ছুটির দিনে বই প্রেমিদের উপচেপড়া ভিড়
ছুটির দিনে বই প্রেমিদের উপচেপড়া ভিড় ছবিঃ দিদারুল ইকবাল
এদিকে জনপ্রিয় কথা সাহিত্যিক হূমায়ুন আহমেদের চারটি গ্রন্থ এ পর্যন্ত মেলায় এসেছে। এগুলো হলো হিমুর আছে, ম্যাজিক মুনশি, ফাউন্টেইন পেনসহ আরো একটি। মেলাতে টেলিভিশন ও চলচ্চিত্র তারকাদের বই এসেছে বেশ কয়েকটি। তার মধ্যে আমজাদ হোসেনের ‘মাধবী লগন’। নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ প্রথমবারের মত উপন্যাসের বই বের করলেন। বইটির নাম ‘পিতৃপুরুষ’। রামেন্দু মজুমদারের একটি প্রবন্ধের বই বেরিয়েছে মেলাতে। এছাড়া শান্তা ইসলাম, শিরীন বকুল ও আবুল হায়াতের বই এসেছে মেলায়।
মেলাতে ঘুরতে এসেছিলেন কবি মহাদেব সাহা। তিনি বলেন, বই মেলা আমাদের সাংস্কৃতিক উৎসব, একুশের এই বইমেলার মধ্য দিয়ে আমরা জেগে উঠি, নতুন করে বাঁচার সাহস সঞ্চয় করি। এই বইমেলা এখন উৎসবে পরিণত হয়েছে। এ কাজে একমাস সবচেয়ে অমূল্য সময় কাটাই। আপ্লুত হই। উদ্বুদ্ধ হই। একুশের বইমেলা আমার প্রধান আনন্দের উৎসব। আমি মেলায় সুখবোধ করি। সবার জয় হোক।
সূত্র: দৈনিক আজকের প্রত্যাশা- ঢাকা ৫ ফেব্রুয়ারি ২০১১ শনিবার, ২৩ মাঘ ১৪১৭ বঙ্গাব্দ, ৩০ সফর ১৪৩২ হিজরি
0 comments:
Post a Comment