বইমেলায় প্রবেশের মুখে আমতলায় দর্শনার্থী ও ক্রেতাদের চোখে পড়বে “ই-তথ্যকেন্দ্র”। একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি মেলায় এসেছে এ কার্যক্রম। আগে যেখানে মেলা নিয়ে সামান্য তথ্য পেতে দীর্ঘ সময় অপেক্ষা করা লাগত এবার “ই-তথ্যকেন্দ্র” সেটি সহজ ও সুন্দর করে দিয়েছে মানুষকে। এদিক সেদিক ছুটছুটি না করে এখানে আপনি খুব সহজে পেয়ে যাবেন বইমেলা সম্পর্কে নানা তথ্য। যেমন- আপনার প্রিয় লেখকের কি কি বই বের হয়েছে, কি ধরনের লেখা বই (কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমন কাহিনী, রচনা সমগ্র ইত্যাদি), কোন স্টলে বইটি পাওয়া যাবে, মূল্য কত, লেখক পরিচিতি, প্রতিদিন মেলায় কি ধরনের নতুন বই আসছে, লেখক ও প্রকাশক কে, আপনি যে স্টলটি খুজছেন সেটি কোথায় অবস্থিত। সিআরআই এর শ্রোতাদের কেউ যদি চীন আন্তর্জাতিক বেতারের স্টলে আসতে চান কিন্তু সেটি কোন দিকে বা কিভাবে যেতে হবে বুঝতে না পারেন তবে তারাও এখান থেকে খুব সহজে লোকেশনটি জেনে নিতে পারবেন।
এখানে মেলার সবকটি স্টলের নাম্বার ও মানচিত্র দেওয়া আছে। শুধু তাই নয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে যে কোন কবি সাহিত্যিকের জীবন বৃত্তান্ত, লেখা ও বই সম্পর্কে সবকিছু জানা যাবে। এছাড়া স্বাধীন বাংলাদেশে এপর্যন্ত যত ব্যক্তি ‘একুশে পদক’ পেয়েছেন তাদের পরিচিতিসহ বাংলা একাডেমীর পূর্ণাঙ্গ ইতিহাসও এখানে জানা যাবে।
০৭/০২/২০১১
দিদারুল ইকবাল
পরিচালক
সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
ই-মেইল: didaruliqbal@gmail.com
ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com
0 comments:
Post a Comment