আজ বাংলা একাডেমীতে “চীনে রবীন্দ্রসাহিত্য” বিষয়ে সেমিনার
অমর একুশে গ্রন্থমেলা ২০১১ এর প্রাত্যহিক সেমিনার/আলোচনায় থাকছে ‘রবীন্দ্রনাথ’। আজ ২৬ ফেব্রুয়ারি শনিবারের সূচীতে রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান “চীনে রবীন্দ্রসাহিত্য”।
সকাল ১১টায় বাংলা একাডেমীর মূল মঞ্চে প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধি ও ঢাকায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের চীনা পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আলোচনা করতে ইতোমধ্যে ঢাকায় পৌছেঁছেন পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক চীনের রবীন্দ্রসমগ্র অনুবাদক কমিটির প্রধান প্রফেসর তোং ইয়ৌছেন ও পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ওয়েই লিমিং। এছাড়াও চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ওয়াং ইয়ূ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের সাবেক পরিচালক ড.বেগম জাহানারা এবং ফিরোজ মাহমুদ প্রবন্ধের উপর আলোচনা করবেন।
উল্লেখ্য, আলোচকদের সবাই বাংলাদেশী বা বাংলাভাষী চৈনিক।
দিদারুল ইকবাল
পরিচালক
সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাংলাদেশ।
0 comments:
Post a Comment