সিআরআই এর  পক্ষে আন্তর্জাতিক মার্তভাষা দিবস পালন
একুশের প্রথম প্রহরে শহীদ  মিনারের বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা আন্দোলনের  মহান শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। রোববার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে  কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি প্রথম  শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার ও বিরোধীদলীয় নেতা এবং  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর  পর্যায়ক্রমে বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দেশের কূটনীতিক ও জাতিসংঘের  বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক  ও কৃষক সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ। চীন আন্তর্জাতিক বেতারের পক্ষে  সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল, শাখা সমন্বয়কারী  তাছলিমা আক্তার লিমা এবং ক্লাবের অন্যন্য সদস্য শহীদ মিনারে পুষ্পস্তবক  অর্পণ করেন।   
কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে পুরো এলাকা ছিল লোকে লোকারণ্য। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত  সর্বস্তরের মানুষ ছুটে আসে কেন্দ্রীয়  শহীদ মিনার। রাত ১২টা এক মিনিট থেকে কেন্দ্রীয়  শহিদ মিনারসহ এর আশপাশ মুখরিত ছিলো অমর একুশের গান  ‘আমার ভাইয়ের  রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। মাইকে প্রচারিত এই গানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শহীদ  মিনারে আসা হাজারো মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে প্রতিটি  প্রবেশপথ জুড়েই ছিল মিছিলের সারি। ভোর ছয়টার পর থেকে প্রায় ১২টা পর্যন্ত ভিড় ছিল সবচেয়ে বেশি। এ সময়ে একের পর এক আসতে থাকে মিছিল। শ্রদ্ধা আর ভালবাসায় ফুলে ফুলে  পরিপূর্ণ হয়ে উঠে শহীদ মিনারের বেদি। শহীদ  মিনারে আসা মানুষের পোশাকেও ছিল একুশের চেতনার  ছাপ। পোশাকে সাদা আর কালো রঙের ব্যবহারই  সবচেয়ে বেশি চোখে পড়েছে। আবার কারও পোশাকে লাল-সবুজের  বাংলাদেশকে ধারণ করতে দেখা গেছে। বেশির ভাগ শিশুর গালে, কপালে আঁকা ছিল শহীদ মিনার কিংবা জাতীয় পতাকার ছবি ও বাংলা বর্ণমালা আর আলপনা।
বাংলা একাডেমী, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা  বিশ্ববিদ্যালয় তথা বইমেলা জুড়ে এমন কি চীন আন্তর্জাকিত বেতারের মিডিয়া  স্টলের কর্মকর্তা, প্রতিনিধিদের মধ্যেও নানা রঙে প্রকাশ পেয়েছে একুশের চেতনা। (২১/০২/২০১১)
দিদারুল ইকবাল
পরিচালক

0 comments:
Post a Comment