Tuesday, February 16, 2010

বাংলাদেশে চীনের বসন্ত উৎসব


বাংলাদেশে চীনের বসন্ত উৎসব

১৬ ফেব্রুয়ারী’২০১০ সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে উত্তরা ঢাকায় পালন করা হবে চীনের বৃহত্তম উৎসব “বসন্ত উৎসব”।
বাঙালীদের পহেলা বৈশাখের মতো বসন্ত উৎসব চীনাদের পক্ষে বছরের সবচেয়ে বড় উৎসব।
সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এবং চীনের বসন্ত উৎসব-২০১০ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
চীনের ঐতিহ্যিক রীতিনীতি অনুসারে চীনের বসন্ত উৎসব চীনের চান্দ্রবর্ষের শেষ মাসের ২৩ তম দিন থেকে নতুন বছরের প্রথম মাসের ১৫তম দিন অর্থাৎ লন্ঠন উৎসব পর্যন্ত স্থায়ী হয়, বসন্ত উৎসব উদযাপনের সময় প্রায় তিন সপ্তাহ ।
বাংলাদেশে চীনাদের বসন্ত উৎসবকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশস্থ চীনের মহামান্য রাষ্ট্রদূত মি. চাং শিয়েন ই এই মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাঙালী এবং চীনা বন্ধুদের নিয়ে একসাথে আনন্দ উপভোগ করবেন এবং ডিনার করবেন।
অনুষ্ঠানে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর পরিচালক ইয়াং ওয়ে মিং (স্বর্ণা), সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, বাংলাদেশের সংবাদদাতা মাহমুদ হাসিম, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এর অন্যান্য কর্মকর্তা, সান্তা মারিয়াম ফাউন্ডেশনের কর্মকর্তা এবং শ্রোতা ক্লাবের পক্ষ থেকে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সিআরআই-সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল, ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, সদস্য মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ ফারুক হুসাইন, তানিয়া আক্তার, গাজীপুর শাখার সমন্বয়কারী শহিদুল কায়সার লিমন, ঢাকা কলেজ শাখার সমন্বয়কারী কবির খান, রাজশাহী শাখার সমন্বয়কারী হারুন-অর-রশিদ, কুষ্টিয়া শাখার সমন্বয়কারী সোহেল রানা হূদয় উপস্থিত থাকবেন।


স্থান:
মমতাজ মহল কনভেনশন সেন্টার
হাউস- ১১, রোড- ৭/ডি, সেকশন- ৯,
উত্তরা, ঢাকা-১২৩০ (হাউস বিল্ডিং এর বিপরিত পাশে)

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award