
আগামী কাল ১ অক্টোবর ২০০৯ সাল। চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। দিনটি চীনা জনগনের জন্য একটি অবিস্মরণীয় দিন। ১৯৪৯ সালের ১লা অক্টোবর চীনের প্রয়াত শীর্ষনেতা মাও সে তুং পেইচিংয়ের থিয়ান আনমেন মহাচত্বরে নয়া চীনের জন্মের কথা ঘোষণা করেন।

১৯৪৯ সালের ১লা অক্টোবর চীনের রাজধানী পেইচিংয়ের থিয়ান আন মেন তোরণের ওপর দাঁড়িয়ে
মাও সে তোং চেয়ারম্যান ঘোষণা করেছেন যে, চীন গণ প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
৬০ বছর পর ঐ দিনে থিয়ান আনমেন মহাচত্বরে এ মহান দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিশাল কুচকাওয়াজ ও জনসাধারনের শোভাযাত্রার আয়োজন করা হবে।
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও কুচকাওয়াজ পরিদর্শনের মাধ্যমে নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনী তৎপরতার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করবেন।
চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী যাতে সফল ভাবে সমাপ্ত হয় সেই শুভকামনা থাকল সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে।
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও কুচকাওয়াজ পরিদর্শনের মাধ্যমে নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনী তৎপরতার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করবেন।
চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী যাতে সফল ভাবে সমাপ্ত হয় সেই শুভকামনা থাকল সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে।
দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)
নজরুল সংগীত নিকেতন, বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।
