Thursday, December 26, 2013

Asiful Islam Ratul got a Certificate of "Kaleidoscope China Contest 2013" from CRI Bengali Service

(Third Prize)

Asiful Islam Ratul
Green hill International School (Global hill)
Section- 6, Block- C, House- 12, Road- 10,
Mirpur, Dhaka- 1216, Bangladesh

Tuesday, December 3, 2013

72 Years Founding Anniversary of China Radio International (CRI)


আজ চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী
খুব শীঘ্রয় বিশ্বের মধ্যে সিআরআই একটি আধুনিক, বহুমূখী ও নতুন ধারার আন্তর্জাতিক সংবাদ সংস্থা হিসেবে অধিষ্ঠিত হবে- দিদারুল ইকবাল, সিআরআই বাংলাদেশ মনিটর

আজ ২০১৩ সালের ৩ ডিসেম্বর। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪১ সালের ৩রা ডিসেম্বর রাতে বর্তমান চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) অর্থাৎ তৎকালীন ইয়ান আন সিনহুয়া বেতারের প্রথম কন্ঠ ইথারে ভেসে ওঠে চীনের ইয়ান আনের একটি গুহা থেকে। তখন কেবল রোজ ১৫ মিনিটের জাপানী ভাষার অনুষ্ঠান সম্প্রচার করা হতো। এর মধ্য দিয়েই চীনের বৈদেশিক বেতার ব্রতের ঐতিহাসিক অধ্যায় রচনা হয়। আর সেদিনই চীন আন্তর্জাতিক বেতারের জন্ম অর্থাৎ বিরামহীন পথ চলার শুরু।
১৯৪৯ সালের ২৫শে মার্চ ইয়ান আন সিনহুয়া বেতার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং গণ মুক্তি ফৌজের সদর দপ্তরের সঙ্গে বেইপিং অর্থাৎ বর্তমান বেইজিংয়ে স্থানান্তিরিত হয়েছে এবং সঙ্গে সঙ্গে বেতারের নামও বদলে বেইপিং সিনহুয়া বেতার নামকরণ করা হয়। একই বছরের ২৭শে সেপ্টেম্বর এর নাম আবার বদলে করা হয়েছে বেইজিং সিনহুয়া বেতার। চীনের বৈদেশিক বেতার ব্রতের সত্যিকার উন্নয়ন শুরু হয়েছে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর। ১৯৪৯ সালের ডিসেম্বর মাসে বেইজিং সিনহুয়া বেতারের নাম বদলে কেন্দ্রীয় গণ বেতার হয়েছে। সেই বছরে বেইজিং বেতারে ১১টি বিদেশী ভাষার অনুষ্ঠান প্রচারিত হয়। এখন চীন আন্তর্জাতিক বেতার বিশ্বের বিভিন্ন মহাদেশে ব্যুরো অফিস খুলেছে এবং চীনের হংকং, ম্যাকাওসহ বিভিন্ন প্রদেশে এর প্রতিনিধি অফিস প্রতিষ্ঠিত হয়েছে। সিআরআই-এর উদ্দেশ্য হলো চীনের জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যকার সমঝোতা ও মৈত্রী বাড়ানো। বর্তমানে সিআরআই থেকে চীনের ম্যানডারিন ভাষা, অন্য চারটি আঞ্চলিক ভাষা ও বিদেশী ভাষা মিলিয়ে মোট ৬৫টি ভাষায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এবং বেতার কার্যক্রম ছাড়াও ইন্টারনেটে চীনা ভাষাসহ প্রতিটি বিদেশী ভাষার ওয়েবসাইট প্রতিষ্ঠিত হয়েছে। এসব ওয়েবসাইটে এক সপ্তাহের অনুষ্ঠান শুনা যায়। ইথার ও ইন্টারনেটের মাধ্যমে সিআরআই বিশ্বের সামনে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, জনগণের সুখী জীবনযাপন এবং বৈশিষ্ট্যময় চীনা সংস্কৃতি তুলে ধরেছে। এ রেডিও চীনা জনগণ ও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে বোঝাপড়ার সেতু প্রতিষ্ঠিত করেছে।
এ প্রসঙ্গে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল বলেন, বিভিন্ন সৃজনশীল উদ্ভাবনের মাধ্যমে চীন অন্তর্জাতিক বেতার (সিআরআই) বিশ্বের সাথে আন্তর্জাতিক যোগাযোগ চাহিদা মেটাতে দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সিআরআই কর্তৃপক্ষ অন্যান্য কর্মসূচীর পাশাপাশি পেশাদার বিশ্ব সংবাদের ওপর গুরুত্ব দিচ্ছে যাতে এ রেডিওকে একটি শীর্ষ আন্তর্জাতিক সংবাদ সংস্থা হিসেবে গড়ে তোলা যায়। আমার বিশ্বাস খুব শীঘ্রয় বিশ্বের মধ্যে সিআরআই একটি আধুনিক, বহুমূখী ও নতুন ধারার আন্তর্জাতিক সংবাদ সংস্থা হিসেবে অধিষ্ঠিত হবে। কারণ বর্তমানে সিআরআই ৬৫টি ভাষার রেডিও, টেলিভিশন, পত্রিকা, ইন্টারনেট ও মোবাইল ফোনসহ বহুমূখী যোগাযোগ পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামনে চীনের তথ্য ও সংস্কৃতি তুলে ধরতে সক্ষম হয়েছে। তাছাড়া সিআরআই বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ভাষায় অনুষ্ঠান সম্প্রচারকারী আন্তর্জাতিক যোগযোগ সংস্থা। ৭২ বছরের সাফল্যে সিআরআই-এর এখন রয়েছে বহু বৈদেশিক শাখা বেতার, সহযোগী বেতার, গ্লোবাল নেটওয়ার্ক বেতার, বৈদেশিক অনুষ্ঠান স্টুডিও, কনফুসিয়াস ক্লাসরুম, বৈদেশিক সংবাদ কার্যালয় এবং ৪১১২টি বিদেশী বেতার শ্রোতা সংঘ। শুধু তাই নয়, সিআরআই প্রতি বছর তার বিদেশী শ্রোতাদের কাছ থেকে ৩০ লক্ষাধিকেরও বেশি চিঠি পেয়ে থাকে।

বাংলাদেশের সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপ-পরিচালক তাছলিমা আক্তার লিমা বলেন, সিআরআই তার বিভিন্ন দেশের ভাষায় অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে নানা ধরনের তথ্য পৌছেঁ দিচ্ছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে চীনা জনগণের সমঝোতা ও মৈত্রী বাড়ানোর জন্য বিশাল অবদান রেখেছে। আমরা আত্নবিশ্বাসের সাথে বলতে পারি সিআরআই চীন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের জন্য অনন্য অবদান রেখে আসছে। চীন আন্তর্জাতিক বেতারের প্রতিষ্ঠার ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আমি আমাদের সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের এবং বাংলাদেশের সকল শ্রোতার পক্ষ থেকে বেতারের সকল কর্মীকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাই। আশা করি, ভবিষ্যতে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) আরো বেশি সাফল্য অর্জন করবে। তিনি বলেন, বাংলাদেশে চীন আন্তর্জাতিক বেতারের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কারপ্রাপ্ত সংগঠন ‘সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব’ প্রতি বছর চীন আন্তর্জাতিক বেতারের এ দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করে শ্রোতাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award