয় এবং তারা স্বর্ণার সাথে আনন্দ উপভোগ করে। মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা শিশুদের সাধারণ কয়েকটি চীনা ভাষা শিখতে উৎসাহিত করতে পুরস্কারেরও ঘোষণা দেন। এসময় তিনি শিশুদের ‘কুশল বিনিময়’ সংক্রান্ত কয়েকটি সাধারণ চীনা ভাষা শেখান এবং অনুষ্ঠানের পরে যারা ঐ চীনা ভাষা গুলি সঠিকভাবে বলতে পেরেছে তাদের উপহার দিয়েছেন। উপহারগুলি ছিলো ২০০৮ সালে চীনে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের স্মারক ছবির ফ্রেম।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতারের মনিটর দিদারুল ইকবাল তার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতেও “আমাদের পাঠশালা”র উন্নয়নে অর্থাৎ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মানউন্নয়নে সবধরনের সহযোগিতা অব্যহত রাখার ঘোষণা দেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের মধ্যে যারা পড়ালেখায় ভালো ফলাফল করবে তাদের ফরমাল স্কুলে ভর্তিসহ পড়ালেখা চালিয়ে নেওয়ার যাবতীয় দায়িত্ব শ্রোতাসংঘের পক্ষ থেকে করা হবে বলে জানান। দিদারুল ইকবাল ‘আমাদের পাঠশালা’র শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শুনাসহ চিঠি লেখার জন্যও উৎসাহিত করেন। ‘আমাদের পাঠশালা’র শিক্ষার্থীরা সবাই একসাথে বসে যাতে সন্ধ্যে বেলায় ঢাকা এফ.এম ১০৩.২ মেগাহার্জে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনতে পারে তার জন্য তিনি শিক্ষা কেন্দ্রে শীঘ্রই একটি ডিজিটাল এফএম রেডিও দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আমাদের পাঠশালা কার্যক্রমের উদ্যোক্তা সমন্বয়কারী সাহাদুর রহমান ইউসুফ, শিক্ষিকা শায়লা আক্তার, সেচ্ছাসেবক জায়েদা ইসলাম প্রমূখ।আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা “আমাদের পাঠশালা”র উদ্যোক্তা সমন্বয়কারী, শিক্ষিকা এবং শিক্ষার্থী প্রতিনিধির মাঝে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব কর্তৃক প্রদত্ত্ব বিনোদনমূলক শিক্ষা উপকরণের সরঞ্জাম প্রদান করেন। উপহার গুলির মধ্যে ছিলো, বই, খাতা, সচেতনতামূলক বই, বাংলা শিক্ষামূলক কার্টুন সিরিজ ‘মীনা’ বই, পেন্সিল, পেন্সিল শার্পনার, ইরেইজ্যার, বিভিন্ন ধরনের পেইন্ট বক্স, চিত্রাংকন খাতা, বিনোদনমূলক খেলনাসামগ্রী বাংলাদেশ ভ্রমণ লুডু সেট, বিশ্ব ভ্রমণ লুডু সেট, স্বাস্থ্য লুডু সেট, সাধারণ লুডু সেট, প্লে রিং (রাব্যার), কটন স্কিপিং-রোপ, খঞ্জনি, ফুটবল ইত্যাদি। সবমিলিয়ে প্রায় পনের হাজার টাকা মূল্যের বিনোদনমূলক শিক্ষা উপকরণ সামগ্রী দেওয়া হয় ‘আমাদের পাঠশালা’র সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নের জন্য। এছাড়া প্রধান অতিথি চীন আন্তর্জাতিক বেতার ও কনফুসিয়াস ক্লাসরুমের পক্ষ থেকে আমাদের পাঠশালার সকল শিক্ষার্থীর জন্য রং-বেরং এর বিভিন্ন পেপার কার্টিং এবং অনুষ্ঠানে আগত স্থানীয় অতিথিদের চমৎকার দেয়াল ক্যালেন্ডার উপহার দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা’র সন্মানে ‘আমাদের পাঠশালা’র সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পাঠ, কবিতা আবৃত্তি, নাচ এবং গান গেয়ে শুনায়।
এই মহতী আয়োজনে পঞ্চাশ’রও বেশি সুবিধাবঞ্চিত শিশু ও তাদের অভিভাবক, আমাদের পাঠশালার স্বেচ্ছাসেবক মো:আব্দুল বাতেন, ফাতেমা বেগম, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্য সারোয়ার-এ-আলম এবং পশ্চিম ব্যাংক টাউন কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মো:মাহাবুব আলম ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা “আমাদের পাঠশালা”র শিক্ষার্থী রোমানা আক্তার, জয় হোসেন, বিনা আক্তার এবং ‘আমাদের পাঠশালা’র উদ্যোক্তা সমন্বয়কারী ও সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব এর সদস্য সাহাদুর রহমান ইউসুফ, শিক্ষিকা মুশফিকা সুলতানা শায়লা, স্বেচ্ছাসেবিকা জায়েদা ইসলাম এবং স্থানীয় পশ্চিম ব্যাংক টাউন কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মো:মাহাবুব আলম ভূইয়ার সাক্ষাৎকার নেন।
তাছলিমা আক্তার লিমা
সমন্বয়কারী- ঢাকা শাখা
সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
0 comments:
Post a Comment