সি.আর.আই শ্রোতা সম্মেলন-২০১০
আয়োজন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
সি.আর.আই শ্রোতা সম্মেলন-২০১০ আয়োজন উপলক্ষ্যে ১২ ফেব্রুয়ারী সন্ধ্যে সাতটায় একুশে বই মেলা বর্ধমান হাউসে সিআরআই-কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক মিস ইয়াং ওয়ে মিং (স্বর্ণা)-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সিআরআই-সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল, গাজীপুরের শ্রোতা শহিদুল কায়সার লিমন, ঢাকার তাছলিমা আক্তার লিমা, ময়মনসিংহের লুৎফর রহমান এবং কুষ্টিয়ার সোহেল রানা। উপরেউল্লেখিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং যৌথ সিদ্ধান্তে শ্রোতা সম্মেলনের ব্যানার, শ্রোতা সম্মেলন আয়োজক কমিটি, ব্যবস্থাপনা উপ-কমিটি এবং সন্মাননা স্মারক প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা অনুমোদন করেন আলোচনা সভার সভাপতি মিস ইয়াং ওয়ে মিং (স্বর্ণা)।
সি.আর.আই শ্রোতা সম্মেলন-২০১০ আগামী ২৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।
শ্রোতা সম্মেলন আয়োজক কমিটি
শ্রোতা সম্মেলন আয়োজক কমিটিতে যারা রয়েছেন তারা হলেন,
সি.আর.আই শ্রোতা সম্মেলন-২০১০ আগামী ২৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।
শ্রোতা সম্মেলন আয়োজক কমিটি
শ্রোতা সম্মেলন আয়োজক কমিটিতে যারা রয়েছেন তারা হলেন,
উপদেষ্টা-
মাদাম ইউ কোয়াং য়ূএ (পরিচালক- সিআরআই বাংলা বিভাগ),
সম্মেলন প্রধান-
সিআরআই-কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক মিস ইয়াং ওয়ে মিং (স্বর্ণা),
সম্মেলন উপ প্রধান-
সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং বাংলাদেশ সংবাদদাতা মাহমুদ হাসিম,
সম্মেলন আয়োজক কমিটি সমন্বয়কারী-
সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর মহাসচিব জিল্লুর রহমান জিলু,
সম্মেলন আয়োজক কমিটি উপ সমন্বয়কারী-
সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সিআরআই-সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল,
শ্রোতা সমন্বয়কারী-
শহিদুল কায়সার লিমন (গাজীপুর), তাছলিমা আক্তার লিমা (ঢাকা), মো: লুৎফর রহমান (ময়মনসিংহ), সোহেল রানা (কুষ্টিয়া) এবং মো: মোস্তফা কামাল (ঢাকা)।
ব্যবস্থাপনা উপ-কমিটি
ব্যবস্থাপনা উপ-কমিটিতে যারা রয়েছেন-
ব্যবস্থাপনা উপ-কমিটি
ব্যবস্থাপনা উপ-কমিটিতে যারা রয়েছেন-
অভ্যর্থনা, রেজিষ্ট্রেশন-
তাছলিমা আক্তার লিমা (সমন্বয়কারী), সুমি খান/ রফিকুল ইসলাম, রওশন আরা লাবনী (সহযোগী সমন্বয়কারী),
যোগাযোগ, তথ্য ও ডকুমেন্টেশন-
শহিদুল কায়সার লিমন (সমন্বয়কারী), নুর মোহাম্মদ, আব্দুল্লাহ আল নোমান (সহযোগী সমন্বয়কারী),
খাদ্য-
মো: মোস্তফা কামাল (সমন্বয়কারী), সোহেল রানা, কবির খান, হারুন-আর-রশিদ (সহযোগী সমন্বয়কারী),
মঞ্চ সাজসজ্জা, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম-
মো: লুৎফর রহমান (সমন্বয়কারী), মো: শহীদ, কমল (সহযোগী সমন্বয়কারী)।
শ্রোতা সম্মেলন আয়োজক কমিটির উপদেষ্টা ব্যতিত অন্যান্য সদস্য আগামী ১৮ ফেব্রুয়ারী-২০১০ সন্ধ্যে আটটায় বইমেলায় আবার মিলিত হবে।
দিদারুল ইকবাল
সম্মেলন আয়োজক কমিটি উপ সমন্বয়কারী
পরিচালক- সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব
দিদারুল ইকবাল
সম্মেলন আয়োজক কমিটি উপ সমন্বয়কারী
পরিচালক- সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব
CRI Listener’s Conference Committee-2010
Date & Time: 26 February’2010, 03:00 P.M,
Date & Time: 26 February’2010, 03:00 P.M,
Place: National Press Club, Dhaka.
Adviser
1. Yu Guangyue
Director
Bangla Service
China Radio International
008610-68892299, 008610-68892420
Director
Bangla Service
China Radio International
008610-68892299, 008610-68892420
Conference Chief
2. Yang Wei Ming (Shorna)
Director
CRI-SMF Confucius Classroom
02-7912968, 02-8950471,
Director
CRI-SMF Confucius Classroom
02-7912968, 02-8950471,
Deputy Conference Chief
3. Mohiuddin Taher
Ex. Foreign Expert
Bangla Service
China Radio International
01720-191197
Ex. Foreign Expert
Bangla Service
China Radio International
01720-191197
4. Mahmud Hashim
Bangladesh Correspondent
Bangla Service
China Radio International
01730-097031
Bangladesh Correspondent
Bangla Service
China Radio International
01730-097031
Conference Organizing Committee Coordinator
5. Zilur Rahman Zilu
Secretary General
CRI Listeners Club Bangladesh
01713-007233
Secretary General
CRI Listeners Club Bangladesh
01713-007233
Deputy Conference Organizing Committee Coordinator
6. Didarul Iqbal
Director
CRI- South Asia Radio Club
01814-278343, 01711-054985, 01556-343472
Director
CRI- South Asia Radio Club
01814-278343, 01711-054985, 01556-343472
Listener’s Coordinator
7. Shahidul Kaysar Limon, Listener, Gazipur,
01928-280757, 01718-434363, 01911-758533,
8. Taslima Akter Lima, Listener, Mirpur, Dhaka,
01672-303732
9. Lutfur Rahman, Listener, Mymensingh,
01913-468301
10. Sohel Rana Redoy, Listener, Kushtia,
01715-669554
11. Md.Mostafa Kamal, Listener, Dhaka,
01670-215001
0 comments:
Post a Comment