Saturday, October 10, 2009

মহা আরম্বরে সি.আর.আই-সার্ক এর ওয়েবসাইট উদ্বোধন

মহা আড়ম্বরে সি.আর.আই-সার্ক এর ওয়েবসাইট উদ্বোধন
সি.আর.আই হলো বিশ্বের একমাত্র বিদেশী বেতার কেন্দ্র যেখানে
বিদেশীরা বাংলা ভাষা শিখে বাংলায় অনুষ্ঠান করে থাকে
-জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ


গাজীপুর প্রতিনিধি ।। চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব তার সি.আর.আই-সার্ক ওয়েবসাইট উদ্বোধন এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা প্রদানের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকার কাকরাইলে অবস্থিত বাংলাদেশ স্কাইটস জাতীয় সদর দফতরে ৯ অক্টোবর-০৯ বিকেল ৫টায় মহা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সি.আর.আই-সার্ক ওয়েবসাইট উদ্বোধন এবং সি.আর.আই বাংলা বিভাগের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার প্রমূখ।
মঞ্চে অতিথিদের আসন গ্রহণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, এছাড়া বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিনকে ঐশি, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহেরকে কুষ্টিয়ার রওশন আরা লাবণী এবং বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তারকে মাগুরার শ্রোতা মিঠুন বিশ্বাস ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এরপর অতিথিদের ব্যাজ পরানো হয়। ময়মনসিংহের শ্রোতা লুৎফর রহমান সরকার, ঢাকার মাহাবুব আলম, ঝিনাইদহের এম. আলম, সি.আর.আই-সার্ক ঢাকা কলেজ শাখার সমন্বয়কারী কবীর খান এবং কুষ্টিয়ার সোহেল রানা হূদয় যথাক্রমে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সভাপতিকে সি.আর.আই ব্যাজ পরিয়ে দেন।

সি.আর.আই-সার্ক এর ওয়েবসাইট www.cri-sarc.blogspot.com উদ্বোধন করছেন প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের। পাশে সি.আর.আই-সার্ক এর পরিচালক দিদারুল ইকবালকে দেখা যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্যে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পরিচালক দিদারুল ইকবাল আগত অতিথি এবং শ্রোতাবন্ধুদের চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান। এরপর তিনি অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি সি.আর.আই বাংলা বিভাগের অনুষ্ঠানের প্রসারে এবং শ্রোতা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর ভবিষ্যতেও সর্ম্পৃক্ততার কথা পূনর্ব্যাক্ত করেন। স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর ওয়েবসাইট (www.cri-sarc.blogspot.com) উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। জনাব শওকত মাহমুদ বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সি.আর.আই বাংলা বিভাগ হলো বিশ্বের একমাত্র বিদেশী বেতার কেন্দ্র যেখানে বিদেশীরা বাংলা ভাষা শিখে বাংলায় অনুষ্ঠান করে থাকেন”। তিনি সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর সাফল্য কামনা করেন।


স্বাগত বক্তব্য রাখছেন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল।



বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চীন আন্তর্জাতিক বেতার (সি.আর.আই) বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন।



বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চীন আন্তর্জাতিক বেতার (সি.আর.আই) বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।


বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চীন আন্তর্জাতিক বেতার (সি.আর.আই) বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন আশা প্রকাশ করেন, “সি.আর.আই বাংলা বিভাগের শ্রোতারা শুদ্ধ উচ্চারনে প্রমিত বাংলায় কথা বলবেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন এবং সি.আর.আই এর প্রত্যেক শ্রোতাবন্ধুরা তাদের সবার বাড়ীতে অন্তত পাতাবাহার গাছ লাগাবেন”। বিশেষ অতিথি সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের সি.আর.আই বাংলা বিভাগে তার দীর্ঘ সাড়ে নয় বছরের কর্ম অভিজ্ঞতার কিছু স্মৃতি তুলে ধরেন। তিনি সি.আর.আই বাংলা বিভাগের শ্রোতাবৃদ্ধিতে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর ভূয়সী প্রশংসা করেন।বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার এরকম শ্রোতাসর্ম্পৃক্ত অনুষ্ঠানে আমন্ত্রন জানানোর জন্য সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পরিচালক দিদারুল ইকবালকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে সি.আর.আই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ-কে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে মাদাম ইউ’র পক্ষে সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই-সার্ক এর সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই-সার্ক এর সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সি.আর.আই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই-সার্ক এর সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সি.আর.আই বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে সি.আর.আই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ, সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ সংবর্ধনাপ্রাপ্ত অতিথিদের সন্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। সি.আর.আই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ-এর পক্ষে সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন। সংবর্ধনা স্মারক প্রদান শেষে অতিথি এবং শ্রোতাবন্ধুদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্ক ঢাকা শাখার রফিকুল ইসলাম, সন্দ্বীপ (চট্ট:) শাখার মুছলিমা বেগম, ঢাকা কলেজ শাখার রফিকুল ইসলাম, অনিক খান, টাঙ্গাইলের মাকসুদুল আলম খান, ঢাকার মিজানুর রহমান, কুমিল্লার আলী হাজারী, দিনাজপুরের গোলাম রসুল প্রমূখ। পুরু অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর গাজীপুর শাখার সমন্বয়কারী মো: শহীদুল কায়সার লিমন।





































































0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award