চট্টগ্রামে সিআরআই এর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উৎযাপন অনুষ্ঠানে সিআরআই বাংলা বিভাগের পরিচালকের দেওয়া শুভেচ্ছা বাণী
প্রিয় বন্ধুরা, আমি সুদূর পেইচিং থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল বন্ধুকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
চট্টগ্রাম একটি মনোরম জায়গা। এর আগে আমি তিন বার সেখানে গিয়েছি। সেখানকার আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য ও জনগণের আন্তরিক আতিথেয়তা আমার মনে গভীর ছাপ ফেলেছে। এবার চীন আন্তর্জাতিক বেতারের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব’ এমন একটি অনুষ্ঠান আয়োজন করে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ায় এবং সিআরআই’র প্রচারণায় সহায়তা করায় আমি সিআরআই’র বাংলা বিভাগের পক্ষ থেকে এ ক্লাবের পরিচালক দিদারুল ইকবালকে ধন্যবাদ জানাই। মনে আছে, সিআরআই বাংলা বিভাগের পরিচালক হিসেবে ২০০৩ সালে আমার প্রথম বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের মহাসচিব জিল্লুর রহমান জিলু সাহেবের সঙ্গে চট্টগ্রামে যাই। তখন থেকেই দিদারুল ইকবাল সাহেবের সঙ্গে আমার পরিচয়। এতদিন পার হয়ে গেল, তিনি আগের মতোই আমাদের সঙ্গে আছেন। বয়স ও সামাজিক অভিজ্ঞতা বাড়ার পাশাপাশি আমাদের সঙ্গে তাঁর সম্পর্কও আরো ঘনিষ্ঠ হয়ে উঠেছে। আমি আশা করছি, এ অনুষ্ঠানের মাধ্যমে আরো বেশি বন্ধু সিআরআই’র কথা জানতে পারবেন। আমাদের নতুন বন্ধু হবেন এবং চট্টগ্রামের স্থানীয় বেতার ও তথ্যমাধ্যমগুলোর সঙ্গে সিআরআই’র বাংলা বিভাগের সম্পর্ক ও সহযোগিতার সূচনা হবে।
চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘকালের। আমরা দূরে থাকলেও ঐতিহাসিক মৈত্রীর ভিত্তিতে বর্তমানে দুদেশের জনগণের মধ্যকার বোঝাপড়া ও আদানপ্রদান দিন দিন বাড়ছে। সিআরআই আমাদের দুদেশের জনগণের বোঝাপড়া ও বন্ধুত্ব বাড়ানোর উদ্দেশে বহু বছর ধরে এবং কয়েক প্রজন্মের কর্মকর্তাদের আপ্রাণ প্রচেষ্টার মধ্য দিয়ে মৈত্রীসেতু গড়ার কাজ করে আসছে। এখন আমরা গতানুগতিক মিডিয়াম ওয়েভ ও শর্ট ওয়েভে বেতার অনুষ্ঠান প্রচারের পাশাপাশি বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে এফএম তরঙ্গের মাধ্যমেও বাংলা অনুষ্ঠান প্রচার করছি। তাছাড়া ওয়েবসাইট, পত্রিকা ও নেট ভিডিওর মাধ্যমে আমাদের শ্রোতা-পাঠক-দর্শকের সংখ্যা বাড়ছে। সত্তরটি বছর একজন মানুষের জীবনে অনেক সময়; জন্ম থেকে বার্ধক্যে পৌঁছানো। কিন্তু একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে আমরা অনুভব করছি যে, বর্তমান হচ্ছে সিআরআই’র অভূতপূর্ব উন্নয়নের সময়। আশা করি, ভবিষ্যতে আমরা আপনাদের সামনে আরো তথ্যবহুল ও মজার অনুষ্ঠান উপস্থাপন করতে পারবো। আপনারা হচ্ছেন আমাদের বন্ধু, সমর্থক ও চালিকাশক্তি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। চীন-বাংলাদেশ মৈত্রী চীরজীবী হোক। ধন্যবাদ।
ইয়ু কুয়াং ইউয়ে
পরিচালক, বাংলা বিভাগ
চীন আন্তর্জাতিক বেতার
২০১১/৭/১৫
0 comments:
Post a Comment