Tuesday, February 16, 2010


বাঘ বর্ষের প্রথম দিন , খুশির দিন-

চীনের বিভিন্ন জায়গায় নতুন চান্দ্র বছরের প্রথম দিন

আনন্দের সংগে উদযাপিত

2010-02-15 20:01:57 cri
১৪ ফেব্রুয়ারি হল চীনের চান্দ্র পঞ্জিকা অনুযায়ী বাঘ বর্ষের প্রথম দিন। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য চীনের বিভিন্ন জায়গা বণার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
এ দিন সকালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া বাও কুয়াং সি যুয়াং স্বায়তশাসিত অঞ্চলের থিয়ান ইয়ান জেলায় গিয়ে সেখানকার গ্রামবাসিদের সংগে বসন্ত উত্সব উদযাপন করেছেন।
চীনের বাঘ বর্ষের প্রথম দিন একই সাথে ভালোবাসা দিবস ছিল। অনেক যুবক যুবতী তাদের প্রিয়জনের সংগে ঘুরে বেড়িয়েছে। এ দিকটিও নববর্ষের এ দিনটিকে আরো আনন্দ ঘন করে তুলেছে।

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award