Thursday, February 18, 2010

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর প্রথম বর্ষপূর্তি এবং চীনের বসন্ত উৎসব-২০১০

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর
প্রথম বর্ষপূর্তি এবং চীনের বসন্ত উৎসব-২০১০

বাংলাদেশ আর চীনের ঐতিহ্য ও সংস্কৃতিগত মিল
দু’দেশের আর্থ-সামাজিক বন্ধনকে আরো সংহত ও
বহুমুখী করতে পারে- চীনা রাষ্ট্রদূত চাং সিয়েন-ই



বাংলাদেশ আর চীনের ঐতিহ্য ও সংস্কৃতিগত মিল দু’দেশের আর্থ-সামাজিক বন্ধনকে আরো সংহত ও বহুমুখী করতে পারে। গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় মমতাজ মহল কনভেনশন সেন্টারে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর প্রথম বর্ষপূর্তি এবং চীনের বসন্ত উৎসব উৎযাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত চাং সিয়েন-ই এ কথা বলেন। মহামান্য রাষ্ট্রদূত আরো বলেন, “উভয় দেশ পরস্পরের পুরনো বন্ধু। শিক্ষা, সংস্কৃতিসহ বহুক্ষেত্রে দু’দেশের হাজার বছরের বন্ধন আছে।“ এ বন্ধন দু’দেশের সম্পর্কের জোরালো বহুমূখীকরণের বড় ভিত্তি হতে পারে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজীর উপাচার্য প্রফেসর ড: শামসুল হক, শান্তা-মারিয়াম ফাউন্ডেশনের অন্যতম পরিচালক বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী লিলি ইসলাম ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজীর উপাচার্য বলেন, চীনের চান্দ্র নববর্ষ শুরু হয় বসন্তের প্রথম দিনে। তাই এই দিনটি তাদের বসন্ত উৎসবের আনন্দে মিশে বৃহত্তম উৎসবে পরিণত হয়। তিনি আরো বলেন, এবছর বাঙালী ও চীনাদের বসন্ত মাত্র একদিনের ব্যাবধানে শুরু হওয়ায় এবারের উৎসব দু’টি জাতির সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছে।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শান্তা-মারিয়াম ফাউন্ডেশন এবং চীন আন্তর্জাতিক বেতারের দু’টি প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর ছিয়েন খাইফু, শান্তা-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত এবং শিক্ষা ও আর্থ সামাজিক অঙ্গনের তিন শতাধিক শীর্ষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। চীন আন্তর্জাতিক বেতারের পুরনো শ্রোতা ও সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষে ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, সদস্য মোস্তাফিজুর রহমান, তানিয়া আক্তার, গাজীপুর শাখার সমন্বয়কারী শহিদুল কায়সার লিমন, সদস্য কবীর খান, রাজশাহী শাখার সমন্বয়কারী হারুন-অর-রশিদ, কুষ্টিয়ার সোহেল রানা ও রওশন আরা শ্রোতা প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের কনসালটেন্ট এবং শিক্ষক মহিউদ্দিন তাহেরের নান্দনিক উপস্থাপনায় চীনা ও বাংলা ভাষায় নানা রকম উদযাপনী তৎপরতার মধ্যে বাঙালীদের কন্ঠে চীনা গান ও পালা, চীনা নারীর কন্ঠে বাংলা গান বিশেষ করে ইয়াং ওয়েই মিং স্বর্ণার কন্ঠে বাংলা গান, বিশিষ্ট শিল্পী লিলি ইসলাম, লীনা তাপসী ও ড: মুশাররাত শবনম-এর গান, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদের গান-নাচ এবং চপস্টিকস প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের মাতিয়ে তুলেছিলো।
চপস্টিকস প্রতিযোগিতাটি ছিলো অত্যন্ত আকর্ষনীয়, আনন্দদায়ক এবং মজার। এই প্রতিযোগিতায় উপস্থিত অতিথিদের মধ্য থেকে পাঁচ জন-কে আমন্ত্রন জানানো হয়। চীনা দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত চাং সিয়েন-ই, সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল সহ আরো তিনজন অতিথি এই চপস্টিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে দুটি চপস্টিকস বা কাঠি, একটি খালি পাত্র এবং আরেকটি পাত্রে বেশ কিছু খোসা ছড়ানো বাদাম দেওয়া হয়। দু’মিনিট সময়ের মধ্যে দুটি কাঠির সাহায্যে যে যত বেশি বাদাম খালি পাত্রে সঠিক ভাবে তুলে রাখতে পারবে তিনি হবেন প্রতিযোগিতার বিজয়ী। অনুষ্ঠানের প্রধান অতিথি চীনা দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত চাং সিয়েন-ই সবচেয়ে বেশি বাদাম তুলে বিজয়ী হলেও তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য চারজনের চীনের রঙ্গিন পেপার কার্টিং উপহার হিসেবে তুলে দেন।
সান্ধ্যভোজের পূর্বে প্রধান অতিথি চীনা দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত চাং সিয়েন-ই সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন। সান্ধ্যভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, একবছর আগে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এবং শান্তা-মারিয়াম ফাউন্ডেশন (এসএমএফ)-এর মধ্যে বাংলাদেশে চীনা ভাষা ও সংস্কৃতির প্রসারে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই ক্লাসরুম তার শিক্ষা কার্যক্রম শুরু করে গত বছর ২৯ অক্টোবর-২০০৯। এখানে বাঙালীদের চীনা ভাষা শেখানোর পাশাপাশি চীনাদেরও বাংলা শেখানো হচ্ছে। শিক্ষার্থীদের সংখ্যা প্রায় পঞ্চাশ। বড়দের জন্য তিন থেকে ছয় মাসের সার্টিফিকেট এবং এক বছরের ডিপ্লোমা কোর্স এর পাশা পাশি, শিশুদের ছয় মাসের কোর্স এবং পর্যটকদের জন্যেও মাস ব্যাপী চীনা ভাষার কোর্স রয়েছে এই সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এ।

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award