একুশে গ্রন্থমেলা-২০১১:
বইমেলা চত্বর জুড়ে অবস্থান করছেন বিখ্যাত ব্যক্তিরা
সিআরআই স্টলে আমরা প্রতিদিন ছুটে আসি
প্রাণের টানে, ভালোবাসার কারনে
তাদের পরিচিত করার জন্যই প্রত্যেক বছর এসব মহান মানুষের নামে প্রতিটি চত্বরের নমকরণ করা হয়। বাংলা ভাষার আজকের যে প্রসার তার পেছনে এইসব মানুষের ঋণ অনেক। একাডেমি সূত্রে জানা যায়, বিখ্যাত ব্যক্তিদের নামে নামকরণের ব্যাপারটি সামনের মেলাতেও অব্যাহত থাকবে। এসব নামের পাশে সামনে হয়তো আরও নাম সংযোজন করা হতে পারে।
উল্লেখ্য চীন আন্তর্জাতিক বেতারের “সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুম” আন্তর্জাতিক মিডিয়া স্টলটি রয়েছে সোমেন চন্দ চত্বরে। সিআরআই এর শ্রোতাবন্ধুরাও মেলায় এসে আমাদেরমত এসব বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। বইমেলায় সিআরআই এর স্টল থাকায় আমরা প্রতিদিন ছুটে আসি প্রাণের টানে, ভালোবাসার কারনে।
০৫/০২/২০১১
দিদারুল ইকবাল
পরিচালক
সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
ই-মেইল: didaruliqbal@gmail.com
ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com
0 comments:
Post a Comment