Thursday, September 24, 2009

সবাইকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা

সবাইকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা
মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব শেষে শুরু হল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব- ১৪১৬। সারা বছর ধরে এ উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সনাতনধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনের মাধ্যমে তারা এই উৎসব পালন করে থাকেন। চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সকল কর্মী এবং বেতারের সকল শ্রোতা, ওয়েবসাইটের পাঠক, ভিজিটর এবং ওয়েবসাইটে যারা মতামত দিচ্ছেন তাদের সকলকে আমাদের সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসব- ১৪১৬ বা দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি।

সনাতনধর্মাবলম্বী যারা তারা যেখানে যে অবস্থায় থাকেননা কেন সেখানে সবাই এই শারদীয় উৎসবের আনন্দ ভালো ভাবে উপভোগ করবেন এ প্রত্যাশা থাকল। শারদীয় দূর্গোৎসব সনাতনধর্মাবলম্বীদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। শারদ উৎসবের প্রাক্কালে বিশ্বময় অশান্তির বেড়াজাল। সনাতনধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দূর্গাদেবী তাদের জন্য তথা বিশ্বের জন্য নানান কল্যাণ বয়ে আনে। তাই আমরাও আশা করবো দূর্গাদেবী মঙ্গলবারতা নিয়ে আসবেন সবার জন্য।

তারিখ: ২৪/০৯/২০০৯

দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই- সার্ক),
নজরুল সংগীত নিকেতন,
বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট,
চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award