জমে উঠতে শুরু করেছে সিআরআই স্টল
বন্ধুরা একুশে গ্রন্থমেলায় ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে বাংলা একাডেমীর বহেরা তলায় অবস্থিত সোমেন চন্দ চত্বরে চীন আন্তর্জাতিক বেতারের আন্তর্জাতিক মিডিয়া স্টল। প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিজিট করছেন সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের স্টল।
মেলার প্রথম দিন থেকে আসতে শুরু করেছেন চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরা। ইতিমধ্যে মাগুড়া, কুষ্টিয়া, মানিকগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম এবং ঢাকার কয়েকটি এলাকা থেকে বেশ কিছু শ্রোতা সিআরআই স্টল ভিজিট করেছেন। তারা একুশে বইমেলায় সিআরআই এর স্টল দেখে অনেক আনন্দ প্রকাশ করেছে। এখানে তারা সিআরআই, চীন এবং চীনা ভাষা সম্পর্কে নানা রকম তথ্য ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে চীন সম্পর্কে বিভিন্ন ভিডিও চিত্র দেখে ধারণা নিচ্ছেন। সিআরআই স্টল ভিজিটরদের বিবিধ তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন মিষ্টি ভাষায় বাংলা কণ্ঠী চীনা নাগরিক সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ইয়াং ওয়েইমিং স্বর্ণা, আরো আছেন সিআরআই এর শ্রোতাদের অন্যতম ভালবাসার মানুষ সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের উপদেষ্টা ও শিক্ষক মহিউদ্দিন তাহের এবং চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাশিম। স্টল ভিজিটরদের বিভিন্ন লিফলেট, ম্যাগাজিন, বুকমার্ক, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে 'ডিএক্সীং নিউজ' পত্রিকার বিশেষ সংখ্যা বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে যাতে চীন আন্তর্জাতিক বেতারের বিভিন্ন তথ্য রয়েছে এছাড়া এফএম তরঙ্গের ফ্রিকোয়েন্সি দিয়ে তৈরী ষ্টিকার ইত্যাদি সর্বরাহ করা হচ্ছে।
দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সিআরআই এর শ্রোতাবন্ধুরা বিশেষ করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, বগুড়া, দিনাজপুর, সিলেট, রাজশাহী, খুলনা, নওগাঁ থেকে আরো অনেক শ্রোতাবন্ধু ফোন করে জানিয়েছেন তারাও খুব শীঘ্রই একুশে বইমেলায় এসে সিআরআই স্টল ভিজিট করবেন। এ থেকে বুঝা যায় সিআরআই বই মেলায় স্টলটি শ্রোতাদের জন্য একটি মিলন মেলার কেন্দ্রেরমত পরিণত হয়ে উঠবে।
তাহলে বন্ধুরা আপনারা যারা এখনো বই মেলায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুম এর স্টলে আসেননি তারা চলে আসুন এবং আমাদের ফোন করুন, মোবাইল: ০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩ এই নাম্বারে
০৩/০২/২০১১
দিদারুল ইকবাল
পরিচালক
সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
ই-মেইল: didaruliqbal@gmail.com
ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com
0 comments:
Post a Comment