Tuesday, December 15, 2009

সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল’র বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন

সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান
সৈয়দ রেজাউল করিম বেলাল’র

বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন

সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল এখন কিছুটা সুস্থ্য হয়ে উঠেছেন। আত্নীয় স্বজন বন্ধু বান্ধবদের এখন অনেকটা চিনতে পারছেন এবং তাদের সাথে কথা বলতে পারছেন। তবে তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। দীর্ঘ দু’মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন বাসায় ফিরে এসেছেন এবং বর্তমানে বাসায় চিকিৎসা চলছে। ১৪ই ডিসেম্বর সি.আর.আই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল এবং ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা সৈয়দ রেজাউল করিম বেলাল-এর সাথে দেখা করতে তার বাসায় যান। প্রায় তিন ঘন্টা ধরে উভয়ের মধ্যে সড়ক দূর্ঘটনা, চিকিৎসা এবং বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়। সৈয়দ রেজাউল করিম বেলাল জানান দূর্ঘটনার পর কি কি ঘটেছিলো তিনি তার কিছুই মনে করতে পারছেন না। এমনকি দু’মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর যখন বাসায় ফিরে এসেছেন তখনো কিছু স্বরণ করতে পারছেন না এবং কাউকে চিনতে পারছেন না। পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে জানা যায় ডাক্তাররা আশঙ্কা করছেন তার হয়ত মস্তিষ্ক থেকে দু থেকে তিন বছরের পূর্বের স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে।

সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল সড়ক দূর্ঘটনার পর (বর্তমান অবস্থা)।

সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল’র সাথে দেখা করেন সি.আর.আই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল (ডানে)।

কিছুদিনের মধ্যে মাথায় আবারো অপারেশন করা হবে ক্ষত স্থানটি পুরন করতে। এছাড়া বাম পাশের চোখের অবস্থা এখনো ভালো নয়। ঐ চোখে তেমন কিছু দেখতে পারছেন না। ফলে এই মূহুর্তে তার বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। যদি বিদেশে উন্নত চিকিৎসা করা যায় তাহলে হয়ত আরো দ্রুত তিনি ভালো ও সুস্থ্য হয়ে উঠতে পারেন। বিদেশে চিকিৎসার বিষয়ে পারিবারিক ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সৈয়দ রেজাউল করিম বেলাল চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতা বন্ধুদের কাছ থেকে দোয়া চেয়েছেন যাতে তিনি তারাতারি সুস্থ্য হয়ে উঠতে পারেন। সি.আর.আই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকেও আমরা দেশি বিদেশী সকল শ্রোতা বন্ধুদের কাছ থেকে দোয়া কামনা করছি সৈয়দ রেজাউল করিম বেলালের জন্য। তিনি যেন শিঘ্রই ভালো হয়ে উঠেন এবং আমাদের মাঝে পূর্বের মত সুস্থ্য শরীরে ফিরে আসতে পারেন।
উল্লেখ্য ২ আগষ্ট রাত আনুমানিক সাড়ে নয়টার সময় সৈয়দ রেজাউল করিম বেলাল আগাঁরগাও থেকে রিক্সায় চড়ে বাসায় ফিরছিলেন। ঢাকা পঙ্গু হাসপাতালের কাছাকাছি এসে পৌছালে হঠাৎ করে পেছন থেকে একটি সিএনজি চালিত টেক্সি ক্যাব সজোরে তার রিক্সায় ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং রাস্তার আয়ল্যান্ডের সাথে মাথা ধাক্কা খেলে মাথার খুলির বাম পাশের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে ভেতরের দিকে দেবে যায়। এছাড়া তার বাম পাশের চোখের হাড় এবং বাম হাত বাম পা-ও ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে আশার কথা হচ্ছে যে মাথার খুলির বাম পাশের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গেলেও মস্তিষ্কের (ব্রেইনের) গুরুত্বপূর্ণ অংশগুলি খুববেশি ক্ষতিগ্রস্থ হয়নি।

মুছলিমা বেগম
সি.আর.আই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)



ছবি: ২ এবং ৩] সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল সড়ক দূর্ঘটনার পর (বর্তমান অবস্থা)।
ছবি: ৪ এবং ৫] সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল’র সাথে দেখা করেন সি.আর.আই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল (ডানে)।

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award