একুশে গ্রন্থমেলা-২০১১:
সিআরআই স্টলে এফএম তরঙ্গে অনুষ্ঠান শুনে মুগ্ধ দর্শনার্থীরা
সিআরআই স্টলে এফএম ১০৩.২ মেগাহার্জে চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে
৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত সিআরআই স্টলে দর্শনার্থীদের সিআরআই, চীন এবং চীনা ভাষা সম্পর্কে বিবিধ তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন সান্তামারিয়াম ফাউন্ডেশনের আবু জুবায়ের, সিআরআই এর শ্রোতা সংগঠক দিদারুল ইকবাল, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের শাখা প্রতিনিধি শহিদুল কায়সার লিমন, তাছলিমা আক্তার লিমা এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের ৪জন ছাত্র।
শুক্রবার ছুটির দিন হওয়ায় এই দিন মেলায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এই দিন সিআরআই স্টলে অনেক শ্রোতাবন্ধু ভিজিটে এসেছেন। শ্রোতাবন্ধু মাহবুব রহমান, মিজানুর রহমান, সোহেল রানা, রওশন আরা লাবনী, নাজমা বেগম, ফাহমিদা হোসেন সিমু, নাহিদুল ইসলাম সুজন, ফারজানা সুলতানা সামিয়া প্রমূখ। তারা সিআরআই এর মাধ্যমে চীনের পর্যটন এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসব সম্পর্কে আরো চমৎকার অনুষ্ঠান শুনার আগ্রহ প্রকাশ করেন।
০৪/০২/২০১১
দিদারুল ইকবাল
পরিচালক
সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
ই-মেইল: didaruliqbal@gmail.com
ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com
0 comments:
Post a Comment