Tuesday, May 29, 2012

Visiting Card of CRI Monitor


Thursday, May 24, 2012

"আমার চীনা চলচ্চিত্র ভাল লাগে" জ্ঞান যাচাই প্রতিযোগিতা

বন্ধুরা, আপনারা চীনা চলচ্চিত্র কখনো দেখেছেন কি? চীনা চলচ্চিত্রের ইতিহাস এক ' বছরেরও বেশি সময়ের এবং চলচ্চিত্র এখন সারা বিশ্বে সমাদৃত

উপলক্ষে আমরা এপ্রিল থেকে আগামী জুলাই মাস পর্যন্ত "আমার চীনা চলচ্চিত্র ভাল লাগে" জ্ঞান যাচাই প্রতিযোগিতা আয়োজন করেছিএতে মোট দশটি প্রশ্ন থাকবে এবং বেতার, ওয়েবসাইট ম্যাগাজিনে একসাথে আয়োজিত হবেআশা করি, সব বন্ধুরা অংশ নেবেন

আপনারা আমাদের ঠিকানায় ইমেল ঠিকানায় প্রশ্নের জবাব পাঠাতে পারেন

ঠিকানা:

China Radio International

Shijingshan Road A16

Shijingshan District

Beijing, China 100040

ইমেল ঠিকানা: ben@cri.com.cn

ফোন নম্বর: 0086-01-68892420/68892299

প্রশ্ন সমূহ

) চীনের প্রথম চলচ্চিত্র কোন সালে তৈরী করে?

) কোন সময় ছিল চীনা চলচ্চিত্র ইতিহাসের প্রথম জোয়ার?

) কোন চলচ্চিত্র গোল্ডেনবিয়ার পুরস্কারের জন্য মনোনিত হয় এবং ২০০৯ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হয়?

) লস্ট অন জার্নি চলচ্চিত্রটি কী গল্পের উপর ভিত্তি করে তৈরী?

) দি ম্যাসেজ (বার্তা) চলচ্চিত্রটি ১৭তম পেইচিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভালে কি পুরস্কার পেয়েছিলো?

) কোন বছরে ওয়ান্স আপন টাইম ইন চায়না-থ্রি (কোনো এক সময় চীনে-) সেরা যৌথ প্রযোজনার ছবির ক্যাটাগরিতে হান্ড্রেড ফ্লাওয়ার্স পুরস্কার অর্জন করে?

৭) সিটি অব লাইফ এ্যান্ড ডেথ (জীবন মৃত্যুর শহর) কোন শহরে তৈরী হয়েছে?

) লাভ ইজ নট ব্লাইন্ড (ভালোবাসা অন্ধ নয়) কী ধরনের চলচ্চিত্র?

) ওশেন হ্যাভেন (সমুদ্র স্বর্গ) কোন সালে নির্মিত?

১০) কনফুসিয়াস কিসের উপর ভিত্তি করে নির্মিত?



প্রতিবেদনের লিংক:

(১) "আমার চীনা চলচ্চিত্র ভাল লাগে" জ্ঞান যাচাই প্রতিযোগিতা

(২) চীনা চলচ্চিত্রের ইতিহাস

(৩) চলচ্চিত্র উত্সব-চলচ্চিত্র পরিচয়



প্রচারনায়-

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।




Friday, May 18, 2012

সিআরআই ‘মনিটর পরিচিতি’ হিসেবে সাক্ষাৎকার ধারণ


আজ ১৮ই মে ২০১২ অর্থাৎ ১:৪৩ মিনিটের সময় চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ থেকে বিশেষজ্ঞ ছাই ইউয়ে মুক্তা (রেকর্ডিং স্টুডিও +৮৬১০৬৮৮৯১৫৬৪) মনিটর পরিচিতি হিসেবে আমার একটি সাক্ষাৎকার গ্রহণ করেছেন। যার স্থায়ীত্ব ছিলো ১৪ মিনিট ৪৩ সেকেন্ড (এডিট যোগ্য)। আগামী রোববার এটি সিআরআই থেকে প্রচারের সম্ভাবনা রয়েছে। শ্রোতাবন্ধুদের নিয়মিত সিআরআইর অনুষ্ঠান শুনার আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান শুনুন প্রতিদিন সন্ধ্যে ৬:৩০-৭:৩০ পর্যন্ত এফএম- ১০৩.২ (ঢাকা) এবং ১০৫.৪ মেগাহার্জ (চট্টগ্রাম) অথবা শর্টওয়েভ ২৫, ৩১ ও ৪৯ মিটার ব্যান্ডে সন্ধ্যে ৭:০০-৮:০০টা, ৮:০০-৯:০০টা এবং ৯:০০-১০:০০টা পর্যন্ত।

সিআরআই মনিটর পরিচিতি

* নাম : দিদারুল ইকবাল

* পিতার নাম : মৃত মো:মানিক মিয়া

* মাতার নাম : আনোয়ারা বেগম

* পেশা : সমাজকর্মী ও ফ্রী-লান্স

* শখ: ডিএক্সীং, পত্রিকায় লেখালেখি এবং সম্পাদনা, ব্লগিং, ইন্টারনেট, সোস্যাল নেটওয়াকিং, ফটোগ্রাফি, ভ্রমণ, ডাকটিকেট, ব্যাজ, পোস্টকার্ড, কলম, মুদ্রা, কয়েন্স সংগ্রহ, রোমাঞ্চকর গল্পের বই পড়া, বন্ধুত্ব করা, সৃজনশীল লেখা (কবিতা, গল্প, নাটক), অভিনয়, সংগঠন পরিচালনা করা, ইভেন্ট ম্যানেজমেন্ট, করিওগ্রাফী, স্কাউটিং, হাইকিং, সাতার, ফুটবল খেলা, মাছ ধরা, বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করা।

* পছন্দের খাবার: ভুনা গরুর মাংস, ইলিশ মাছ ও ইলিশ মাছের ডিম, বড় চিংড়ি মাছ, কাঁকড়া, মরিচ ভর্তা, বিভিন্ন ফল

* বিশেষ গুণ: বিনয়ী, সরল, উদার, শৃংঙ্খলা ও ন্যায়বোধ, স্বচ্ছতা, নেতৃত্ব

* মূল্যবোধ: আমার মূল্যবোধ আমার বিবেক। আমি বিবেক দিয়ে বিচার করি।

* সিআরআইর মনিটর হিসেবে নিয়োগ পাওয়া আমার শ্রোতা জীবনের একটি শ্রেষ্ঠ অর্জন:

ছোট বেলা থেকে চীন আন্তর্জাতিক বেতার-এর অনুষ্ঠান শুনা শুরু করলেও বেতার কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার স্বপ্ন আমি স্বপ্নেও ভাবেননি কখনো ভাবিনি চীন এবং চীনা বন্ধুদের সাথে আমার একটি পারিবারিক বন্ধন তৈরী হবে। কিন্তু বর্তমানে বেতার কার্যক্রম অর্থাৎ চীন আন্তর্জাতিক বেতার এবং তার মধ্যকার যে সম্পর্ক তা আমাকে বিস্মিত করে জন্মের পর থেকে যেমন করে শিশু তার মায়ের কোমল ছোঁয়ায় ও আদর স্নেহের মধ্য দিয়ে ধিরে ধিরে কথা বলা শিখে, হাটা-চলা শিখে, বড় হতে শিখে এবং তার স্বপ্নের পৃথিবীতে বিচরণ করে মনের সুখে পরম আনন্দে তখন সে তার নাড়ীর টানও অটোমেটিক বুঝতে শিখে যায়। মাকে সে কিভাবে ভালোবাসে, কতোভাবে ভালোবাসে। তেমনি আমিও সিআরআই এর কোমল ছোঁয়ায় ও আদর স্নেহের মধ্য দিয়ে ধিরে ধিরে বড় হতে লাগলাম এবং মনের অজান্তে কখন, কিভাবে যেন সিআরআই-এর সাথে গভীর ভাবে জড়িয়ে পড়লাম স্বপ্নের ভুবনে সত্যি হয়ে। ফলে আমি এখন যখন, যেখানে, যেভাবে থাকিনা কেন কোথায় যেন আমার মা এবং মাতৃভূমির পর আরোও একটি নাড়ীর টান খুজে পায় সবসময় আর সেটা হচ্ছে আমার দ্বিতীয় মাতৃভুমি চীন! এখানে পৃথিবীর বিখ্যাত সব শব্দ এনে লিখে দিলেও বুঝানো যাবেনা যে আমি আমার দ্বিতীয় মাতৃভুমি চীনকে, সিআরআই-কে কিভাবে ভালোবাসি, কতোভাবে ভালোবাসি! এই ভালোবাসার টানে দীর্ঘ বছর ধরে আমি সিআরআই এবং চীনের বিভিন্ন তথ্য ও সাংস্কৃতিক প্রচার প্রচারনায় নিরলসভাবে কাজ করে আসছি। এই কাজের মধ্য দিয়ে আমি পেয়েছি চীনের অনেক গুণি মানুষের সান্নিধ্য। যাদের আন্তরিকতা, ভালোবাসা, সহযোগিতা এবং প্রশংসা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এখনো পর্যন্ত উৎসাহ ও সাহস জাগিয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে সিআরআই এবং চীনা বন্ধুদের সাথে এই দীর্ঘ পথচলায় সাংগঠনিক কাজের দক্ষতা হিসেবে পেয়েছি অনেক পুরস্কার এবং সন্মান। যা কখনো ভুলার মত নয়। তবে এর মধ্যে সবচেয়ে বড় অর্জন হচ্ছে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের মনিটর হিসেবে নিয়োগ পাওয়া। এটা আমার শ্রোতা জীবনে পাওয়া এখনো পর্যন্ত শ্রেষ্ঠ অর্জন। যাতে আমি গর্বিত, আনন্দিত, উদ্বেলিত এবং উৎফুল্ল। এটা এক অসাধারণ ব্যাপার। সিআরআই যে আমার দক্ষতা ও কাজের উপযুক্ত মূল্যায়ন করেছে এটা তার অন্যতম একটি উদাহরণ। ২০১১ সালে যখন সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ আমাকে মনিটর হিসেবে দ্বিতীয় বারেরমত নির্বাচিত করার খবরটি মোবাইলে ফোন করে জানালেন তখন আমি বিশ্বাস-ই করতে পারছিলাম না যে আমি সত্যি শুনছি কিনা। তখন এক অন্যরকম অনুভূতি হয়েছিলো মনে যা শুধু অনুভব করা যায় কিন্তু লেখার ভাষায় সেটা প্রকাশ করা যায়না। বর্তমানে আমি সিআরআইর সাথে সরাসরি কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সিআরআই আমাকে যে সন্মান দিয়েছে সেটা রক্ষা করতে আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো। উল্লেখ্য ২০০৫ সালের ২ জানুয়ারি শ্রোতাদের চিঠিপত্র জবাবের অনুষ্ঠান চাওয়া-পাওয়ায় সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ এবং তৎকালীন বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের বাংলাদেশে প্রথম বারেরমত আমাকে সিআরআই এর মনিটর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন।

সাংগঠনিকভাবে সিআরআইর প্রচার প্রচারনায় বিভিন্ন সময়ে নানা ভাবে যারা আমাকে সহযোগিতা করেছেন এবং আমি যাদের কাছে অনেক কৃতজ্ঞ তারা হলেন, বাংলাদেশস্থ চীনা দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত মি.চাইশি, সাবেক সাংস্কৃতিক কাউন্সেলর মাদাম রেনশিওঝি, মহাসচিব ইয়াওপলাই, এটাশি মিস জিন, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম ইয়ু কোয়াং য়ুএ, উপ-পরিচালক চিয়াং চিং ছেং, বিশেষজ্ঞ ফোং শিউ ছিয়েন, চুং শাওলি, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের সাবেক পরিচালক ও সিআরআই প্রতিনিধি ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সিআরআই-এর সাবেক ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, বর্তমান বিশেষজ্ঞ ছাই ইউয়ে মুক্তা, ছাও ইয়ান হুয়া সুবর্ণা, ওয়াং ছুই ইয়াও জিনিয়া, শিয়ে নান আকাশ, আবাম সালাউদ্দিন, শিহাবুর রহমান, বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাশিম, সি.আর.আই. লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, মহাসচিব জিল্লুর রহমান জিলু, শ্রোতাবন্ধু তাছলিমা আক্তার লিমা, এম.ফোরকান, শহীদুল কায়সার লিমন প্রমূখ।

* সিআরআইর মনিটর হিসেবে আমার ভবিষ্যৎ কিছু কর্মপরিকল্পনা:

চীন আন্তর্জাতিক বেতারের মনিটর হিসেবে আমি আগামীতে যে কাজগুলো করতে চাই সেগুলি হচ্ছে- (১) সিআরআই এবং বাংলাদেশ-চীন মৈত্রী সম্পর্ক উন্নয়নে তথ্য, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রচারনায় সেমিনার, সিম্পোজিয়াম, মেলা প্রদর্শনী, লোকজ মেলার আয়োজন করা, আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা, (২) চীনের গুরুত্বপূর্ন সাংস্কৃতিক উৎসবের প্রচার প্রচারনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, (৩) বিভিন্ন ডিএক্সার-দের নিয়ে ডিএক্সীং বিষয়ক একটি মাসিক অনুষ্ঠান তৈরী করে সিআরআই-তে প্রচারের ব্যবস্থা করা, (৪) সিআরআইর মাসিক অনুষ্ঠানের পর্যালোচলা করতে বিভিন্ন শ্রোতাদের অংশগ্রহনে প্রতি মাসে একটি করে মোবাইল কনফারেন্স এর আয়োজন করা, (৫) নিত্যনতুন ইন্টারনেট ওয়েবসাইট পরিসেবার মানউন্নয়নে বিভিন্ন তথ্য দিয়ে সিআরআই-কে সহযোগিতা করা, (৬) সামাজিক যোগাযোগ সাইট, মাইক্রোব্লগিং এবং ব্লগিং পরিসেবা চালুর করার বিষয়ে সিআরআই-কে সহযোগিতা করা, (৭) সিআরআইর এফ.এম প্রচারনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, (৮) বাংলাদেশের সর্বত্র অঞ্চলভিত্তিক শ্রোতা জরিপের মাধ্যমে সিআরআই এর শ্রোতা সংখ্যা বাড়ানো, (৯) নবীণ শ্রোতাদের চীন আন্তর্জাতিক বেতারে চিঠিপত্র লেখার নিয়মাবলী সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা, (১০) বাংলাদেশের বিভিন্ন শহর, উপশহর, থানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন, গ্রাম, এবং পার্বত্য অঞ্চলের শ্রোতাদের সাথে যোগাযোগ করে সিআরআইর অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত নিয়ে সিআরআই কর্তৃপক্ষের কাছে তুলে ধরা, (১১) তৃণমূল পর্যায়ে শ্রোতাদের সিআরআই ও চীনের বিভিন্ন প্রচার প্রচারনায় অংশ নিতে সহযোগিতা করা এবং তাদের সাংগঠনিক অবস্থা তুলে ধরা, (১২) ঢাকার উত্তরায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা ভাষা শিক্ষার বহূবিধ উন্নয়নে এবং প্রচারনায় যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, (১৩) সিআরআই বাংলা বিভাগের আসছে ৫০ বছর পূর্তি উপলক্ষে এখন থেকে নানাবিধ প্রচারনার উদ্যোগ নেওয়া, (১৪) সিআরআই, চীন এবং কনফুসিয়াস ক্লাসরুমের বিভিন্ন তথ্য বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া (রেডিও, টেলিভিশন), বিভিন্ন অনলাইন মিডিয়া এবং সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের ওয়েবসাইটে তুলে ধরা/প্রকাশ করার ব্যবস্থা করা, ইত্যাদি।

* আমার সাথে যোগাযোগের ঠিকানা:

দিদারুল ইকবাল,

মনিটর,

চীন আন্তর্জাতিক বেতার,

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,

মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

* মোবাইল: ০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩

* ই-মেইল : monitor.cri@gmail.com,

* ওয়েবসাইট : www.cri-sarc.blogspot.com,


ধন্যবাদ,

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।

Wednesday, May 2, 2012

CRI Listeners Survey 2012: List of participants to the audience

স্মারক: (সিআরআই শ্রোতা জরিপ ২০১২/ফলাফল) ০২/০৫/২০১২

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের কার্যক্রমকে আরো সমৃদ্ধ ও সৃজনশীল করতে, শ্রোতাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যে এবং সিআরআইর এফ.এম ও শর্টওয়েব সম্প্রচার, ওয়েবসাইট পরিসেবা এছাড়া কনফুসিয়াস ক্লাসরুমের পর্যালোচনা করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ২০১২ সালের ১৫ই মার্চ থেকে শুরু করে ৩০ এপ্রিল ২০১২ পর্যন্ত একটি শ্রোতা জরিপের উদ্যোগ গ্রহণ করেছিলো। যার মধ্যে শ্রোতাদের কাছে নির্দিষ্ট একটি ফরমে ২২টি প্রশ্নের মতামত চাওয়া হয়েছিলো। এই জরিপে সর্বস্তরের শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ১৭ই মার্চ ২০১২ থেকে ই-মেইল, ওয়েবসাইট, ব্লগ, সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক, ডাক যোগাযোগ (রেজিষ্ট্রি, ইউসিপি, সাধারণ, বুকপোস্ট), কুরিয়ার সার্ভিস এবং স্বেচ্চাসেবকদের মাধ্যমে সরাসরি ফরম বিতরনে উদ্যোগ গ্রহণ করে।

এই বহুবিধ নেটওয়ার্কিং-এর মাধ্যমে জরিপ ফরমে উল্লেখিত প্রশ্নের আলোকে শ্রোতারা তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে জরিপে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন।

জরিপে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, শহিদুল কায়সার লিমন (গাজীপুর), সোহেল রানা হৃদয় (ঢাকা), এম.শামসুল ইসলাম (বগুড়া), হারুন-অর-রশিদ এবং এস.এম.জে হাবিব (রাজশাহী)।

বাংলাদেশের ২৩টি জেলা থেকে ২৮২ জন এছাড়া মুর্শিদাবাদ, ভারত থেকে ১ জন শ্রোতা সহ সর্বমোট ২৮৩ জন শ্রোতাবন্ধু এবারের শ্রোতা জরিপে অংশ গ্রহণ করেছেন।

যাদের মতামত মূল জরিপের আওতায় আনা হয়েছে বা গ্রহণ করা হয়েছে অথবা প্রকাশ করা হয়েছে সেই সব প্রত্যেক শ্রোতার তালিকা জেলা অনুযায়ী আলাদা ভাবে প্রকাশ করা হয়েছে। অনুগ্রহ করে আপনার নাম ও ঠিকানা দেখতে আপনার নিজ জেলাতে ক্লিক করুন। এছাড়া অন্য জেলার শ্রোতাদের পরিচিতি জানতে সেখানেও জেলা অনুযায়ী আলাদা ভাবে ক্লিক করুন।


Bangladesh Area

Name of District:

1. Dhaka ঢাকা

2. Bagerhat বাগেরহাট

3. Sirajganj সিরাজগঞ্জ

4. Nilphamari নীলফামারী

5. Sylhet সিলেট

6. Pabna পাবনা

7. Faridpur ফরিদপুর

8. Jessore যশোর

9. Chuadanga চুয়াডাঙ্গা

10. Chittagong চট্টগ্রাম

11. Rajshahi রাজশাহী

12. Moulvibazar মৌলভীবাজার

13. Gazipur গাজীপুর

14. Gopalganj গোপালগঞ্জ

15. Madaripur মাদারীপুর

16. Joypurhat জয়পুরহাট

17. Magura মাগুরা

18. Naogaon নওগাঁ

19. Bogura বগুড়া

20. Chapai Nawabganj চাঁপাইনবাবগঞ্জ

21. Kushtia কুষ্টিয়া

22. Narayanganj নারায়নগঞ্জ

23. Mymensingh ময়মনসিংহ

India Area

Name of District:

24. Murshidabad, West Bengal মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ





CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award