বাংলা একাডেমী মঞ্চে চীনে রবীন্দ্রসাহিত্য বিষয়ে বিশেষ সেমিনার ২৬ ফেব্রুয়ারি
এবার নতুন আঙ্গিকে এবং আন্তর্জাতিক আবহের মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলা শুরু হল। এবারের মূল ভাবনা হচ্ছে, ‘রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথের বিষয়ে প্রতিদিন আলোচনা হচ্ছে মেলামঞ্চে। এবার মেলা মঞ্চে চীনে রবীন্দ্রসাহিত্য বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান করা হবে। প্রফেসর হুমায়ুন আব্দুল হাই এর সভাপতিত্বে ২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় অনুষ্ঠেয় এই সেমিনারে আলোচক হিসেবে রবীন্দ্র অনুবাদক বিদেশি বিশেষজ্ঞ চীনের অধ্যাপক তুং ইয়োছেন যোগ দেবেন এবং সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
উল্লেখ্য গত বছর ২৭ ফেব্রুয়ারি মেলা মঞ্চে 'বাংলা সাহিত্যের অনুবাদ: চীনা ভাষায়' শীর্ষক সেমিনারেও মূল প্রবন্ধ পাঠ করেন চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুদের এই সেমিনারে অংশগ্রহনের জন্য বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি। যারা সেমিনারে উপস্থিত থাকতে চান তারা যোগাযোগ করুন ০১৭১১০৫৪৯৮৫ এবং ০১৮১৪২৭৮৩৪৩ এই নম্বরে।
(২৩/০২/২০১১)
দিদারুল ইকবাল
পরিচালক
0 comments:
Post a Comment