চীনা ভাষার প্রসার ঢাকা-পেইচিং সম্পর্ক উন্নততর করবে- চাং সিয়েন ই
পৃথিবীর বৃহত্তম জনগোষ্ঠীর মাতৃভাষা অষ্টম বৃহত্তম জনগোষ্ঠীর মাঝে প্রসারিত হলে তা চীন-বাংলাদেশ সম্পর্কের প্রসারে আরো গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। রাজধানীর উত্তরায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম- এর উদ্যোগে ৫ দিন ব্যাপি চীনা চলচ্চিত্র ও প্রামাণ্য ছবি প্রদর্শনী উদ্বোধনকালে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত চাং সিয়েন ই- এ কথা বলেন।
২০ অক্টোবর’০৯ শান্তা-মারিয়াম সৃজনশীল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড: শামসুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত চাং আরো বলেন, উভয় বন্ধুপ্রতীম দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় আদান-প্রদানের সুপ্রাচিন ঐতিহ্য আছে। এর ভিত্তিতে দু’দেশের মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর বহুমাত্রিক সহযোগিতা বাড়াতে হবে। তিনি বলেন, চীন সরকার বরাবরই বাংলাদেশের সরকার ও জনগনের কল্যাণে উদার হাতে এগিয়ে আসতে প্রস্তুত।
উপাচার্য প্রফেসর ড: শামসুল হক শান্তা-মারিয়াম ফাউন্ডেশন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম, কনফুসিয়াস দর্শন এবং বাংলাদেশ-চীন সম্পর্কের নানা বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সেলর মি: ছিয়েন খাই ফু, ফাউন্ডশনের পরিচালক সংগীত শিল্পী লিলি ইসলাম, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম- এর পরিচালক মিস ইয়াং ওয়েই মিং এবং সিআরআই এর সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের। অনুষ্ঠানে প্রায় দু’শতাধিক শ্রোতা দর্শক উপস্থিত ছিলেন। সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সিআরআই-সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল, ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা এবং সন্দ্বীপ (চট্টগ্রাম) শাখার মুছলিমা বেগমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অঙ্গনে চীনের বর্ধমান আর্থ-সামাজিক গুরুত্বের প্রেক্ষিতে গোটা বিশ্বে চীনা ভাষা ও সংস্কৃতি চর্চার লক্ষণীয় উদ্যমের প্রভাব বাংলাদেশেও এসে পড়েছে। আশার কথা, চীন সরকারের চীনা ভাষা কাউন্সিল তথা কনফুসিয়াস ইনষ্টিটিউট সমূহের প্রধান কার্যালয় চীনের সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)- এর মাধ্যমে বিশ্বব্যাপি চীনা ভাষা ও সংস্কৃতি বিষয় শেখানোর কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে সিআরআই আর বাংলাদেশের শান্তা-মারিয়াম ফাউন্ডেশন ২৯ অক্টোবর থেকে ঢাকার উত্তরায় যৌথ ভাবে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম চালু করছে।
কনফুসিয়াস ক্লাসরুম এর প্রথম প্রাক-শিক্ষা আয়োজন হিসেবে চীনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও শিক্ষা কার্যক্রম শুরুর প্রাক্কালে ২০-২৪ অক্টোবর ২০০৯ (পাঁচদিনব্যাপি) চীনা চলচ্চিত্র ও প্রামাণ্য ছবি প্রদর্শনী আয়োজিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০-১২টা, অপরাহ্ন ১:৩০-৩:৩০টা (শুক্র-শনি: বিকেল ৪-৬টা, সন্ধে ৬:৩০-৮:৩০টা) চীনা চলচ্চিত্র ও প্রামাণ্য ছবি দেখানো হবে।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর স্থান: জসিম উদ্দিন এভিন্যু, বাড়ী- ৫৩, রোড- ১৮, সেক্টর- ৩, উত্তরা, ঢাকা।
২০ অক্টোবর’০৯ শান্তা-মারিয়াম সৃজনশীল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড: শামসুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত চাং আরো বলেন, উভয় বন্ধুপ্রতীম দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় আদান-প্রদানের সুপ্রাচিন ঐতিহ্য আছে। এর ভিত্তিতে দু’দেশের মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর বহুমাত্রিক সহযোগিতা বাড়াতে হবে। তিনি বলেন, চীন সরকার বরাবরই বাংলাদেশের সরকার ও জনগনের কল্যাণে উদার হাতে এগিয়ে আসতে প্রস্তুত।
উপাচার্য প্রফেসর ড: শামসুল হক শান্তা-মারিয়াম ফাউন্ডেশন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম, কনফুসিয়াস দর্শন এবং বাংলাদেশ-চীন সম্পর্কের নানা বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সেলর মি: ছিয়েন খাই ফু, ফাউন্ডশনের পরিচালক সংগীত শিল্পী লিলি ইসলাম, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম- এর পরিচালক মিস ইয়াং ওয়েই মিং এবং সিআরআই এর সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের। অনুষ্ঠানে প্রায় দু’শতাধিক শ্রোতা দর্শক উপস্থিত ছিলেন। সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সিআরআই-সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল, ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা এবং সন্দ্বীপ (চট্টগ্রাম) শাখার মুছলিমা বেগমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অঙ্গনে চীনের বর্ধমান আর্থ-সামাজিক গুরুত্বের প্রেক্ষিতে গোটা বিশ্বে চীনা ভাষা ও সংস্কৃতি চর্চার লক্ষণীয় উদ্যমের প্রভাব বাংলাদেশেও এসে পড়েছে। আশার কথা, চীন সরকারের চীনা ভাষা কাউন্সিল তথা কনফুসিয়াস ইনষ্টিটিউট সমূহের প্রধান কার্যালয় চীনের সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)- এর মাধ্যমে বিশ্বব্যাপি চীনা ভাষা ও সংস্কৃতি বিষয় শেখানোর কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে সিআরআই আর বাংলাদেশের শান্তা-মারিয়াম ফাউন্ডেশন ২৯ অক্টোবর থেকে ঢাকার উত্তরায় যৌথ ভাবে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম চালু করছে।
কনফুসিয়াস ক্লাসরুম এর প্রথম প্রাক-শিক্ষা আয়োজন হিসেবে চীনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও শিক্ষা কার্যক্রম শুরুর প্রাক্কালে ২০-২৪ অক্টোবর ২০০৯ (পাঁচদিনব্যাপি) চীনা চলচ্চিত্র ও প্রামাণ্য ছবি প্রদর্শনী আয়োজিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০-১২টা, অপরাহ্ন ১:৩০-৩:৩০টা (শুক্র-শনি: বিকেল ৪-৬টা, সন্ধে ৬:৩০-৮:৩০টা) চীনা চলচ্চিত্র ও প্রামাণ্য ছবি দেখানো হবে।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর স্থান: জসিম উদ্দিন এভিন্যু, বাড়ী- ৫৩, রোড- ১৮, সেক্টর- ৩, উত্তরা, ঢাকা।
0 comments:
Post a Comment