Sunday, February 6, 2011

বইমেলা চত্বর জুড়ে অবস্থান করছেন বিখ্যাত ব্যক্তিরা

একুশে গ্রন্থমেলা-২০১১:

বইমেলা চত্বর জুড়ে অবস্থান করছেন বিখ্যাত ব্যক্তিরা

সিআরআই স্টলে আমরা প্রতিদিন ছুটে আসি

প্রাণের টানে, ভালোবাসার কারনে


একুশে বইমেলা জুড়ে অবস্থান করছেন বিখ্যাত ব্যক্তিরা। গতবারেরমত এবারও ১৩ জন বিখ্যাত ব্যাক্তির নামে নামকরণ করা হয়েছে মেলার প্রতিটি চত্বর। গত বছর ভাষা শহীদদের নামে নামকরণ করা হলেও এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানকারীদের নাম। মোট ১৩ জন মহান ব্যক্তিকে নিয়ে মেলার ১৩টি চত্বর সাজানো হয়েছে। প্রতিটি চত্বরের প্রবেশ মুখে তাদের নাম ও ছবি দিয়ে একটি স্তম্ভ তৈরী করা হয়েছে। যাদের নামে মেলা চত্বর করা হয়েছে তারা হলেন, শহীদ বরকত, শহীদ রফিক, শহীদ শফিউর, শহীদ সালাম, শহীদ জব্বার, ধীরেন্দ্রনাথ দত্ত, ড.মুহম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, আবদুল করিম সাহিত্যবিশারদ, সোমেন চন্দ ও সুফিয়া কামাল। এসব চত্বর সম্পর্কে বাংলা একাডেমির কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রজন্মের কাছে














তাদের পরিচিত করার জন্যই প্রত্যেক বছর এসব মহান মানুষের নামে প্রতিটি চত্বরের নমকরণ করা হয়। বাংলা ভাষার আজকের যে প্রসার তার পেছনে এইসব মানুষের ঋণ অনেক। একাডেমি সূত্রে জানা যায়, বিখ্যাত ব্যক্তিদের নামে নামকরণের ব্যাপারটি সামনের মেলাতেও অব্যাহত থাকবে। এসব নামের পাশে সামনে হয়তো আরও নাম সংযোজন করা হতে পারে।

উল্লেখ্য চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রু আন্তর্জাতিক মিডিয়া স্টলটি রয়েছে সোমেন চন্দ চত্বরে। সিআরআই এর শ্রোতাবন্ধুরাও মেলায় এসে আমাদেরমত এসব বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। বইমেলায় সিআরআই এর স্টল থাকায় আমরা প্রতিদিন ছুটে আসি প্রাণের টানে, ভালোবাসার কারনে।

০৫/০২/২০১১

দিদারুল ইকবাল

পরিচালক

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,

মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

ই-মেইল: didaruliqbal@gmail.com

ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award