N.B: Please click here to listen to the audio link >>>>>

স্ক্রিপ্ট
সিআরআই মোবাইল কনফারেন্স ২০১২:
আনন্দময় ঈদ
তারিখ: ১৩ আগষ্ট ২০১২, সময়: ০২:৩০ মিনিট
ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে আনন্দ
ঈদ মানে ফিরে পাওয়া
জীবনের ছন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া
জীবনের ভেদ
ঈদ মানে মুছে ফেলা
জীবনের ক্লেদ।
ঈদ মানে কোলাকুলি
ঈদ মানে সুন্দর বুলি
ঈদ মানে এক হওয়া
উঁচু নিচু ভুলি।
ঈদ মানে ফিরে পাওয়া
হারানো বন্ধুর সন্ধান
ঈদ মানে দৃঢ় করা
জীবনের বন্ধন।
ঈদ মানে কোলাকুলি
বুকে বুকে বুক
ছোট-বড় সকলের
হাসি মাখা মুখ।
ঈদ মানে কেনাকাটা
রাশি রাশি সুখ
অনাবিল ভালোবাসা
মুছে ফেলা দুখ।
ঈদ মানে ছুটিছাটা
বেড়ানোর ধুম
ছোটদের আখিঁজুড়ে
থাকে না তো ঘুম।
ঈদ মানে সাজুগুজু
লাল-নীল জামা
সারাদিন ঘোরাঘুরি
আমি আর মামা।
ঈদ মানে হাসি-খুশি
ভালো লাগা সব
আলোকিত চারিদিক
ফুলে ভরা টব।
একটি বছর পেরিয়ে আবার ফিরে এলো খুশির ঈদ-“ঈদুর ফিতর”। সবার ঘরে খুশির ঝরনাধারা বয়ে যাচ্ছে। এমন দিনে আমরা সবকিছু ভুলে গিয়ে মেতে উঠি খুশি আর আনন্দে। সব রকমের ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে শামিল হই। ধনী-গরিব, সাদা-কালো সবকিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করি। বড়দের চেয়ে ছোটরা ঈদ আনন্দ উপভোগ করে বেশি। তারা ঈদের খুশিতে বলতে গেলে আনন্দে দিশেহারা হয়ে যায়। ছোটদের ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হলো নানা ধরনের রঙিন জামা-জুতো। ঈদ এলে এগুলো যেনো সবার চাই-ই-চাই। বাবা-মা, মামা কিংবা চাচার কাছে বায়না ধরে যে যার ঈদের উপহার সামগ্রী আদায় করে। এরই মধ্যে ঈদ উদযাপনের জন্য সব রকমের প্রস্তুতি শেষ। শহরে যারা বসবাস করছে তারা গ্রামের মানুষজনের থেকে বেশি রংবাহী জিনিসপত্র কেনাকাটা করে থাকে। ঈদ উদযাপন করতে অনেকে আবার শহর ছেড়ে গ্রামে যায়। আনন্দ খুশি যতোই ভাগাভাগি করে উদযাপন করা যায় ততোই বেশি তা উপভোগ্য হয়। আমরা ছোট-বড়, ধনী-নির্ধন, সবাই মিলে অতি উৎসাহে এবারের ঈদ উদযাপন করবো।
শ্রোতাবন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি “সিআরআই মোবাইল কনফারেন্স ২০১২”। আর আমাদের আজকের বিষয় ‘আনন্দময় ঈদ’। আপনারা জেনে খুশি হবেন যে, এই প্রথম আমরা ঈদকে কেন্দ্র করে সিআরআই-তে অংশ নিচ্ছি “মোবাইল কনফারেন্সে”। এখন থেকে এই ধরনের মোবাইল কনফারেন্সে নিত্য নতুন বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে শ্রোতাবন্ধুরা অংশ নিবেন।
তাহলে বন্ধুরা আমরা আর অপেক্ষা না করে চলে যায় আমাদের মূল আয়োজনে। আজকের কনফারেন্স সঞ্চালনের দায়িত্বে রয়েছি আমি: দিদারুল ইকবাল। আর আমাকে সহযোগিতা করছেন: কপিলমুনি, খুলনা থেকে আরশাদ আলী বিশ্বাস।
আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন: সুদুর চীন থেকে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিশেষজ্ঞ ছাই য়ূএ মুক্তা।
এছাড়া অংশগ্রহণকারী শ্রোতাদের মধ্যে রয়েছেন:
সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল। চুয়াডাঙ্গা থেকে সিআরআই মনিটর প্রফেসর আশরাফুল ইসলাম। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস মাস্টার। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল মান্নান মাস্টার। নওগা থেকে ফরহাদ হোসেন। রাজশাহী থেকে হারুন-অর-রশিদ, এস.এম.জে হাবিব, সালাউদ্দীন ডলার, জাহাঙ্গীর আলম। কুষ্টিয়া থেকে বিপ্লব কুমার অধিকারী, এম.এ.রশিদ চৌধুরী। পাবনা থেকে এস.এম.আব্দুল্লাহ রানা, ডা:রফিকুল আজিজ। বগুড়া থেকে এম.শামসুল ইসলাম। বাগেরহাট থেকে তুষার রায় রনি। চট্টগ্রাম থেকে সলিম উল্লাহ, এম.ফোরকান, নূর মোহাম্মদ। জয়পুরহাট থেকে নুরুজ্জামান ইসলাম।
প্রথমে আমরা চলে যাচ্ছি-......................
(বিশেষ দ্রষ্টব্য: চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল মান্নান মাস্টার, নওগা থেকে ফরহাদ হোসেন, বাগেরহাট থেকে তুষার রায় রনি এবং এম.ফোরকান-কে আমরা চেষ্টা করেও ফোন লাইনে পায়নি।)
Date: 13 August 2012, Time: 02:30PM
Sl | Participants List | Location/Network Aria | Mobile |
1 | Yu Guangyue Director China Radio International | Beijing, China | 00861068892420 |
2 | Mukta Foreign Expert China Radio International | Beijing, China | |
3 | Didarul Iqbal Bangladesh Monitor China Radio International | Dhaka | 01711054985, 01814278343 |
4 | Syed Rezaul Karim Belal Chairman CRI Listeners Club Bangladesh | Dhaka | 01915000888 |
5 | Arshad Ali Biswas Sundarban Int: Radio List: Club | Khulna | 01715467626, 01911626233 |
6 | Prof.Ashraful Islam Bangladesh Monitor China Radio International | Chuadanga | 01712430334 |
7 | Abdul Quddus Master | Kurigram | 01713730978 |
8 | Abdul Mannan Master | ChapaiNawabgan | 01718810320 |
9 | Forhad Hossain | Naogan | 01715171109 |
10 | Harun-or-Roshid | Rajshahi | 01744796297 |
11 | S.M.J.Habib | Rajshahi | 01672447196, 01918561535 |
12 | Salahuddin Dolar | Rajshahi | 01712337439 |
13 | Biplob Kumar Adhakari | Kushtia | 01719801911 |
14 | S.M.Abdullah Rana | Pabna | 01715439924 |
15 | Dr.Rafiqul Aziz | Pabna | 01196185082 |
16 | M.Shamsul Islam | Bogra | 01717452249 |
17 | Tushar Roy Roni | Bagerhat | 01718444360 |
18 | Solim Ullah | Chittagong | 01825080321 |
19 | M.Forkan | Chittagong | 01731652355 |
20 | Nur Mohammed | Chittagong | 01815516816 |
21 | Nuruzzaman Islam | Joypurhat | 01722607876 |