Monday, November 1, 2010

১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম বেতার কেন্দ্রের মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর এফ.এম তরঙ্গে সম্প্রচার শুরু হচ্ছে

১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম বেতার কেন্দ্রের মাধ্যমে
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর
এফ.এম তরঙ্গে সম্প্রচার শুরু হচ্ছে


2010-10-30 21:04:02 cri

১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম বেতার কেন্দ্রের এফ এম ব্যান্ডের মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) তার বাংলা ও ইংরেজী অনুষ্ঠানমালা সম্প্রচার শুরু করতে যাচ্ছে।
ঢাকা থেকে ইংরেজী অনুষ্ঠানমালা শোনা যাবে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এবং বাংলা অনুষ্ঠান শোনা যাবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এফএম ১০৩.২ মেগাহার্জে। একই সাথে প্রতিদিন চট্টগ্রাম থেকে বাংলা আনুষ্ঠান শোনা যাবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এফএম ১০৫.৪ মেগাহার্জে।
এফএম তরঙ্গের পাশাপাশি পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের অনুষ্ঠান শুনা যাবে প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শর্টওয়েভ ৩১.০৭ ও ২৫.৭৭ মিটার ব্যান্ডে; সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শর্টওয়েভ ৩১.৬১, ৩১.২৫ ও ২৫.৮৪ মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ ২৫২.৫৩ ব্যান্ডে; রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত শর্টওয়েভ ৩১.৬১ ও ২৫.৮৪ মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ ২৩৬.৪১ ব্যান্ডে; এছাড়া রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত শর্টওয়েভ ৩০.৯৬ মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ ৩১.২২ মিটার ব্যান্ডে সর্বমোট ৫বার (প্রতিবার এক ঘন্টা করে) অনুষ্ঠান শুনা যাবে।
উল্লেখ্য এক বছরেরও বেশি সময়ের যোগাযোগ ও প্রস্তুতির পর গত ১৭ মে ঢাকায় চীন আন্তর্জাতিক বেতার ও বাংলাদেশ বেতার আনুষ্ঠানিকভাবে বেতার সেবা সংক্রান্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে । এ চক্তি অনুযায়ী চীন আন্তর্জাতিক বেতারের বাংলা ও ইংরেজী ভাষার এফ এম অনুষ্ঠান ঢাকা ও চটগ্রামে প্রচার করবে । বাংলাদেশে চীনা দূতাবাসের রাজনৈতিক কাউসিলার ওয়াং ইয়ু ও বাংলাদেশ জাতীয় বেতারের মহাপরিচালক মাহবুবুল আলম আলাদা আলাদাভাবে চীন ও বাংলাদেশের পক্ষ থেকে এ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কর্মকর্তারাও তখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে চীন আন্তর্জাতিক বেতারের উপমহাপরিচালক ওয়াং ইয়ুন ফোংয়ের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরের সময় বাংলাভাষার এফ এম অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ও বাংলাদেশ বেতারের মহাপরিচালকের সংগে সার্বিকভাবে আলোচনা করেন । উভয় পক্ষ বেতার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্পর্কে আশাবাদী । চুক্তিটির স্বাক্ষর বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের বিপুল সমর্থন পেয়েছে ।
এ চুক্তির স্বাক্ষর চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের নতুন অধ্যায়ের সূচনা করেছে । এফএম অনুষ্ঠান চালুর মধ্যদিয়ে বাংলাদেশের শ্রোতারা আরো স্পষ্টভাবে চীন আন্তর্জাতিক বেতারের নানা অনুষ্ঠান শুনতে পাবেন ।
চীন আন্তর্জাতিক বেতার ১৯৬৯ সালের পহেলা জানুয়ারি থেকে ৪১ বছর ধরে বাংলা অনুষ্ঠান প্রচার করে আসছে।

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award