ঢাকা; রোববার, ১৭ এপ্রিল, ২০১১
বাংলাদেশের রাজধানী ঢাকায় চীন আন্তর্জাতিক বেতার - শান্ত মারিয়াম ফাউন্ডেশন (সিআরআই-এসএমএফ) কনফুসিয়াস ক্লাসরুমের ৬ষ্ঠ ব্যাচের চীনা ভাষা শিক্ষা কার্যক্রম এক অনাড়ম্বর পরিবেশে শুরু হয়েছে রোববার।
পনেরো জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হওয়া এই নতুন ব্যাচের ক্লাসের শুরুতে ক্লাসরুমের চীনা পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের প্রতিনিধি ইয়াং ওয়েই মিং স্বর্ণা চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে প্রাথমিক ধারনা দেন।
শিক্ষার্থীদের মধ্যে দু’জন ছাত্রী এবং চীন আন্তর্জাতিক বেতারের মনিটর ও সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবালও রয়েছেন।
ইয়াং ওয়েই মিং স্বর্ণা প্রথমে প্রত্যেকের কাছে চীনা ভাষা শেখার উদ্দেশ্য সম্পর্কে জানতে চান। এরপর বাংলাদেশী শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের আনন্দঘন পরিবেশে চীনা ভাষার পাঠদান শুরু করেন।
ক্লাস শেষে কয়েকজন শিক্ষার্থী চীনা ভাষার প্রথম ক্লাসে তাদের উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেন।
২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি চীন আন্তর্জাতিক বেতার আর ঢাকার শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ক্লাসরুমটি চালু করার জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। একই বছর ২৯ অক্টোবর ক্লাসরুমের শিক্ষাক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এ পর্যন্ত প্রায় ১২০ জন বাংলাদেশি এতে ভর্তি হয়। এছাড়াও পঞ্চাধিক চীনা নাগরিক এই প্রতিষ্ঠানে প্রাথমিক বাংলা শেখেন।
গত বছর (২০১০) সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের একজন ছাত্র চীন সরকারের বৃত্তি নিয়ে চীনের কোয়াং চৌ শহরে গিয়ে চুংশান বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা অধ্যয়ন করছেন। এ বছর ২২ এপ্রিল ঢাকার চীনা দূতাবাসে ক্লাসরুমের পাঁচজন ছাত্র-ছাত্রী চীনাবৃত্তির প্রতিযোগিতায় অংশ নেবে।
চীনা ভাষা শিখতে আগ্রহী শ্রোতাবন্ধুসহ অন্যান্যরা (০২) ৮৯৫০৪৭১ বা ৭৯১২৯৬৮ নম্বরে যোগাযোগ করতে পারেন। ক্লাসরুমের মূল শ্লোগান হচ্ছে “মাতৃ ভাষায় চীনা ভাষা শিখুন”তাছলিমা আক্তার লিমা
সভাপতি
ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসেনার্স ক্লাব
মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
0 comments:
Post a Comment