Wednesday, September 30, 2009

আগামী কাল চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী

আগামী কাল চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী
আগামী কাল ১ অক্টোবর ২০০৯ সাল। চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। দিনটি চীনা জনগনের জন্য একটি অবিস্মরণীয় দিন। ১৯৪৯ সালের ১লা অক্টোবর চীনের প্রয়াত শীর্ষনেতা মাও সে তুং পেইচিংয়ের থিয়ান আনমেন মহাচত্বরে নয়া চীনের জন্মের কথা ঘোষণা করেন।

১৯৪৯ সালের ১লা অক্টোবর চীনের রাজধানী পেইচিংয়ের থিয়ান আন মেন তোরণের ওপর দাঁড়িয়ে
মাও সে তোং চেয়ারম্যান ঘোষণা করেছেন যে, চীন গণ প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

৬০ বছর পর ঐ দিনে থিয়ান আনমেন মহাচত্বরে এ মহান দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিশাল কুচকাওয়াজ ও জনসাধারনের শোভাযাত্রার আয়োজন করা হবে।
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও কুচকাওয়াজ পরিদর্শনের মাধ্যমে নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনী তৎপরতার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করবেন।
চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী যাতে সফল ভাবে সমাপ্ত হয় সেই শুভকামনা থাকল সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে।


দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)
নজরুল সংগীত নিকেতন, বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।


আজ সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর একযুগ পূর্ণ হল সকলকে আমাদের পক্ষ থেকে বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা

আজ সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর
একযুগ পূর্ণ হল সকলকে আমাদের পক্ষ থেকে
বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা

বুধবার ৩০ সেপ্টেম্বর ২০০৯ সাল। আজ সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর একযুগ পূর্ণ হল। আগামী কাল ১ অক্টোবর-এ পা রাখবে ১৩তম বর্ষে । সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর একযুগ পূর্তিতে চীন আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা জানাচ্ছি।



১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামে জন্ম নিয়েছিলো এই শ্রোতা ক্লাবটি। তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব, চট্টগ্রাম নাম দিয়ে সংগঠনটির আত্ন প্রকাশ ঘটলেও পরবর্তিতে ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব বাংলাদেশ এবং গত ১৮ ফেব্রুয়ারী-২০০৮ সাল সংগঠনের সাংবিধানিক ধারা মেনে একটি শ্রোতা জরিপ পরিচালনার মধ্য দিয়ে আবারো নতুন নামে নামকরণ করা হয় যা এখন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) নামে আপনাদের কাছে পরিচিত।

দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)
নজরুল সংগীত নিকেতন, বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।


Thursday, September 24, 2009

সবাইকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা

সবাইকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা
মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব শেষে শুরু হল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব- ১৪১৬। সারা বছর ধরে এ উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সনাতনধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনের মাধ্যমে তারা এই উৎসব পালন করে থাকেন। চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সকল কর্মী এবং বেতারের সকল শ্রোতা, ওয়েবসাইটের পাঠক, ভিজিটর এবং ওয়েবসাইটে যারা মতামত দিচ্ছেন তাদের সকলকে আমাদের সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসব- ১৪১৬ বা দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি।

সনাতনধর্মাবলম্বী যারা তারা যেখানে যে অবস্থায় থাকেননা কেন সেখানে সবাই এই শারদীয় উৎসবের আনন্দ ভালো ভাবে উপভোগ করবেন এ প্রত্যাশা থাকল। শারদীয় দূর্গোৎসব সনাতনধর্মাবলম্বীদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। শারদ উৎসবের প্রাক্কালে বিশ্বময় অশান্তির বেড়াজাল। সনাতনধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দূর্গাদেবী তাদের জন্য তথা বিশ্বের জন্য নানান কল্যাণ বয়ে আনে। তাই আমরাও আশা করবো দূর্গাদেবী মঙ্গলবারতা নিয়ে আসবেন সবার জন্য।

তারিখ: ২৪/০৯/২০০৯

দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই- সার্ক),
নজরুল সংগীত নিকেতন,
বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট,
চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।

Wednesday, September 16, 2009

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র মাহে রমজান প্রায় শেষ পর্যায়ে সবার মনে এখন অনেক আনন্দের জোয়ার। শহরমুখী মানুষ গুলি এই ঈদ উৎসবকে কেন্দ্র করে নাড়ির টানে ফিরতে শুরু করেছেন গ্রামের বাড়ীতে আত্নীয় স্বজনদের সাথে একসাথে ঈদ করবেন বলে।চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সকল কর্মী, শ্রোতা, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক এবং যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আমাদের সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা যেখানে যে অবস্থায় থাকেননা কেন সেখানে সবাই এই ঈদ উৎসবের আনন্দ ভালো ভাবে উপভোগ করবেন এ প্রত্যাশা আমাদের সকলের। ঈদের দিন সকালে আপনাদের সবাইকে ঈদের সেমাই এবং কোরমা পলাও খাওয়ার নিমন্ত্রন রইল। ঈদ আপনাদের আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

ঈদ
ঈদ মানে হাসি খুশি
সূর্যের মুখ,
ঈদ মানে আলো আলো
রাশি রাশি সুখ।।

ঈদ ঈদ প্রতিদিন
থাকতো যদি ভাই,
খুশির জোয়ার বইয়ে যেত
যাহার সীমা নাই।।

ঈদ মানে স্বপ্নীল
রঙিন ঘুড়ি,
উড়ো উড়ো পাখিদের
মুক্তির পুরী।।

ঈদ মানে ছুটি ছুটি
কোটি কোটি হাসি,
স্বর্গীয় সুর ধারা
মোহনীয় বাঁশি।।

ঈদ মানে উড়ো উড়ি
মন ময়ুরীর,
অফুরান উৎসব
ফুলের কুঁড়ির।।


তারিখ: ১৬/০৯/২০০৯

দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই- সার্ক),
নজরুল সংগীত নিকেতন,
বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট,
চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award