Sunday, February 6, 2011

ছুটির দিনে বই প্রেমিদের উপচেপড়া ভিড়

ছুটির দিনে বই প্রেমিদের উপচেপড়া ভিড়

আবু জুবায়ের: গতকাল শুক্রবার ছুটির দিনে মেলা পরিপূর্ণ ছিল দর্শকে। প্রথমবারের মত বইমেলা মানুষের পদচারণায় মুখরিত ছিল। লেখক-পাঠকদের মিলনমেলায় পরিণত হয় গতকালের মেলা। মেলাতে ঘুরতে দেখা গেল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, লেখক মোহিত কামাল প্রমূখ ব্যক্তিদের। এবারের মেলায় বিখ্যাত ব্যাক্তিদের নামে চত্বরের নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ চত্বর, কাজী নজরুল চত্বর, বেগম রোকেয়া চত্বর, ড.মুহম্মদ শহীদুল্লাহ চত্বর, বরকত চত্বর, ধীরেন্দ্রনাথ দত্ত চত্বর, জব্বার চত্বর, রফিক চত্বর। প্রতিটি চত্বরে চোখ পড়ার মত ভিড় দেখা যায়। এবার বাংলা একাডেমী কর্তৃপক্ষ বইমেলায় মোড়ক উন্মোচনের নতুন নিয়ম চালু করেছে। একদিন আগে তথ্যকেন্দ্রে জানাতে হবে। এতে শৃংখলা বজায় থাকবে বলে বাংলা একাডেমী কর্তৃপক্ষ মনে করে।

ছুটির দিনে বই প্রেমিদের উপচেপড়া ভিড় ছবিঃ দিদারুল ইকবাল


এদিকে জনপ্রিয় কথা সাহিত্যিক হূমায়ুন আহমেদের চারটি গ্রন্থ এ পর্যন্ত মেলায় এসেছে। এগুলো হলো হিমুর আছে, ম্যাজিক মুনশি, ফাউন্টেইন পেনসহ আরো একটি। মেলাতে টেলিভিশন ও চলচ্চিত্র তারকাদের বই এসেছে বেশ কয়েকটি। তার মধ্যে আমজাদ হোসেনের মাধবী লগন। নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ প্রথমবারের মত উপন্যাসের বই বের করলেন। বইটির নাম পিতৃপুরুষ। রামেন্দু মজুমদারের একটি প্রবন্ধের বই বেরিয়েছে মেলাতে। এছাড়া শান্তা ইসলাম, শিরীন বকুল ও আবুল হায়াতের বই এসেছে মেলায়।

মেলাতে ঘুরতে এসেছিলেন কবি মহাদেব সাহা। তিনি বলেন, বই মেলা আমাদের সাংস্কৃতিক উৎসব, একুশের এই বইমেলার মধ্য দিয়ে আমরা জেগে উঠি, নতুন করে বাঁচার সাহস সঞ্চয় করি। এই বইমেলা এখন উৎসবে পরিণত হয়েছে। এ কাজে একমাস সবচেয়ে অমূল্য সময় কাটাই। আপ্লুত হই। উদ্বুদ্ধ হই। একুশের বইমেলা আমার প্রধান আনন্দের উৎসব। আমি মেলায় সুখবোধ করি। সবার জয় হোক।

সূত্র: দৈনিক আজকের প্রত্যাশা- ঢাকা েব্রুয়ারি ২০১১ শনিবার, ২৩ মাঘ ১৪১৭ বঙ্গাব্দ, ৩ সফর ১৪৩২ হিজরি

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award