Tuesday, December 15, 2009

সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল’র বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন

সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান
সৈয়দ রেজাউল করিম বেলাল’র

বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন

সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল এখন কিছুটা সুস্থ্য হয়ে উঠেছেন। আত্নীয় স্বজন বন্ধু বান্ধবদের এখন অনেকটা চিনতে পারছেন এবং তাদের সাথে কথা বলতে পারছেন। তবে তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। দীর্ঘ দু’মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন বাসায় ফিরে এসেছেন এবং বর্তমানে বাসায় চিকিৎসা চলছে। ১৪ই ডিসেম্বর সি.আর.আই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল এবং ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা সৈয়দ রেজাউল করিম বেলাল-এর সাথে দেখা করতে তার বাসায় যান। প্রায় তিন ঘন্টা ধরে উভয়ের মধ্যে সড়ক দূর্ঘটনা, চিকিৎসা এবং বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়। সৈয়দ রেজাউল করিম বেলাল জানান দূর্ঘটনার পর কি কি ঘটেছিলো তিনি তার কিছুই মনে করতে পারছেন না। এমনকি দু’মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর যখন বাসায় ফিরে এসেছেন তখনো কিছু স্বরণ করতে পারছেন না এবং কাউকে চিনতে পারছেন না। পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে জানা যায় ডাক্তাররা আশঙ্কা করছেন তার হয়ত মস্তিষ্ক থেকে দু থেকে তিন বছরের পূর্বের স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে।

সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল সড়ক দূর্ঘটনার পর (বর্তমান অবস্থা)।

সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল’র সাথে দেখা করেন সি.আর.আই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল (ডানে)।

কিছুদিনের মধ্যে মাথায় আবারো অপারেশন করা হবে ক্ষত স্থানটি পুরন করতে। এছাড়া বাম পাশের চোখের অবস্থা এখনো ভালো নয়। ঐ চোখে তেমন কিছু দেখতে পারছেন না। ফলে এই মূহুর্তে তার বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। যদি বিদেশে উন্নত চিকিৎসা করা যায় তাহলে হয়ত আরো দ্রুত তিনি ভালো ও সুস্থ্য হয়ে উঠতে পারেন। বিদেশে চিকিৎসার বিষয়ে পারিবারিক ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সৈয়দ রেজাউল করিম বেলাল চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতা বন্ধুদের কাছ থেকে দোয়া চেয়েছেন যাতে তিনি তারাতারি সুস্থ্য হয়ে উঠতে পারেন। সি.আর.আই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকেও আমরা দেশি বিদেশী সকল শ্রোতা বন্ধুদের কাছ থেকে দোয়া কামনা করছি সৈয়দ রেজাউল করিম বেলালের জন্য। তিনি যেন শিঘ্রই ভালো হয়ে উঠেন এবং আমাদের মাঝে পূর্বের মত সুস্থ্য শরীরে ফিরে আসতে পারেন।
উল্লেখ্য ২ আগষ্ট রাত আনুমানিক সাড়ে নয়টার সময় সৈয়দ রেজাউল করিম বেলাল আগাঁরগাও থেকে রিক্সায় চড়ে বাসায় ফিরছিলেন। ঢাকা পঙ্গু হাসপাতালের কাছাকাছি এসে পৌছালে হঠাৎ করে পেছন থেকে একটি সিএনজি চালিত টেক্সি ক্যাব সজোরে তার রিক্সায় ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং রাস্তার আয়ল্যান্ডের সাথে মাথা ধাক্কা খেলে মাথার খুলির বাম পাশের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে ভেতরের দিকে দেবে যায়। এছাড়া তার বাম পাশের চোখের হাড় এবং বাম হাত বাম পা-ও ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে আশার কথা হচ্ছে যে মাথার খুলির বাম পাশের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গেলেও মস্তিষ্কের (ব্রেইনের) গুরুত্বপূর্ণ অংশগুলি খুববেশি ক্ষতিগ্রস্থ হয়নি।

মুছলিমা বেগম
সি.আর.আই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)



ছবি: ২ এবং ৩] সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল সড়ক দূর্ঘটনার পর (বর্তমান অবস্থা)।
ছবি: ৪ এবং ৫] সি.আর.আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল’র সাথে দেখা করেন সি.আর.আই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল (ডানে)।

Saturday, October 31, 2009

Zooming on China: To mark the 60th Founding Anniversary of the P.R China & as a Prelude to the Kick-start of CRI-SMF Confucius Classroom on 29-10-2009
































Wednesday, October 21, 2009

চীনা ভাষার প্রসার ঢাকা-পেইচিং সম্পর্ক উন্নততর করবে- চাং সিয়েন ই

চীনা ভাষার প্রসার ঢাকা-পেইচিং সম্পর্ক উন্নততর করবে- চাং সিয়েন ই

পৃথিবীর বৃহত্তম জনগোষ্ঠীর মাতৃভাষা অষ্টম বৃহত্তম জনগোষ্ঠীর মাঝে প্রসারিত হলে তা চীন-বাংলাদেশ সম্পর্কের প্রসারে আরো গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। রাজধানীর উত্তরায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম- এর উদ্যোগে ৫ দিন ব্যাপি চীনা চলচ্চিত্র ও প্রামাণ্য ছবি প্রদর্শনী উদ্বোধনকালে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত চাং সিয়েন ই- এ কথা বলেন।
২০ অক্টোবর’০৯ শান্তা-মারিয়াম সৃজনশীল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড: শামসুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত চাং আরো বলেন, উভয় বন্ধুপ্রতীম দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় আদান-প্রদানের সুপ্রাচিন ঐতিহ্য আছে। এর ভিত্তিতে দু’দেশের মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর বহুমাত্রিক সহযোগিতা বাড়াতে হবে। তিনি বলেন, চীন সরকার বরাবরই বাংলাদেশের সরকার ও জনগনের কল্যাণে উদার হাতে এগিয়ে আসতে প্রস্তুত।
উপাচার্য প্রফেসর ড: শামসুল হক শান্তা-মারিয়াম ফাউন্ডেশন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম, কনফুসিয়াস দর্শন এবং বাংলাদেশ-চীন সম্পর্কের নানা বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সেলর মি: ছিয়েন খাই ফু, ফাউন্ডশনের পরিচালক সংগীত শিল্পী লিলি ইসলাম, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম- এর পরিচালক মিস ইয়াং ওয়েই মিং এবং সিআরআই এর সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের। অনুষ্ঠানে প্রায় দু’শতাধিক শ্রোতা দর্শক উপস্থিত ছিলেন। সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সিআরআই-সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল, ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা এবং সন্দ্বীপ (চট্টগ্রাম) শাখার মুছলিমা বেগমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অঙ্গনে চীনের বর্ধমান আর্থ-সামাজিক গুরুত্বের প্রেক্ষিতে গোটা বিশ্বে চীনা ভাষা ও সংস্কৃতি চর্চার লক্ষণীয় উদ্যমের প্রভাব বাংলাদেশেও এসে পড়েছে। আশার কথা, চীন সরকারের চীনা ভাষা কাউন্সিল তথা কনফুসিয়াস ইনষ্টিটিউট সমূহের প্রধান কার্যালয় চীনের সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)- এর মাধ্যমে বিশ্বব্যাপি চীনা ভাষা ও সংস্কৃতি বিষয় শেখানোর কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে সিআরআই আর বাংলাদেশের শান্তা-মারিয়াম ফাউন্ডেশন ২৯ অক্টোবর থেকে ঢাকার উত্তরায় যৌথ ভাবে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম চালু করছে।
কনফুসিয়াস ক্লাসরুম এর প্রথম প্রাক-শিক্ষা আয়োজন হিসেবে চীনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও শিক্ষা কার্যক্রম শুরুর প্রাক্কালে ২০-২৪ অক্টোবর ২০০৯ (পাঁচদিনব্যাপি) চীনা চলচ্চিত্র ও প্রামাণ্য ছবি প্রদর্শনী আয়োজিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০-১২টা, অপরাহ্ন ১:৩০-৩:৩০টা (শুক্র-শনি: বিকেল ৪-৬টা, সন্ধে ৬:৩০-৮:৩০টা) চীনা চলচ্চিত্র ও প্রামাণ্য ছবি দেখানো হবে।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর স্থান: জসিম উদ্দিন এভিন্যু, বাড়ী- ৫৩, রোড- ১৮, সেক্টর- ৩, উত্তরা, ঢাকা।

Monday, October 12, 2009

ADMISSION OPEN: CRI-SMF CONFUCIUS CLASSROOM

Join us, Learn Chinese & grab a chance to live a better life
ADMISSION OPEN
(Classes start on October 29, 2009)


Why to Learn Chinese Language:
For fluent communication in Chinese, business promotion with china, higher education in china, to utilize the natural resources of Bangladesh.

We offer:
- 3 Month Certificate Course, 6 Month Diploma and 1 Year Higher Diploma courses on
Communication Chinese
- 6 Month Diploma & 1 Year Higher Diploma courses on Business Language
- 6 Month Children’s Language courses
- 1 Month Survival Chinese for tourists/ travelers

Our Speciality:
- A Chinese teacher, fluent in Bangla & English
- A Bangladeshi teacher, fluent in Chinese & English
- A Chinese teacher specialized in teaching Chinese to overseas student
- Multi-media teaching method with extra-curricular to activities
- Over 3000 China-related books/CDs/DVDs for information & entertainment
- Prospects for scholarships in China

CRI-SMF CONFUCIUS CLASSROOM
(An Institution of Shanto-Mariam Foundation)
House: 53, Road: 18, Sector: 3, Uttara, Dhaka- 1230, Bangladesh.
Phone: 02-8950471, 8957211, Fax: +880-2-8956975,
E-mail: cri_smf@yahoo.com

Saturday, October 10, 2009

মহা আরম্বরে সি.আর.আই-সার্ক এর ওয়েবসাইট উদ্বোধন

মহা আড়ম্বরে সি.আর.আই-সার্ক এর ওয়েবসাইট উদ্বোধন
সি.আর.আই হলো বিশ্বের একমাত্র বিদেশী বেতার কেন্দ্র যেখানে
বিদেশীরা বাংলা ভাষা শিখে বাংলায় অনুষ্ঠান করে থাকে
-জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ


গাজীপুর প্রতিনিধি ।। চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব তার সি.আর.আই-সার্ক ওয়েবসাইট উদ্বোধন এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা প্রদানের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকার কাকরাইলে অবস্থিত বাংলাদেশ স্কাইটস জাতীয় সদর দফতরে ৯ অক্টোবর-০৯ বিকেল ৫টায় মহা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সি.আর.আই-সার্ক ওয়েবসাইট উদ্বোধন এবং সি.আর.আই বাংলা বিভাগের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার প্রমূখ।
মঞ্চে অতিথিদের আসন গ্রহণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, এছাড়া বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিনকে ঐশি, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহেরকে কুষ্টিয়ার রওশন আরা লাবণী এবং বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তারকে মাগুরার শ্রোতা মিঠুন বিশ্বাস ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এরপর অতিথিদের ব্যাজ পরানো হয়। ময়মনসিংহের শ্রোতা লুৎফর রহমান সরকার, ঢাকার মাহাবুব আলম, ঝিনাইদহের এম. আলম, সি.আর.আই-সার্ক ঢাকা কলেজ শাখার সমন্বয়কারী কবীর খান এবং কুষ্টিয়ার সোহেল রানা হূদয় যথাক্রমে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সভাপতিকে সি.আর.আই ব্যাজ পরিয়ে দেন।

সি.আর.আই-সার্ক এর ওয়েবসাইট www.cri-sarc.blogspot.com উদ্বোধন করছেন প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের। পাশে সি.আর.আই-সার্ক এর পরিচালক দিদারুল ইকবালকে দেখা যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্যে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পরিচালক দিদারুল ইকবাল আগত অতিথি এবং শ্রোতাবন্ধুদের চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান। এরপর তিনি অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি সি.আর.আই বাংলা বিভাগের অনুষ্ঠানের প্রসারে এবং শ্রোতা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর ভবিষ্যতেও সর্ম্পৃক্ততার কথা পূনর্ব্যাক্ত করেন। স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর ওয়েবসাইট (www.cri-sarc.blogspot.com) উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। জনাব শওকত মাহমুদ বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সি.আর.আই বাংলা বিভাগ হলো বিশ্বের একমাত্র বিদেশী বেতার কেন্দ্র যেখানে বিদেশীরা বাংলা ভাষা শিখে বাংলায় অনুষ্ঠান করে থাকেন”। তিনি সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর সাফল্য কামনা করেন।


স্বাগত বক্তব্য রাখছেন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল।



বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চীন আন্তর্জাতিক বেতার (সি.আর.আই) বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন।



বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চীন আন্তর্জাতিক বেতার (সি.আর.আই) বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।


বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চীন আন্তর্জাতিক বেতার (সি.আর.আই) বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন আশা প্রকাশ করেন, “সি.আর.আই বাংলা বিভাগের শ্রোতারা শুদ্ধ উচ্চারনে প্রমিত বাংলায় কথা বলবেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন এবং সি.আর.আই এর প্রত্যেক শ্রোতাবন্ধুরা তাদের সবার বাড়ীতে অন্তত পাতাবাহার গাছ লাগাবেন”। বিশেষ অতিথি সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের সি.আর.আই বাংলা বিভাগে তার দীর্ঘ সাড়ে নয় বছরের কর্ম অভিজ্ঞতার কিছু স্মৃতি তুলে ধরেন। তিনি সি.আর.আই বাংলা বিভাগের শ্রোতাবৃদ্ধিতে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর ভূয়সী প্রশংসা করেন।বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার এরকম শ্রোতাসর্ম্পৃক্ত অনুষ্ঠানে আমন্ত্রন জানানোর জন্য সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পরিচালক দিদারুল ইকবালকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে সি.আর.আই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ-কে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে মাদাম ইউ’র পক্ষে সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই-সার্ক এর সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই-সার্ক এর সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সি.আর.আই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই-সার্ক এর সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সি.আর.আই বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে সি.আর.আই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ, সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ সংবর্ধনাপ্রাপ্ত অতিথিদের সন্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। সি.আর.আই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ-এর পক্ষে সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন। সংবর্ধনা স্মারক প্রদান শেষে অতিথি এবং শ্রোতাবন্ধুদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্ক ঢাকা শাখার রফিকুল ইসলাম, সন্দ্বীপ (চট্ট:) শাখার মুছলিমা বেগম, ঢাকা কলেজ শাখার রফিকুল ইসলাম, অনিক খান, টাঙ্গাইলের মাকসুদুল আলম খান, ঢাকার মিজানুর রহমান, কুমিল্লার আলী হাজারী, দিনাজপুরের গোলাম রসুল প্রমূখ। পুরু অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর গাজীপুর শাখার সমন্বয়কারী মো: শহীদুল কায়সার লিমন।





































































CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award