Friday, February 12, 2010

বাংলা সাহিত্যের অনুবাদ: চীনা ভাষায়- শীর্ষক সেমিনার

বাংলা সাহিত্যের অনুবাদ:

চীনা ভাষায়- শীর্ষক সেমিনার

2010-02-11 21:49:56 cri


বাংলা একাডেমীতে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 'বাংলা সাহিত্যের অনুবাদ: চীনা ভাষায়' শীর্ষক সেমিনার। মাসব্যাপী অমর একুশে সেমিনারের অংশ হিসেবে বাংলা একাডেমী এ সেমিনারের আয়োজন করেছে।
সেমিনারে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের কর্মকর্তা ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক মিস ইয়াং ওয়েই মিং। আলোচনা করবেন ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর মি. ওয়াং য়্যূ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা বিভাগের প্রধান মো. আফজাল হোসেন, চীনা দূতাবাসের সাংস্কৃতিক এটাশে মিস ছাও ইয়ান হুয়া ও চীন বেতারে বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট ও শিক্ষক মহিউদ্দিন তাহের।

--মাহমুদ হাশিম, বইমেলা, বাংলা একাডেমী, ঢাকা।

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award