Sunday, July 24, 2011

সিআরআই- এর ৭০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে “শুভেচ্ছা স্বাক্ষর অভিযান ২০১১”

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এ ৭০ বছর পূর্তি উৎসব উযাপন উপলক্ষে

শুভেচ্ছা স্বাক্ষর অভিযান ২০১১

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর ৭০ বছর পূর্তি উৎসব উযাপন করতে বাংলাদেশে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ ব্যাপী বিশেষ এক শুভেচ্ছা স্বাক্ষর অভিযান ২০১১ এর আয়োজন করে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক চীন আন্তর্জাতিক বেতারের মনিটর দিদারুল ইকবাল এর পরিচালনায় ১২ জুলাই ২০১১ বাংলাদেশস্থ চীনা দূতাবাসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়ূ তার শুভেচ্ছা স্বাক্ষর করার মধ্য দিয়ে এই শুভেচ্ছা স্বাক্ষর অভিযান ২০১১ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিষয়ক কাউন্সিলর ছিয়েন খাইফু, সাংস্কৃতিক বিষয়ক এ্যাটাচে সু শুয়ে মিং, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর পরিচালক চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কনসালট্যান্ট শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং দূতাবাসের অন্যান্য কর্মীবৃন্দ

রাষ্ট্রদূতের শুভেচ্ছা স্বাক্ষরের পর পর্যায়ক্রমে অন্যান্য অতিথিবৃন্দও তাদের স্বাক্ষরের মধ্য দিয়ে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর ৭০ বছর পূর্তির শুভ কামনা করেন। এসময় ক্যামেরার ক্লিক ক্লিক ফ্ল্যাশ-লাইটের আলোয় উজ্জল হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

শুভেচ্ছা স্বাক্ষরের শুরুতেই সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক চীন আন্তর্জাতিক বেতারের মনিটর দিদারুল ইকবাল এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর ৭০ বছর পূর্তি-কে স্মরণীয় করে রাখতে শ্রোতাসংঘের পক্ষ থেকে এ বিশেষ শুভেচ্ছা স্বাক্ষর অভিযানের আয়োজন করা হয়েছে। একটি বিশেষ পদ্ধতিতে ডিজিটাল ব্যানারে বাংলাদেশের বিশিষ্টজন ও চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের শুভেচ্ছা স্বাক্ষর সংগ্রহ করা হবে এতে। যা হবে বাংলাদেশে এ ধরনের একটি প্রথম উদ্যোগ। শুভেচ্ছা স্বাক্ষর অভিযান শেষে উক্ত ডিজিটাল ব্যানারটি চীন আন্তর্জাতিক বেতার কেন্দ্রে পাঠানো হবে সংরক্ষনে রাখার জন্য। এ ছাড়া এ কার্যক্রম নিয়ে একটি ভিডিও চিত্রও প্রকাশ করা হবে।

ভারপ্রাপ্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়ূ তার উদ্বোধনী বক্তব্যের শুরুতেই তিনি দূতাবাসের পক্ষ থেকে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর ৭০ বছর পূর্তি উপলক্ষে শ্রোতাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সিআরআই হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সিআরআই ৭০ বছর ধরে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরীতে দৃঢ়তার সাথে কাজ করে আসছে। বিশেষ করে সিআরআই ৪২ বছর ধরে এ অঞ্চলে (বাংলাদেশ ও ভারত) বাংলা অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। প্রতিদিন বিভিন্ন সময়ে প্রায় ৭ হাজার শ্রোতাবন্ধুরা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনে থাকেন। কাজেই আমি আশা করি বাংলাদেশের আরো বেশি জনগণ সিআরআই-কে ভালোবাসবেন এবং তারা সিআরআই এর মাধ্যমে চীন সম্পর্কে আরো বেশি তথ্য জানার চেষ্টা করবেন।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর ছিয়েন খাইফু-ও শুভেচ্ছা বক্তব্য রেখেছেন।

দ্বিতীয় শুভেচ্ছা স্বাক্ষর অনুষ্ঠিত হয় ১৫ জুলাই ২০১১ চট্টগ্রামে। এ উপলক্ষে চট্টগ্রামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাক্ষর করেছেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সৈয়দা শাম্মী আরা চৌধুরী, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ও সিআরআই বাংলাদেশ প্রতিনিধি ইয়াং ওয়েই মিং (স্বর্ণা), চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম সালাউদ্দিন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম (ভান্ডার) পাহাড়তলী কেন্দ্রের সহকারী আঞ্চলিক প্রকৌশলী মো:আবু তাহের রায়হান, চট্টগ্রাম থেকে প্রকাশিত মাসিক বিশ্ব বন্ধন পত্রিকার প্রকাশক ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড.বিকিরণ প্রসাদ বড়ুয়া, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির, মেরিন ইঞ্জিনিয়ার আমিরুল কবির, সাদিয়া গ্রুপের চেয়ারম্যান এস.এম.নুরুল আমিন, লেখক ও সংগঠক ডা:পরিতোষ বড়ুয়া, মাসিক বিশ্ব বন্ধন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ, সম্পাদক গাজী এম.আল হারুনুর রশিদ, নির্বাহী সম্পাদক এস.এম.আবুল ফজল, ব্যবস্থাপক গাজী এম.আল আমিনুর রশীদ আবীর, সিআরআই-এর শ্রোতাবন্ধু তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আব্দুল্লাহ আল নোমান, রফিকুল ইসলাম প্রমূখ। শুভেচ্ছা স্বাক্ষর অভিযানটি পরিচালনা করেছেন, অনুষ্ঠানের সভাপতি সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক চীন আন্তর্জাতিক বেতারের মনিটর দিদারুল ইকবাল

২৩ জুলাই ২০১১ তৃতীয় শুভেচ্ছা স্বাক্ষর অনুষ্ঠিত হয় ঢাকা জাতীয় প্রেসক্লাবে। ঐদিন সিআরআই-এর ৭০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ডিজিটাল ব্যানারে স্বাক্ষর করে সিআরআই-কে শুভেচ্ছা জানিয়েছেন, একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক চাষী নজরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক একুশে পদক ও বাংলা একাডেমী পদকপ্রাপ্ত ছড়াকার, মুক্তিযোদ্ধা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ, ডা:মোস্তাক রহিম স্বপন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) এর সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, মো:লুৎফর রহমান, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি)র মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার ফিচার সম্পাদক হাসান হাফিজ, দৈনিক প্রথম আলো পত্রিকার চীফ রিপোর্টার শরিফুজ্জামান পিন্টু, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)র সাবেক মহা-পরিচালক এ.কে.এম.হানিফ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)র উপ-পরিচালক ও মিডিয়া এন্ড পাবলিকেশন বিভাগের প্রধান, বেসরকারী টেলিভিশন চ্যানেল আই এর সাবেক নিউজ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক কে.এম.আলিমুল হক, দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার আর্ট এডিটর সৈয়দ লুৎফুল হক প্রমূখ। এখানে উল্লেখ্য তৃতীয় শুভেচ্ছা স্বাক্ষর অভিযানটি পরিচালনা করেছেন, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম সালাউদ্দিন।

এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর ৭০ বছর পূর্তি উৎসব উযাপন উপলক্ষে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব কর্তৃক আয়োজিত বাংলাদেশ ব্যাপী বিশেষ শুভেচ্ছা স্বাক্ষর অভিযান ২০১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুসহ বিশিষ্ট জনদের শুভেচ্ছা স্বাক্ষর সংগ্রহ করা হবে। যা পরবর্তিতে চীন আন্তর্জাতিক বেতারের সংগ্রহের জন্য পাঠানো হবে

[সিআরআই-এর ৭০ বছর পূর্তি উৎসব উযাপন উপলক্ষে বিশিষ্টজন এবং শ্রোতাদের দেওয়া শুভেচ্ছা স্বাক্ষর"। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন]


তাছলিমা আক্তার লিমা

সমন্বয়কারী- ঢাকা শাখা

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,

মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award